ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

সব স্টলই প্রস্তুত, চলছে নানা মূল্যছাড়

বাণিজ্যমেলায় মানুষের ঢল

প্রকাশিত: ০৪:০৭, ৮ জানুয়ারি ২০১৭

বাণিজ্যমেলায় মানুষের ঢল

অর্থনৈতিক রিপোর্টার ॥ দ্বিতীয় সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় শনিবার ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় মানুষের ঢল নেমেছে। সকাল থেকেই রাজধানীর সব পথ যেন মিশে গেছে শেরেবাংলা নগরে। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে ভিড়ও বাড়তে থাকে। পরিবার পরিজন নিয়ে সবাই আসতে থাকে মেলায়। বিকেলে পুরো মেলা প্রাঙ্গণই যেন পরিণত হয় বিনোদন কেন্দ্রে। কেনাকাটার আনন্দের সঙ্গে নতুন নতুন জিনিস দেখা এবং শিশুদের শিশু পার্কে ও খোলা জায়গায় লাফালাফি ও আনন্দ করতে দেখা যায়। সরেজমিনে ঘুরে দেখা যায়, টিকেট কাউন্টারগুলোতে দীর্ঘক্ষণ লাইনে দাঁড়িয়ে অনেকে মেলায় প্রবেশ করছেন। উত্তরা থেকে মেলায় আসা অনলাইন ব্যবসার উদ্যোক্তা নুরী আখতার জানায়, দূরে হওয়ায় সকাল সকাল পরিবার নিয়ে মেলায় এসেছি। আজ সারাদিন স্বামী ও সন্তানদের নিয়ে ঘুরব। এখানেই দুপুরের খাবার থেকে শুরু করে বিশ্রামের জন্য বেডসিটও সঙ্গে নিয়ে এসেছি। মেলায় ঢুকতে খুব বেশি বেগ পেতে হয়নি। কারণ সকালে ভিড় কম ছিল। আমি সংসারের জন্য হাড়ি-পাতিল ও কিছু বাসনকোসন কিনব। এগুলো প্রতিবছরই কিনে থাকি। মূলত বিনোদন করতেই এখানে আসা। মিরপুরের কালসি থেকে আসা সরকারী কর্মকর্তা আব্দুল্লাহ আল শাহিন জানান, ছুটির দিন হওয়ায় স্ত্রীকে নিয়ে মেলায় এসেছি। কিছু কেনাকাটার পাশাপাশি আনন্দ করা হবে। দুজনে ঘুরব। আইসক্রিম খাব। তারপর পছন্দমতো কিছু পেলে কিনব। শুধু কেনাকাটার জন্যই যে মেলার আসি তা নয়, এখানে এলে আনন্দ পাই। মোহাম্মদপুরের তাজমহল রোডের বাসিন্দা, একটি বেসরকারী ডায়াগনস্টিক সেন্টারের কর্মকর্তা ঝুনা বলেন, আমার স্ত্রী ও দুই মেয়েকে নিয়ে মেলায় এসেছি। মূলত ঘুরতে ঘুরতেই যা পছন্দ হবে তাই কেনা হবে। নানা চাপে মেয়েদের নিয়ে বেড়ানো হয় না। তাই কাছাকাছি এরকম একটি সুযোগ কাজে লাগাচ্ছি। ড্যাফোডিল ইউনিভার্সিটির এমবিএর ছাত্র লিটন জানান, আমরা প্রায়ই বন্ধু-বান্ধবীরা মিলে মেলায় আসি। কেনাকাটার বিষয়টি থাকে গৌন। আড্ডা দেয়ার জন্যই মূলত মেলায় আসি। এখানো আড্ডা দিতে বেশ ভাল লাগে। বাবা-মায়ের সঙ্গে মেলায় আসা পঞ্চম শ্রেণীর শিক্ষার্থী তামান্না বলেন, আজ বাবার ছুটি হওয়ায় আমরা সবাই মিলে ঘুরতে এসেছি। শিশু পার্কের বিভিন্ন রাইডে উঠছি। অনেক আনন্দ করছি। শনিবার এখানে ভিড় বেশি হলেও ঘুরে বেড়াতে ভালই লাগছে। অন্যদিকে ক্রেতা-দর্শনার্থীদের আগমনে খুশি গেট ইজারাদারসহ স্টল ও প্যাভিলিয়ন মালিকরা। তারা জানান, দ্বিতীয় ছুটির দিন হওয়ায় শেষ পর্যন্ত শুক্রবারের চেয়ে আরও বেশি জনসমাগম ঘটছে। শুরুর দিকে অপ্রস্তুত থাকলেও এখন ক্রেতাদের স্বাগত জানাতে প্রস্তুত ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলার দেশী-বিদেশী সব স্টল। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় সকাল থেকেই রয়েছে ক্রেতা সমাগম। শুরুর দিকে মূলত মেলা ঘুরে দেখতে আর পণ্য পছন্দ করতে আসছেন ক্রেতারা। এবার শুরু থেকেই বিভিন্ন স্টলে অফার এবং মূল্যছাড় দেয়া হচ্ছে। ক্রোকারিজ, অলঙ্কার আর গৃহস্থালী পণ্যের স্টলগুলোতে ক্রেতা সমাগম বেশি। শীত পড়ায় শীতের পোশাকের স্টলগুলোতেও রয়েছে ক্রেতা উপস্থিতি। বিকেলের দিকে ক্রেতা সমাগম আরও বৃদ্ধি পায়।
×