ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

খুলনায় ভিক্ষুক পুনর্বাসনে অনুদান ও উপকরণ বিতরণ

প্রকাশিত: ০৫:৪৮, ৮ জানুয়ারি ২০১৭

খুলনায় ভিক্ষুক পুনর্বাসনে অনুদান ও উপকরণ বিতরণ

স্টাফ রিপোর্টার, খুলনা অফিস ॥ খুলনা জেলাকে ভিক্ষুকমুক্তকরণের লক্ষ্যে জেলা প্রশাসনের তত্ত্বাবধানে শনিবার বিকেলে সার্কিট হাউস চত্বরে ভিক্ষুকদের মাঝে উপকরণ ও অনুদান বিতরণ করা হয়। এতে ৬১৫ ভিক্ষুককে এ সুবিধা প্রদান করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য মুহাম্মদ মিজানুর রহমান। জেলা প্রশাসক নাজমুল আহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন খুলনা বিভাগীয় কমিশনার আবদুস সামাদ, সিটি মেয়র মোহাম্মদ মনিরুজ্জামান, পুলিশ কমিশনার নিবাস চন্দ্র মাঝি, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক) মোহাম্মদ ফারুক হোসেন, এডিশনাল ডিআইজি হাবিবুর রহমান, পুলিশ সুপার নিজামুল হক মোল্লা, খুলনা সদর থানা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সাইফুল ইসলাম, প্রেসক্লাবের সভাপতি এসএম হাবিব ও ইমাম পরিষদের সভাপতি মাওলানা সালেহ। অনুষ্ঠানে কাজে অক্ষম ৩৬৯ জনকে ভিক্ষুককে রেশনিংয়ের আওতায় খাদ্যসামগ্রী বিতরণ করা হয়। কর্মক্ষম ১২৬ জনকে পুরনো কাপড় বিক্রি, মুদির দোকান, কাঁচা মালের ব্যবসা, হাঁস-মুরগি পালন, পিঠা তৈরি, ওজন মাপা মেশিন, ঝাল-মুড়ি ও চানাচুর বিক্রি, ডিম বিক্রি, আগরবাতী তৈরির মালামাল, টক দই বিক্রি, ঠোঙ্গা বিক্রি, হাড়ি-পাতিল বিক্রি, শাক-সবজি বিক্রির ভ্যান গাড়িসহ মোট ১৪ প্রকারের উপকরণ এবং খুলনা সমাজসেবা কার্যালয় থেকে ১২০ জনকে চা এর দোকানের উপকরণ, ভ্যান ও সেলাই মেশিন বিতরণ করা হয়। মা হত্যার অভিযোগে ছেলে-বউ কারাগারে নিজস্ব সংবাদদাতা, নাটোর, ৭ জানুয়ারি ॥ বড়াই গ্রামে বৃদ্ধা আমেনা বেগমকে (৭৫) হত্যার অভিযোগে ছেলে ইসাহাক আলী ম-ল ও তার স্ত্রী রেনু আরাকে গ্রেফতার করেছে পুলিশ। শুক্রবার রাতে প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে শনিবার সকালে তাদের গ্রেফতার দেখিয়ে আদালতে প্রেরণ করা হয়। থানা সূত্রে জানায়, একই এলাকার মৃত নায়েব আলী ম-লের দ্বিতীয় প্রথম পক্ষের স্ত্রীর সংসারে তিন ছেলে ও দ্বিতীয় স্ত্রী’র সংসারে ৩ ছেলে ও এক মেয়ে রয়েছে। আমেনা আপন তিন ছেলের মধ্যে ছোট ছেলে ইসাহাক আলী ম-লের সঙ্গে থাকতেন। তবে সংসারে শাশুড়ির থাকা না থাকা নিয়ে পুত্রবধূ রেনুর যথেষ্ট মাথাব্যথা ছিল। তদন্তে জানা গেছে, ওই বৃদ্ধার সঙ্গে ছেলে বউয়ের ঝগড়া লেগেই থাকত। এমনকি শুক্রবার রাতেও তাদের মধ্যে ঝগড়া হয়।
×