ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

শেয়ার কিনবে পেনিনসুলা চিটাগংয়ের পরিচালক

প্রকাশিত: ০৪:০৪, ৮ জানুয়ারি ২০১৭

শেয়ার কিনবে পেনিনসুলা চিটাগংয়ের পরিচালক

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি দ্য পেনিনসুলা চিটাগংয়ের উদ্যোক্তা পরিচালক ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন এবং আয়শা সুলতানা শেয়ার কেনার ঘোষণা দিয়েছেন। কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন কোম্পানির ১ লাখ এবং আয়শা সুলতানা ১ লাখ শেয়ার কিনবেন। আগামী ৩০ কার্যদিবসের মধ্যে বর্তমান বাজার দরে এই শেয়ার কিনবেন তারা। ঢাকা স্টক এক্সচেঞ্জ-ডিএসই সূত্রে জানা গেছে, গত ২১ ডিসেম্বর থেকে পেনিনসুলার শেয়ারদর টানা বেড়ে চলেছে। আলোচিত সময়ে শেয়ারটির দর ২৪ টাকা থেকে বেড়ে সর্বশেষ ৩৬ টাকা ৮০ পয়সা পর্যন্ত লেনদেন হয়েছে। এ সময়ে শেয়ারটির সর্বোচ্চ দর ৩৯ টাকা ৮০ পয়সা পর্যন্ত ওঠে। ‘এ’ ক্যাটাগরির এই কোম্পানিটি ২০১৪ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হয়। -অর্থনৈতিক রিপোর্টার লভ্যাংশ পাঠিয়েছে সাইফ পাওয়ার টেক পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সাইফ পাওয়ারটেক সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি সমাপ্ত হিসাব বছরের লভ্যাংশ বৃহস্পতিবার সিডিবিএলের মাধ্যমে বিনিয়োগকারীদের বিও হিসাবে পাঠিয়েছে। উল্লেখ্য, সাইফ পাওয়ারটেক সমাপ্ত হিসাব বছরে ৩২ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ২৭ শতাংশ বোনাস লভ্যাংশ। -অর্থনৈতিক রিপোর্টার
×