ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

বান্দরবানে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

প্রকাশিত: ০৫:৪৯, ৮ জানুয়ারি ২০১৭

বান্দরবানে বৃদ্ধাকে কুপিয়ে হত্যা

নিজস্ব সংবাদদাতা, বান্দরবান, ৭ জানুয়ারি ॥ আলীকদম উপজেলায় কথা কাটাকাটির জের ধরে এক বৃদ্ধাকে কুপিয়ে হত্যা করেছে এক যুবক। নিহতের নাম অং ওই ম্রো (৪২) জানা গেছে, শনিবার আলীকদম উপজেলার নয়াপাড়া ইউনিয়নের মেনচিং কারবারী পাড়ায় এ ঘটনা ঘটে। সকালে পাড়ার পাশের কলাবাগানে কাজ করতে যায় অং ওই ম্রো এবং রেং লিও ম্রো। এ সময় দুইজনের মধ্যে কথা কাটাকাটি হলে রেং লিও ধারালো দা দিয়ে অং ওই ম্রোকে এলোপাতাড়ি মাথায় কোপ দেয়। পরে স্থানীয়রা তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে আলীকদম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে অং ওই ম্রো মারা যায়। জলঢাকায় ভাতিজার হাতে চাচা স্টাফ রিপোর্টার নীলফামারী থেকে জানান, জমি নিয়ে বিরোধে ভাতিজার হাতে চাচাকে গলাটিপে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার বেলা ১১টার দিকে ঘটনাটি ঘটে জলঢাকা উপজেলার খুটামারা ইউনিয়নের পশ্চিম খুটামারা হাজ্বীপাড়া গ্রামে। নিহত ব্যক্তি ওই গ্রামের মৃত গোপাল তেলির ছেলে সাহাব উদ্দিন (৬৫)। পুলিশ লাশ উদ্ধার করেছে। জানা গেছে, জমি নিয়ে বিরোধে ঘটনার সময় একই গ্রামের মৃত সাদিক উদ্দিন তেলির ছেলে আজিজুল ইসলামের সঙ্গে চাচা সাহাব উদ্দিনের বচসা শুরু হয়। এক পর্যায়ে ভাতিজা তার চাচার গলাটিপে ধরলে ঘটনাস্থলেই চাচার মৃত্যু হয়। ঘটনার পর পরই ভাতিজা পালিয়ে যায়। অপরদিকে নিমাই কুমার সেন (২০) নামের এক তরুণের মরদেহ ডিমলা থানা পুলিশ শনিবার সকালে উদ্ধার করেছে। ওই তরুণ ডিমলা উপজেলার বাবুরহাট গ্রামের কালিদাস চন্দ্র সেনের ছেলে। জানা গেছে, সঙ্গ দোষে নিমাই মাদকাসক্ত হয়ে পড়েছিল। ফলে নিজের গালামালের ব্যবসা প্রতিষ্ঠানে একের পর এক লোকসানে ব্যবসা বন্ধ হয়ে যায়। আর্থিক দৈন্যতার কবলে পড়ে শুক্রবার রাত আটটার দিকে নিমাই নিজবাড়ির ঘরে কীটনাশক পান করে। তাকে ডিমলা হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে মারা যায়। চাঁদপুরে যুবকের মরদেহ উদ্ধার নিজস্ব সংবাদদাতা চাঁদপুর থেকে জানান, চেয়ারম্যানঘাটা এলাকায় অজ্ঞাত পরিচয় (৩০) যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। শনিবার বেলা ১১টায় ওই এলাকার ডলির বাড়ির পেছন থেকে মরদেহ উদ্ধার করে চাঁদপুর মডেল থানা পুলিশ। স্থানীয় কাউন্সিলর আব্দুল মালেক জানান, সকালে স্থানীয় বাসিন্দারা যুবকের মরদেহ পড়ে থাকতে দেখে তাকে খবর দেয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। বগুড়ায় কিশোর স্টাফ রিপোর্টার বগুড়া অফিস থেকে জানান, সোনাতলা উপজেলার বালিয়াদীঘি ইউনিয়ন পরিষদ ভবনের সামনের পুকুরে শনিবার সকালে এক কিশোরের (১৫) লাশ উদ্ধার করা হয়। তার পরিচয় মেলেনি। পুলিশ লাশ উদ্ধারের পর জানায়, শ্বাসরোধে হত্যার পর লাশ ওই পুকুরে ফেলে রাখা হয়।
×