ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মাখনের ভাস্কর্য

প্রকাশিত: ০৫:৪০, ৮ জানুয়ারি ২০১৭

মাখনের ভাস্কর্য

যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যে ১০১তম পেনসিলভানিয়া খামার প্রদর্শনী উপলক্ষে বৃহস্পতিবার এক হাজার পাউন্ডের একটি মাখনের ভাস্কর্য দেখানো হয়েছে। ভাস্কর স্বামী জিম ভিক্টর ও স্ত্রী মেরি পেলটন অবিশ্বাস্যরূপে এই ভাস্কর্যে দুগ্ধ খামারের প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছেন। দেখানো হয়েছে পাহাড় ও বনের চিত্র। ভিক্টর ও পেলটন দুগ্ধ খামারিদের ভূমি, বায়ু, পানি ও মানবসমাজের জন্য পরিবেশ সহায়ক ভূমিকা পালনকারী হিসেবে অভিহিত করেন। তারা বলেন, এই ভাস্কর্যের নকশা এমনভাবে করা হয়েছে যা দেখে খামারিরা উদ্ভাবনীমূলক খামার চর্চা করতে পারবেন। মাটির গুণাগুণ বৃদ্ধি ও জলাবদ্ধতা হ্রাসেও সক্ষম হবেন দুগ্ধ খামারিরা। ল্যান্ড ও’ লেকস নামের একটি দুগ্ধ খামার এই ভাস্কর্য নির্মাণে এক হাজার পাউন্ডের বেশি মাখন সরবরাহ করে। পেনসিলভানিয়ায় ১৯৯১ সাল থেকে প্রতিবছর মাখনের ভাস্কর্য প্রদর্শনী ঐতিহ্যে পরিণত হয়েছে। যুক্তরাষ্ট্রের স্থানীয় সময় শনিবার পেনসিলভানিয়া খামার প্রদর্শনী-২০১৭ শুরু হবে এবং শেষ হবে আগামী ১৪ জানুয়ারি। এবারের প্রতিপাদ্য ‘কালচার অব স্টুয়ার্ডশিপ’। -সিবিএস ফিলাডেলফিয়া
×