ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

কাল শুরু হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন মেলা

প্রকাশিত: ০৪:০৬, ৮ জানুয়ারি ২০১৭

কাল শুরু হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন মেলা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী ও আধা সরকারী বিভিন্ন প্রতিষ্ঠানের প্রায় ১০০ স্টল নিয়ে নগরীর এম.এ. আজিজ স্টেডিয়ামের প্রশিক্ষণ মাঠে আগামীকাল ৯ জানুয়ারি সোমবার শুরু হচ্ছে চট্টগ্রাম উন্নয়ন মেলা। চট্টগ্রাম সার্কিট হাউসে উন্নয়ন মেলার আয়োজন নিয়ে প্রস্তুতিমূলক পর্যালোচনা সভা অনুষ্ঠানে জেলা প্রশাসক সামসুল আরেফিন এ তথ্য জানায়। জেলা প্রশাসকের সভাপতিত্বে এতে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চলের (বেজা) নির্বাহী চেয়ারম্যান পবন চৌধুরী। পবন চৌধুরী বলেন, উন্নয়ন মেলার মাধ্যমে বিভিন্ন সংস্থা যেমন তাদের কর্মকা- তুলে ধরতে পারবে, তেমনি সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ স্থাপনের কাজও করতে পারবে। সরকারি কর্মকর্তাদের বিনয়ী হওয়ার পরামর্শ দিয়ে পবন চৌধুরী বলেন, সেবা জনগণের অধিকার। সেবা কখনও দয়া নয়। চট্টগ্রামে সমুদ্রবন্দর, বিমানবন্দর সবই আছে। সে জন্য সবচেয়ে বড় অর্থনৈতিক অঞ্চলটি চট্টগ্রামের মিরসরাইতে হবে। তিনি আরও জানান, আনোয়ারায় ৮০০ একর এলাকা নিয়ে আরেকটি অর্থনৈতিক অঞ্চল হচ্ছে। আনোয়ারার অর্থনৈতিক অঞ্চলে ২০০ কোটি ডলার বিনিয়োগ করবে চীন। এতে ১ লাখ লোকের কর্মসংস্থান হবে। খুলনা কম্পিউটার মেলায় দেড় কোটি টাকার ল্যাপটপ বিক্রি অর্থনৈতিক রিপোর্টার ॥ খুলনায় জমে উঠেছে কম্পিউটার মেলা। এ মেলায় চার দিনে দেড় কোটি টাকার ল্যাপটপ বিক্রি হয়েছে। মেলায় পাওয়া যাচ্ছে অত্যাধুনিক মানের ল্যাপটপ। খুলনার প্রাণকেন্দ্র জলিল টাওয়ারে পাঁচ দিনব্যাপী কম্পিউটার মেলার রবিবার শেষ দিন। এবারের মেলায় আকর্ষণ ল্যাপটপ-৭ জেনারেশন। বুধবার থেকে শনিবার পর্যন্ত চার দিনে দেড় কোটি টাকার কম্পিউটার সামগ্রী বিক্রি হয়েছে। খুলনা কম্পিউটার ব্যবসায়ী সমিতি এ মেলার আয়োজন করে। আয়োজক সূত্রে জানা যায়, মেলায় ৮৫টি স্টল রয়েছে। এছাড়া ঢাকা থেকে এক্সেল, এ্যাসুস, স্টারটেক ও এ্যাসুস গেম ইন জোন নামক চারটি প্রতিষ্ঠান অত্যাধুনিক ল্যাপটপ প্রদর্শনী করেছে। এইচপি, এ্যাসুস, ডেল ও লেনাভো নামক প্রতিষ্ঠানের ল্যাপটপ-৭ জেনারেশনের চাহিদা বেশি। ব্যবসায়ী সমিতির সভাপতি শেখ শাহিদুল হক সোহেল এ জানান, বুধ ও বৃহস্পতিবার আনুমানিক ৫০০ পিস, শুক্রবার ৫০ পিস এবং শনিবার ২০০ পিস ল্যাপটপ বিক্রি হয়। বিক্রীত পণ্যের মূল্য দেড় কোটি টাকা। মেলায় ক্রেতাদের আকর্ষণ করার জন্য আলোকসজ্জা ও স্টলগুলো সাজানো হয়েছে। শিক্ষার্থীদের বিনামূল্যে প্রবেশের সুযোগ দেয়া হচ্ছে।
×