ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

সাভারে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, দগ্ধ আরও ৫

প্রকাশিত: ০৫:৩৯, ৮ জানুয়ারি ২০১৭

সাভারে অগ্নিদগ্ধ হয়ে স্বামী-স্ত্রীর মৃত্যু, দগ্ধ আরও ৫

নিজস্ব সংবাদদাতা, সাভার, ৭ জানুয়ারি ॥ আত্মীয়ের বাড়িতে বেড়াতে আসা এক দম্পতি অগ্নিদগ্ধ হয়ে মারা গেছে। এ সময় দগ্ধ হয়েছে আরও ৫ জন। শনিবার ভোর ৪টার দিকে পৌর এলাকার ভাগলপুর মহল্লার দক্ষিণ দরিয়ারপুরের ব্যবসায়ী তাজুল ইসলামের বাড়িতে (নং- ১৭১/২) এ দুর্ঘটনা ঘটে। নিহত দম্পতি হলো রওশন আলী (৫৫) এবং তার স্ত্রী খায়রুন্নেসা (৪৮)। অন্য অগ্নিদগ্ধরা হলো- নিহত রওশনের ছেলে হযরত আলী (২৫), মেয়ে ফাতেমা বেগম (২০), মেয়ের স্বামী মোঃ সেলিম, ভায়রা গৃহকর্তা তাজুল ও তাজুলের স্ত্রী মেহেরুন্নেসা। আহতদের প্রথমে সাভার এনাম মেডিক্যালে ভর্তি করা হয়েছে। তবে এদের ৩ জনের অবস্থা গুরুতর হওয়ায় ঢামেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। জানা গেছে, শনিবার ভোর ৪টার দিকে তাজুল ইসলামের একতলা বাড়ির একটি কক্ষে আকস্মিকভাবে আগুন ধরে যায়। মুহূর্তের মধ্যে আগুন আরও দুটি কক্ষে ছড়িয়ে পড়ে। এতে ওই বাড়িতে থাকা ৭ জনই অগ্নিদগ্ধ হয়। এ সময় তাদের আর্তচিৎকারে আশপাশের লোকজন ছুটে আসে। পরে ফায়ার সার্ভিসে খবর দিলে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে ঘণ্টাখানেক চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। তবে ততক্ষণে বাড়িটি প্রায় সমস্ত জিনিসপত্রই পুড়ে যায়। পরে অগ্নিদগ্ধদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হলে কর্তব্যরত চিকিৎসক রওশন ও খায়রুন্নেছাকে মৃত ঘোষণা করেন। এদের পুরো শরীরই পুড়ে গেছে। এদিকে সাভার মডেল থানা পুলিশ ওই বাড়িটি পরিদর্শন করে তালা লাগিয়ে দেয় এবং নিহত দুজনের মৃতদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতালের মর্গে প্রেরণ করে। রান্নাঘরের গ্যাস লাইন থেকে এ অগ্নিকা-ের ঘটনা ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নিহত রওশন আলীর শ্যালক ওয়াদুদ জানান, শনিবার ভোর রাতে ভাগলপুরে আামার বোনের বাসায় সকলে ঘুমিয়ে ছিল। ওই সময় বোন খায়রুন্নেসা রান্না ঘরে গিয়ে রান্নার জন্য গ্যাসের চুলায় আগুন দিলে গ্যাস লাইন বিস্ফোরণের ঘটনা ঘটে। মুহূর্তের মধ্যেই আগুন ছড়িয়ে পড়ে। এ সময় অগ্নিদগ্ধ হয় খায়রুন্নেছা। পরে তার চিৎকারে স্বামী রওশন আলী এগিয়ে গেলে তিনিও অগ্নিদগ্ধ হয়ে মারা যান। সাভার মডেল থানার এসআই লুৎফর রহমান জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা দায়ের হয়েছে।
×