ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

বিএনপি-জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা ॥ হানিফ

প্রকাশিত: ০৫:৩৮, ৮ জানুয়ারি ২০১৭

বিএনপি-জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা ॥ হানিফ

বিশেষ প্রতিনিধি ॥ আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ বলেছেন, বিএনপি-জামায়াত পাকিস্তানের প্রেতাত্মা। বাংলাদেশের অশুভ শক্তি। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বে তারা বিশ্বাস করে না। পাকিস্তানের হয়ে তারা কাজ করছে। এই অশুভ শক্তিকে কাজে লাগিয়ে পাকিস্তান বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে ধ্বংস করতে চায়। শনিবার রাজধানীর গুলিস্তানে ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। ১০ জানুয়ারি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের জনসভা সফল করতে এই আলোচনা সভার আয়োজন করা হয়। হানিফ বলেন, আজ উন্নয়নের সব দিক থেকে পকিস্তানকে পেছনে ফেলেছে বাংলাদেশ। পাকিস্তানের থেকে বাংলাদেশ এগিয়ে গেছে। বাংলাদেশের এই উন্নতি, এই উন্নয়ন পাকিস্তানের ভাল লাগছে না। তাই পাকিস্তানের হয়ে ধ্বংসাত্মক কাজ করছে বিএনপি-জামায়াত। তিনি বলেন, ৫ জানুয়ারির নির্বাচন সাংবিধানিক ধারাবাহিকতা রক্ষার নির্বাচন। এই নির্বাচন না হলে এদেশে সাংবিধানিক শূন্যতা তৈরি হতো। আদালতের নিষেধাজ্ঞা থাকায় জামায়াত নির্বাচনে অংশ নিতে পারছিল না বলেই বিএনপি তাদের ছাড়া নির্বাচনে আসেনি। সুতরাং এর জন্য আওয়ামী লীগকে দায়ী করে লাভ নেই। আওয়ামী লীগের এই নেতা বলেন, বিএনপি বিগত নির্বাচন শুধু বর্জনই করেনি, সংবিধানের ধারাবাহিকতা রক্ষার সেই নির্বাচনকে প্রতিহত করতে বিএনপি মানুষ হত্যা করেছে, জ্বালাও-পোড়াও করেছে। এ দেশের জনগণ আর সন্ত্রাস দেখতে চায় না। তাই বিএনপিকে বলবো-সন্ত্রাস পরিহার করুন, তা না হলে আগামী নির্বাচনে এ দেশের মানুষ আবারও আপনাদের উচিত শিক্ষা দেবে। যুবলীগ ঢাকা মহানগর দক্ষিণের সভাপতি ইসমাইল চৌধুরী সম্রাটের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন যুবলীগের চেয়ারম্যান ওমর ফারুক চৌধুরী, সাধারণ সম্পাদক হারুন অর রশিদসহ কেন্দ্রীয় ও মহানগর যুবলীগের নেতৃবৃন্দ। জঙ্গীবাদের সঙ্গে বিএনপি-জামায়াতের নিবিড় সম্পর্ক ॥ এর আগে রাজধানীর আগারগাঁওর ইসলামিক ফাউন্ডেশনের প্রধান কার্যালয়ের সভাকক্ষে ফাউন্ডেশনের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় মাহবুব-উল আলম হানিফ বলেন, জঙ্গীবাদের সঙ্গে বিএনপি-জামায়াতের নিবিড় সম্পর্ক আছে। এজন্যই কোন জঙ্গী বা সন্ত্রাসী মারা গেলে তাদের কষ্ট হয়। তিনি বলেন, জামায়াত ধর্মের কথা বলে অধর্মের কাজ করে। রাজনৈতিক উদ্দেশ্যে তারা (জামায়াত) বার বার ধর্মকে ব্যবহার করেছে। অনুষ্ঠানের শুরুতে ইসলামিক ফাউন্ডেশনের কার্যক্রমের ওপর একটি প্রামাণ্যচিত্র প্রদর্শন করা হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন আওয়ামী লীগের ধর্ম বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট শেখ মোঃ আবদুল্লাহ। সভাপতিত্ব করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক সামীম মোহাম্মদ আফজাল। এর আগে সকাল ১০টায় ইসলামিক ফাউন্ডেশনের কর্মকর্তাদের ই-ফাইলিং প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। আগামী ৫ জানুয়ারি খালেদা জিয়াকে কারাগারে থাকতে হতে পারে- ড. হাছান ॥ ৫ জানুয়ারির নির্বাচনকে কেন্দ্র করে যারা পেট্রোল বোমা মেরেছে, পুড়িয়ে মানুষ হত্যা করেছে, নৈরাজ্য সৃষ্টি করেছে- তাদের বিচারের জন্য দ্রুত বিচার ট্রাইব্যুনাল গঠনের দাবি জানিয়েছেন আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক ড. হাছান মাহমুদ। তিনি বলেন, এই বছর ৫ জানুয়ারি খালেদা জিয়া ছিলেন আদালতে। তিনি যে অপরাধ করেছেন তার বিচার হলে আগামী ২০১৮ সালের ৫ জানুয়ারি তাঁকে কারাগারেও থাকতে হতে পারে। শনিবার জাতীয় প্রেসক্লাবের সামনে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত মানুষ হত্যাকারী, বোমাবাজ, আগুন সন্ত্রাসী বিএনপি জামায়াত নেতাদের বিচারের দাবিতে সমাবেশ ও মানববন্ধনে অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সমাবেশ ও মানববন্ধনে আয়োজক সংগঠনের সাধারণ সম্পাদক অরুণ সরকার রানা, আওয়ামী লীগ নেতা এম এ করিমসহ নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। হাছান মাহমুদ বলেন, ১৩, ১৪ ও ১৫ সাল পর্যন্ত আন্দোলনের নামে যেভাবে পেট্রোল বোমা, বাসে আগুন দিয়ে পুড়িয়ে মানুষ হত্যা করা হয়েছে, মানুষকে পঙ্গু করা হয়েছে রাজনীতির নামে- এই ধরনের হত্যাকা- পৃথিবীর কোথাও হয়নি। এখনও হচ্ছে না। তাই সেই সময় যারা এসব হত্যাকা-ের সঙ্গে জড়িত ছিল ন্যায় বিচারের স্বার্থে তাদের বিচার হওয়া উচিত। তাই আমি সরকারের কাছে অনুরোধ করব বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে পেট্রোলবোমা মেরে যারা মানুষ হত্যা করেছিল তাদেরকে দ্রুত বিচারের আওতায় আনা হোক।
×