ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ঢাকা-চট্টগ্রাম লাইনে বুলেট ট্রেন চালুর পরিকল্পনা

প্রকাশিত: ০৫:৪৭, ৮ জানুয়ারি ২০১৭

ঢাকা-চট্টগ্রাম লাইনে বুলেট ট্রেন চালুর পরিকল্পনা

নিজস্ব সংবাদদাতা, ফটিকছড়ি, ৭ জানুয়ারি ॥ রেলমন্ত্রী মুজিবুল হক এমপি বলেছেন, ঢাকা-চট্টগ্রাম বুুলেট ট্রেন সার্ভিস চালু এবং দোহাজারি-কক্সবাজার লাইনের কাজ আগামী তিন মাসের মধ্যে শুরু হবে। ইতোমধ্যে এ প্রকল্প দুটোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্দেশ দিয়েছেন। বুলেট ট্রেনে ২ ঘণ্টায় ঢাকা থেকে চট্টগ্রামে যাওয়া যাবে। সেই সঙ্গে লাকসাম হতে আখাউড়া পর্যন্ত ৭২ কি. মি. লাইনের কাজ শেষ হলেই ঢাকা-চট্টগ্রাম ডবল লাইনের কাজ শুরু হবে। ২০১৮ সালের ডিসেম্বরের মধ্যে চট্টগ্রাম- দোহাজারি-কক্সবাজার লাইনে ট্রেন চলাচল করবে। তিনি বলেন, যোগাযোগ মন্ত্রণালয়ের একটি বিভাগ ছিল রেলপথ। শেখ হাসিনা যোগাযোগ ক্ষেত্রে আরও উন্নয়ন এবং রেলপথের গুরুত্বের কথা বিবেচনা করে ২০১১ সালের ৪ ডিসেম্বর পৃথক রেলপথ মন্ত্রণালয় গঠন করেন। এ মন্ত্রণালয় গঠনের পর থেকে ইঞ্জিন-বগি আমদানি, পুরাতন লাইনের সংস্কার, সিগন্যাল ব্যবস্থা আধুনিকীকরণ করে রেলপথের উন্নয়ন শুরু হয়েছে। দেশের প্রত্যেকটি জেলায় রেল লাইনে আমূল পরিবর্তন করা হবে এবং চট্টগ্রাম-নাজিরহাট লাইনে ট্রেনের সংখ্যা বাড়ানো হবে। শনিবার বিকেলে মাইজভান্ডার আহমদিয়া উচ্চ বিদ্যালয়ের দু’দিন ব্যাপী শত বর্ষপূর্তি অনুষ্ঠানের উদ্বোধনী দিনে প্রধান অতিথির বক্তব্য রাখতে গিয়ে তিনি এ কথা বলেন। তিনি প্রতিশ্রুতি দিয়ে বলেন, চট্টগ্রাম-নাজিরহাট লাইনে ট্রেন বাড়ার পাশাপাশি রামগড় পর্যন্ত এ লাইনকে সম্প্রসারণ এবং মাইজভা-ার পর্যন্ত পৃথক রেল লাইন স্থাপনের বিষয়ে ফাইল প্রস্তুত করে মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দিয়েছেন। শতবর্ষ উদযাপন পরিষদের প্রধান উপদেষ্টা কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতা এটিএম পেয়ারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলা পরিষদের নব নির্বাচিত চেয়ারম্যান এম. এ সালাম, সদস্য ড. মাহমুদ হাসান, ডাঃ দিদারুল আলম মাইজভা-ারী, অতিরিক্ত জেলা প্রশাসক (পিরোজপুর) জাফর আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি মুজিবুল হক চৌধুরী, সাধারণ সম্পাদক নাজিম উদ্দিন মুহুরী প্রমুখ।
×