ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

কুকুরের রেকর্ড

প্রকাশিত: ০৫:৪৬, ৮ জানুয়ারি ২০১৭

কুকুরের রেকর্ড

আমাদের দেশে সাধারণত ছোট শিশুরা দড়ি লাফ খেলে থাকে। তবে অনেক দেশে প্রশিক্ষিত কুকুরেরা এই কাজে বেশ পটু। সম্প্রতি নানা ধরনের ক্রীড়ায় সাফল্য অর্জনকারী একটি জাপানী কুকুর তার মনিবের সঙ্গে দড়ি লাফ খেলায় যৌথভাবে বিশ্ব রেকর্ড গড়েছে। বিগল কুকুর প্রজাতির ১১ বছর বয়সী পুরিন ও তার মনিব মাকোতো কুমাগি একসঙ্গে এক মিনিটে একটি দড়ি ঘুরিয়ে তার ওপর দিয়ে ৫৮ বার লাফ দিয়েছেন। এর মধ্যে একটিবারের জন্যও তাদের পা দড়িতে স্পর্শ করেনি। কুকুর ও মানুষের এই যৌথ কীর্তি গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে ঠাঁই পেয়েছে। এর আগের রেকর্ডটিও ছিল পুরিন ও মাকোতোর দখলে। তারা ২০১৬ সালে এক দড়িতে মিনিটে ৫১ বার লাফ দেন। এতেও তাদের মন শান্ত হয়নি। মাসের পর মাস প্রশিক্ষণ চালিয়ে তারা আগের রেকর্ড ভাঙ্গার সিদ্ধান্ত নেন। পুরিনের পুঁজিতে অবশ্য আরও দুটি রেকর্র্ড রয়েছে। সে থাবার মাধ্যমে এক মিনিটে সর্বোচ্চ সংখ্যক বল ধরেছে এবং বলের ওপর ভর করে ১০ মিটার পর্যন্ত যেতে সক্ষম হয়েছে। -ইউপিআই
×