ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে গরু ব্যবসায়ী নিহত

প্রকাশিত: ০৫:৪৫, ৮ জানুয়ারি ২০১৭

চুয়াডাঙ্গা সীমান্তে বিএসএফের নির্যাতনে গরু ব্যবসায়ী নিহত

সংবাদদাতা, দামুড়হুদা, চুয়াডাঙ্গা, ৭ জানুয়ারি ॥ দামুড়হুদার চাকুলিয়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের নির্যাতনে এক বাংলাদেশী গরু ব্যবসায়ী নিহত হয়েছেন। নিহত ব্যবসায়ী বকুল ম-ল (২৮) ফুলবাড়ি গ্রামের মৃত সদর উদ্দীনের ছেলে। শনিবার বেলা দুটার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। এর আগে শনিবার ভোরে বিএসএফের নির্যাতনে মারাত্মক আহত হন বকুল ম-ল। চুয়াডাঙ্গা ৬ বিজিবির পরিচালক লে. কর্নেল মোহাম্মদ আমির মজিদ জানান, শনিবার ভোরে বকুল ম-লসহ ৪/৫ জন ব্যবসায়ী গরু আনার জন্য চাকুলিয়া সীমান্ত দিয়ে ভারতে প্রবেশ করেন। এ সময় ভারতের হুদাপাড়া সীমান্তে দায়িত্বরত বিএসএফ সদস্যরা বকুলকে আটক করলে অন্যরা বাংলাদেশে পালিয়ে আসেন। নিহত বকুলের ভাই শফিকুল ইসলাম জানান, তার ভাই গরু ব্যবসায়ী। ভারতে গরু আনতে গিয়ে বিএসএফের হাতে ধরা পড়ে। নির্যাতনের পর বিএসএফ সদস্যরা তাকে সীমান্তের ৮৬ নম্বর মেইন পিলারের বিপরীতে ভারতের হুদাপাড়া এলাকায় ফেলে রেখে যায়। পরে তার সঙ্গী অন্য গরু ব্যবসায়ীরা তাকে উদ্ধার করে নিয়ে আসেন। বকুল ম-লকে প্রথমে দামুড়হুদার একটি ক্লিনিকে চিকিৎসা দেয়া হয়। পরে তাকে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। বিজিবি পরিচালক জানান, এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পত্র দেয়া হয়েছে। এ বিষয়ে পতাকা বৈঠকের আহ্বানও জানানো হয়েছে বলে জানান তিনি।
×