ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

স্কুল ভবন পরিত্যক্ত ॥ খোলা মাঠে পাঠদান

প্রকাশিত: ০৫:৫০, ৮ জানুয়ারি ২০১৭

স্কুল ভবন পরিত্যক্ত ॥ খোলা মাঠে পাঠদান

স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ তানোর উপজেলার মু-ুমালা পৌর এলাকার প্রকাশনগর সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ভবন পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে একবছর আগেই। ফলে প্রায় এক বছর ধরে স্কুলের সামনের মাঠে খোলা আকাশের নিচেই চলছে পাঠদান। ফলে ক্রমেই কমছে শিক্ষার্থীদের উপস্থিতি। এক বছর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করলেও নতুন ভবনের জন্য কোন পদক্ষেপ নেয়া হয়নি দীর্ঘদিনেও। শিক্ষার্থীদের পাঠদান কোথায় করানো হবে সে বিষয়ে কোন দিকনির্দেশনা দেয়া হয়নি। ফলে শিক্ষকরা নিজেদের উদ্যোগে মাঠের মধ্যেই ক্লাস করাচ্ছেন। স্কুল কর্তৃপক্ষে তথ্য মতে, ১৯৭৩ সালে সেখানে তিন কক্ষবিশিষ্ট মাটির তৈরি ঘর করে স্কুলের কার্যক্রম শুরু করা হয়। এরপর ১৯৯৪ সালে প্রায় চার লাখ ২০ হাজার টাকা ব্যয়ে তিন কক্ষবিশিষ্ট ভবন নির্মাণ করা হয়। সে সময় ভবনটি নিম্নমানের উপকরণ দিয়ে তৈরি করায় মাত্র ২০ বছরেই ছাদের পলেস্তারা খসে পড়তে থাকে। বড় বড় ফাটল ধরে ভয়ঙ্কর আকার ধারণ করে। গত বছর অভিভাবকরা উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসারের কাছে বিষয়টি জানালে স্থানীয় সরকার অধিদফতর প্রকৌশলীকে ভবন পরিদর্শনে পাঠান। ভবনটিতে ফাটল সৃষ্টি হওয়ায় এবং ব্যবহারের অনুপযোগী হওয়ায় ২০১৬ সালে প্রথম দিকে ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। সে থেকে স্কুলটি প্রথম শ্রেণী থেকে ৫ম শ্রেণী প্রায় ২০০ শিক্ষার্থীর পাঠদান খোলা আকাশের নিচে নেয়া হচ্ছে। বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রাজ্জাক জানান, ভবনটি ঝুঁকিপূর্ণ হওয়ায় শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবে একবছর থেকে বিদ্যালয়ের বাইরে পাঠদান করানো হচ্ছে। উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) আব্দুল লতিব জানান, শিক্ষার্থীদের নিরাপত্তার কথা ভেবেই গত বছর ভবনটি পরিত্যক্ত ঘোষণা করা হয়েছে। বিধবাদের শীতবস্ত্র প্রদান স্টাফ রিপোর্টার, বাগেরহাট ॥ শনিবার বিকেলে কচুয়া রাঢ়ীপাড়া শিব মন্দিরের উদ্যোগে সুপ্রীমকোর্টের বিচারপতি আশীষ রঞ্জন দাসের সহায়তায় গরিব-বিধবা নারীদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। মন্দির কমিটির সভাপতি সুবোধ সাহার সভাপতিত্বে কম্বল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, এ্যাডভোকেট মীর শওকাত আলী বাদশা এমপি। এসময় আরও বক্তব্য দেন, জেলা ইস্কনের সভাপতি মথুরা পুরান দাস, মন্দিরের সম্পাদক প্রদীপ বসু সন্তু, মুক্তিযোদ্ধা কমান্ডার হাজরা দেলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা মীর ফজলে সাঈদ ডাবলু, মীর জয়েসী আশরাফী জেমস, ডাঃ অরিন্দম দেবনাথ, মুক্তিযোদ্ধা সুবাস রায়, শিক্ষক দিপক দাস, নিমাই দত্ত, নারায়ণ দাস, অঞ্জনা চক্রবর্তী প্রমুখ। শিক্ষার মানোন্নয়নে অনুদান স্টাফ রিপোর্টার,ঈশ্বরদী ॥ শনিবার সকালে ফতেমোহাম্মদপুরের সায়রুন নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুলের শিক্ষার মান উন্নয়নে ২০ হাজার টাকা অনুদানের চেক প্রদান করা হয়েছে। ঈশ্বরদী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মকলেছুর রহমান মিন্টু সায়রুন নেসা মল্লিক আইডিয়াল হাই স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অধ্যাপক উদয় নাথ লাহিড়ীর হাতে এই অনুদানের চেক তুলে দেন। এসময় উপস্থিত ছিলেন কাউন্সিলর কামাল আশরাফী, শামীম খান, মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান, আতিয়ার রহমান, মিজানুর রহমান খোকন, শফিউল আলম সুজন ও শহিদুল ইসলাম ভোলা।
×