ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

যশোরে তালপাতায় ‘হাতেখড়ি উৎসব’

প্রকাশিত: ০৫:৪৭, ৮ জানুয়ারি ২০১৭

যশোরে তালপাতায় ‘হাতেখড়ি উৎসব’

স্টাফ রিপোর্টার, যশোর অফিস ॥ শনিবার সকালে যশোর পৌর পার্কে বসেছিল শিশুদের মেলা। ছোট শিশুরা তাল গাছের পাতা নিয়ে বসেছিল বেঞ্চে। এরপর জীবনের প্রথম অক্ষর লিখেছিল তালপাতায়। এটা ছিল তাদের জীবনের এক নতুন পাওয়া। তালপাতায় ‘হাতেখড়ি’ দিয়ে আনুষ্ঠানিকভাবে শিক্ষাজীবন শুরু করল যশোরের ৬ শিক্ষা প্রতিষ্ঠানের তিন শতাধিক শিশু। বাংলাদেশ উদীচী শিল্পীগোষ্ঠী যশোর শাখার আয়োজনে ‘হাতেখড়ি’ উৎসবে স্ব স্ব ক্ষেত্রে প্রতিষ্ঠিত গণ্যমান্য ব্যক্তিবর্গ এ শিশুদের হাত ধরে তালাপাতার ওপর লিখে দিয়ে তাদের স্কুলজীবন ও বিদ্যা অর্জনের সূচনা করেন। যশোর পৌর উদ্যানে শনিবার সকালে উৎসবমুখর পরিবেশে এ উৎসব উদযাপিত হয়। আবহমান বাংলার গৌরবময় সমৃদ্ধ পারিবারিক সামাজিক অনুষ্ঠান নাগরিক জীবনে সার্বজনীন করার লক্ষ্য নিয়ে বৃহৎ কলেবরে এ উৎসবের আয়োজন করা হয়। এ আয়োজনে স্বতঃপ্রণোদিত হয়ে উপস্থিত ছিলেন অভিভাবক ও সমাজের বিভিন্ন শ্রেণী-পেশার আলোকিত মানুষেরা। এই আলোকিত মানুষের হাত ধরেই আলোকিত জীবন গড়ার প্রত্যয় নিয়ে শিশুরা শিক্ষাজীবনের শুরুতে হাতেখড়ি নেয়। শিশুদের হাত ধরে হাতেখড়ি দেন প্রবীণ শিক্ষক তারাপদ দাস, জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর, যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী, উদীচী যশোরের উপদেষ্টা এ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল, রেজিনা আক্তার প্রমুখ। জাতীয় সঙ্গীত পরিবেশনার সঙ্গে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে শুরু হয় এ উৎসব। এরপর উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়ের শিক্ষার্থীদের পরিবেশনায় হয় সমবেত সঙ্গীত। শেষে সংক্ষিপ্ত আলোচনা সভায় প্রধান অতিথি জেলা প্রশাসক ডক্টর হুমায়ুন কবীর বলেন, স্কুলজীবনের ও জ্ঞানার্জনের শুরুতে সার্বজনীন এমন আয়োজন উপস্থিত কোমলমতি শিশুদের অনুপ্রাণিত করবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, ‘আমার থেকে আমাদের’ এই শিক্ষায় মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে শিশুদের শিশুর মতো বড় হতে দিন। তিনি বলেন, ‘সব কিছুতে প্রথম হতে হবে এমন মানসিক চাপ দিয়ে বড় করে তোলার প্রয়াস শিশুদের সুকুমার প্রবৃত্তি প্রকাশ বাধাগ্রস্ত হয়। যা কোন অভিভাবকের কাম্য হতে পারে না।’ তিনি শিক্ষার শুরুতে শিশুদের নিয়ে এমন আয়োজন করায় উদীচীসহ সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জ্ঞাপন করেন। সভাপতিত্ব করেন উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান। স্বাগত বক্তব্য দেন উদীচী যশোরের সাধারণ সম্পাদক সাজ্জাদুর রহমান খান বিপ্লব। শুভেচ্ছা বক্তব্য দেন যশোর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মাধব চন্দ্র রুদ্র, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার তাপস কুমার অধিকারী ও উদীচী যশোরের উপদেষ্টা এ্যাডভোকেট কাজী আব্দুস শহীদ লাল। অনুষ্ঠানে শিক্ষা ক্ষেত্রে বিশেষ অবদান রাখার জন্য অভয়নগর ধোপাদী মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক সত্যজিৎ বিশ্বাসকে সম্মাননা প্রদান করা হয়। উৎসবে শংকরপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মসজিদ মহল্লা সরকারী প্রাথমিক বিদ্যালয়, উদীচী যশোর পরিচালিত অক্ষর শিশু শিক্ষালয়, লিটিল স্টার কিন্ডার গার্টেন, সেঞ্চুরি প্রি ক্যাডেট, ওয়াইডব্লিউসিএ, মৌমাছি স্কুলে নতুন ভর্তি হওয়া শিশুরা হাতেখড়ি নেয়। হাতেখড়ি নেয়া জান্নাতুল নাহার বৃষ্টির মা লুৎফুন্নেছা জানান, ‘গুণীজনদের হাত ধরে লেখাপাড়ার যাত্রা শুরু হওয়ায় মেয়ে খুব খুশি হয়েছে। একইসঙ্গে মা হিসেবে আমারও খুব ভাল লাগছে। এমন আয়োজনের ধারাবাহিকতা থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি। উৎসব সস্পর্কে উদীচী যশোরের সভাপতি ডিএম শাহিদুজ্জামান বলেন, উদীচী যশোরের উদ্যোগে বিগত ২০১১ সাল থেকে এ হাতেখড়ি উৎসবের আয়োজন করা হচ্ছে। এ প্রয়াস অব্যাহত থাকবে বলে তিনি জানান।
×