ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

সাতক্ষীরায় পছন্দের লোককে কম্বল দেয়া নিয়ে হামলা

প্রকাশিত: ০৫:৪৮, ৮ জানুয়ারি ২০১৭

সাতক্ষীরায় পছন্দের লোককে কম্বল দেয়া নিয়ে হামলা

স্টাফ রিপোর্টার, সাতক্ষীরা ॥ কম্বল বিতরণে অনিয়মের প্রতিবাদ করায় ইউপি চেয়ারম্যানের পেটোয়া বাহিনীর হামলায় ২ গ্রামবাসী আহত হয়েছে। শনিবার বেলা ১২ টার সময় কলারোয়া উপজেলার সোনাবাড়িয়া ইউনিয়ন পরিষদে এই হামলার ঘটনা ঘটে। সোনাবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এসএম মনিরুল ইসলাম মামলায় জেলহাজতে থাকায় চেয়ারম্যানের দায়িত্ব থেকে তাকে সাময়িকভাবে বরখাস্ত করে ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসেবে আসাদুজ্জামান আসাদকে দায়িত্ব প্রদান করে স্থানীয় সরকার ও পল্লী উন্নয়ন মন্ত্রণালয়। এদিকে বরখাস্ত চেয়ারম্যান মনিরুল ইসলাম জামিনে মুক্তি পেয়ে জোর করে তার চেয়ারে বসেন। তিনি উপজেলা থেকে ইউনিয়ন পরিষদের গরিব-অসহায় মানুষের জন্য বরাদ্দ হওয়া ১২৫পিস কম্বল উত্তোলন করে তা ইউপি সদস্যদের না জানিয়ে এলাকায় নিজ পছন্দের লোকজনের মধ্যে বিতরণ শুরু করেন। এ বিষয়ে সোনাবাড়ীয়া ইউনিয়নের সদস্য নুরুল ইসলাম,সদস্য আনারুল ইসলাম ও সদস্য রফিকুল ইসলাম শনিবার বেলা ১২টার দিকে সাবেক ইউপি চেয়ারম্যান এসএম মনিরুল ইসলামের কাছে জানতে চান। এ সময় চেয়ারম্যানের পেটোয়া বাহিনী তাদের ওপর হামলা চালায়। হামলায় মাদরা গ্রামের মেহেরুল্লাহ ও সোনাবাড়ীয়া গ্রামের শাহাজান আলী আহত হয়। তিস্তায় পাথর উত্তোলন ॥ গ্রেফতার ১ স্টাফ রিপোর্টার, নীলফামারী ॥ দিনের বেলার কৌশল পরিবর্তন করে কনকনে শীতের রাতকেই বেছে নিয়ে বড় বড় নৌকায় ড্রামের ওপর বোমা মেশিন বসিয়ে তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলন করা হচ্ছে। এমনকি দেশের বৃহত্তম তিস্তা ব্যারাজ ঘেঁষেও পাথর উত্তোলন করছে হাইব্রিট নামের এক শ্রেণীর প্রভাবশালী। প্রশাসনের কঠোরতায় অবৈধ পাথর উত্তোলনকারী হাইব্রিট প্রভাবশালীরা এই পন্থা অবলম্বন করেছে বলে এলাকাবাসী অভিযোগ করেছে। এদিকে তিস্তা নদী হতে অবৈধভাবে পাথর উত্তোলনের দায়ে দায়ের করা মামলায় শুক্রবার রাতে পুলিশ ডিমলা উপজেলার টেপাখড়িবাড়ী ইউনিয়নের দক্ষিণ খড়িবাড়ী গ্রামের নালু মিয়ার ছেলে নজরুল ইসলামকে গ্রেফতার করে শনিবার আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করেছে। মাসব্যাপী পুষ্প প্রদর্শনী স্টাফ রিপোর্টার, রাজশাহী ॥ রাজশাহীতে সিটি কর্পোরেশন শিরোইল উদ্যানে মাসব্যাপী ফুল প্রদর্শনী উন্মুক্ত করা হয়েছে। নগরবাসী এখন থেকে প্রতিদিন সকাল ৮টা থেকে দুপুর দুইটা এবং বিকেল ৩টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ফুলের উদ্যান পরিদর্শন করতে পারবে। শনিবার সকালে আনুষ্ঠানিকভাবে শিরোইল উদ্যানে মাসব্যাপী ফুল প্রদর্শনী উদ্বোধন হয়েছে। রাজশাহী মহানগর পুলিশ কমিশনার শফিকুল ইসলাম অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। রাজশাহী সিটি কর্পোরেশনের দায়িত্বপ্রাপ্ত মেয়র নিযাম উল আযীম সভাপতিত্ব করেন। উদ্যানে বিভিন্ন রঙের গোলাপ, গ্যাজনিয়া, ডানথাস, পেনজী, নরডাস, এ্যান্টিনিয়াম, চাইনা গাদা, হাইব্রিড ডালিয়া, সাফারী গাঁদা, জিনিয়া, বাগানবিলাসসহ বিভিন্ন প্রজাতির অসংখ্য ফুলের সমারোহ ঘটেছে। শীতবস্ত্র বিতরণ নিজস্ব সংবাদদাতা, লক্ষ্মীপুর, ৭ জানুয়ারি ॥ দুস্থ নারী ও শিশুসহ শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে। শনিবার সদর উপজেলার মান্দারী ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে আয়োজিত অনুষ্ঠানে অধ্যক্ষ এমএ সাত্তার ট্রাস্টের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করেন ঢাকার মোহাম্মদপুর থানা আওয়ামী লীগ সভাপতি ট্রাস্টের চেয়ারম্যান শ্যামলী আইডিয়াল কারিগরি কলেজের অধ্যক্ষ আব্দুস সাত্তার। জেলা আওয়ামী লীগ সহসভাপতি স্থানীয় ইউপি চেয়ারম্যান মিজানুর রহিমের সভাপতিত্বে উপস্থিত ছিলেন, আওয়ামী লীগ নেতা মোশারেফ হোসেন পাটোয়ারী, বাবুল, দিদার রুবেল পাটোয়ারী প্রমুখ। মান্দারী, দত্তপাড়া, উত্তর জয়পুর ও বসিকপুরসহ চারটি ইউনিয়নে শীতার্তদের মাঝে প্রায় দু’হাজার কম্বল বিতরণ করা হয়।
×