ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

ঘন কুয়াশা

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল ১১ ঘণ্টা পর চালু

প্রকাশিত: ০৫:৪৫, ৮ জানুয়ারি ২০১৭

শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি চলাচল ১১ ঘণ্টা পর চালু

স্টাফ রিপোর্টার, মুন্সীগঞ্জ ॥ শিমুলিয়া-কাওড়াকান্দি ফেরি সার্ভিস সোয়া ১১ ঘণ্টা বন্ধ থাকার পর শনিবার সকাল সোয়া ১০টায় চালু হয়েছে। এর আগে শুক্রবার রাত ১১টা থেকে দেশের গুরুত্বপূর্ণ এই ফেরি সার্ভিস ঘন কুয়াশার কারণে বন্ধ হয়ে যায়। এই দীর্ঘ সময় ধরে কনকনে শীতে যানবাহনসহ ছয়টি ফেরি মাঝ পদ্মায় আটকা পড়ে। ফেরিতে থাকা সহস্রাধিক যাত্রী অবর্ণনীয় দুর্ভোগে পড়ে। এদিকে পারাপারের অপেক্ষায় দুই পারে রয়েছে আট শতাধিক যান। বিআইডব্লিউটিসির শিমুলিয়া ঘাটের ম্যানেজার গিয়াসউদ্দিন পাটওয়ারী জানান, দীর্ঘ সময় ধরে ফেরি চলাচল বন্ধ থাকায় দু’পারে পারাপারের অপেক্ষায় যানবাহনের ভিড় বেড়েছে। প্রায় ৮শ’ যান দু’পারে অপেক্ষা করছে। তবে ফেরি চলাচল শুরু হওয়ায় তা কমতে শুরু করেছে। এভাবে ফেরি বন্ধ থাকায় যেমন জনদুর্ভোগ সৃষ্টি হচ্ছে। অন্যদিকে অর্থনীতিতেও নেতিবাচক প্রভাব পড়ছে। এদিকে রো রো ফেরিতে ফগ লাইট স্থাপন করলেও তার সুফল পাওয়া যায়নি। তবে রাডার স্থাপন করে শনিবার রো রো ফেরি শাহ মকদুম এবং শাহ পরান চলাচল করেছে। শিমুলিয়ায় চারটি রো রোসহ ১৪টি ফেরি চলাচল করছে। এরমধ্যে শুধু তিনটি রো রো ফেরিতে রাডার স্থাপন করা হয়েছে। তবে রো রো ফেরি বীরশ্রেষ্ঠ রুহুল আমিনে রাডার থাকলেও চ্যানেলে পানি কম থাকায় এটি চলাচল করছে না। পানি কমের কারণে এটি জোয়ার ধরে চলাচল করছে। এছাড়া অপর রো রো ফেরি বীরশ্রেষ্ঠ জাহাঙ্গীর আলমে রাডার এখনও স্থাপন করা হয়নি। এসব তথ্য দিয়ে বিআইডব্লিউটিসির এজিএম খন্দকার শাহ নেওয়াজ খালিদ জানান, প্রাকৃতিক সঙ্কট ঘন কুয়াশায় ফেরি চলাচলের ক্ষেত্রে এটি বাংলাদেশের নতুন সংযোজন। এর আগে রাডার আনা হলেও দক্ষ জনশক্তি না থাকায় ব্যবহার হয়নি। তবে এবার কার্যকর হয়েছে। রাডারের মাধ্যমেই পুরো ম্যাপ উঠে আসছে। এতে পথের নির্দেশনা স্পষ্ট পাওয়া যাচ্ছে। পাটুরিয়া-দৌলতদিয়া ॥ নিজস্ব সংবাদদাতা মানিকগঞ্জ থেকে জানান, ঘন কুয়াশার কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌরুটে ৮ ঘণ্টা ফেরি চলাচল বন্ধ থাকার পর শনিবার সকাল সাড়ে ৯ টায় এই রুটে ফেরি চলাচল শুরু হয়েছে। এর আগে ঘন কুয়াশার কারণে দুর্ঘটনা এড়াতে রাত সাড়ে ১টা থেকে সব ধরনের ফেরি চলাচল বন্ধ রাখে ঘাট কর্তৃপক্ষ। বিআইডব্লিউটিসির পাটুরিয়া ঘাট সূত্রে জানা গেছে, ঘন কুয়াশায় দুর্ঘটনা এড়াতে রাত ১টা থেকে ফেরি চলাচল বন্ধ ঘোষণা করা হয়। শনিবার সকাল সাড়ে ৯ টার দিকে কুয়াশার মাত্রা কমে গেলে ফেরি চলাচল স্বাভাবিক হয়। এ সময় যানবাহন নিয়ে মাঝ নদীতে আটকা পড়ে চারটি ফেরি। এতে উভয় ঘাটে কয়েক শ’ যানবাহন পারের অপেক্ষায় থাকে। ফলে মাঝ নদীতে আটকা পড়া ফেরির যাত্রীদের শীতের মধ্যে চরম দুর্ভোগ পোহাতে হয়।
×