ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সাপ্তাহিক বাজার পর্যালোচনা

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪৬.১৯ শতাংশ

প্রকাশিত: ০৪:০৪, ৮ জানুয়ারি ২০১৭

পুঁজিবাজারে লেনদেন বেড়েছে ৪৬.১৯ শতাংশ

অর্থনৈতিক রিপোর্টার ॥ চলতি বছরের প্রথম সপ্তাহে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সব ধরনের মূল্য সূচকের সাথে বেড়েছে লেনদেন। আলোচ্য সপ্তাহে লেনদেন বৃদ্ধির পরিমাণ ছিল ৪৬ দশমিক ১৯ শতাংশ। ঢাকা স্টক একচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে। জানা গেছে, গত সপ্তাহে ৬ হাজার ২৮৭ কোটি ৫৫ লাখ টাকার শেয়ার। যা এর আগের সপ্তাহে ছিল ৪ হাজার ৩০১ কোটি ২ লাখ টাকার শেয়ার। সেই হিসাবে আলোচ্য সপ্তাহে লেনদেন বেড়েছে ১ হাজার ৯৮৬ কোটি ৫৩ লাখ টাকা বা ৪৬.১৯ শতাংশ। সমাপ্ত সপ্তাহে ‘এ’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ৯২ দশমিক ৩৪ শতাংশ। ‘বি’ ক্যাটাগরির কোম্পানির লেনদেন হয়েছে ৩ দশমিক ৩২ শতাংশ। ‘এন’ ক্যাটাগরির কোম্পানির শেয়ার লেনদেন হয়েছে ২ দশমিক ৫৮ শতাংশ। ‘জেড’ ক্যাটাগরির লেনদেন হয়েছে ১ দশমিক ৭৬ শতাংশ। ডিএসইর সার্বিক সূচক বা ডিএসইএক্স সূচক বেড়েছে ২ দশমিক ৯০ শতাংশ বা ১৪৬ দশমিক ২০ পয়েন্ট। সপ্তাহের ব্যবধানে ডিএসই৩০ সূচক বেড়েছে ২ দশমিক ৯৪ শতাংশ বা ৫৩ দশমিক ৩৩ পয়েন্ট। অপরদিকে, শরীয়াহ বা ডিএসইএস সূচক বেড়েছে ২ দশমিক ৫৪ শতাংশ বা ৩০ দশমিক ৩৩ পয়েন্টে। সপ্তাহজুড়ে ডিএসইতে তালিকাভুক্ত মোট ৩৩০টি কোম্পানি ও মিউচুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ২৫১টি কোম্পানির। আর দর কমেছে ৬০টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭টির। আর লেনদেন হয়নি ২টি কোম্পানির শেয়ার। গত সপ্তাহে লেনদেনের শীর্ষে ছিল ঢাকা ইলেক্ট্রিক সাপ্লাই কোম্পানি লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানির লেনদেন বেড়েছে ৯ দশমিক ২৯ শতাংশ। গত সপ্তাহে কোম্পানির ৩ কোটি ৮৫ লাখ ৩৫ হাজার ১৪২টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৯৪ কোটি ৬৭ লাখ ৭১ হাজার টাকা। তালিকার দ্বিতীয় স্থানে থাকা বেক্সিমকো লিমিটেডের লেনদেন ১৬ দশমিক ৯২ শতাংশ বেড়েছে। আলোচ্য সপ্তাহে কোম্পানির ৬ কোটি ৪১ লাখ ৯৩ হাজার ৬৩১টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৮৩ কোটি ৩২ লাখ ৫১ হাজার টাকা। আর বাংলাদেশ বিল্ডিং সিস্টেমসের লেনদেন বেড়েছে ৭ দশমিক ১৪ শতাংশ। গত সপ্তাহে কোম্পানির ৩ কোটি ১৮ লাখ ৭ হাজার ৮৮৮টি শেয়ার লেনদেন হয়েছে। যার বাজার মূল্য ১৭৪ কোটি ৭০ লাখ ৭২ হাজার টাকা। তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে- ইফাদ অটোস, রতনপুর স্টিল রি-রোলিং মিলস, দ্য পেনিনসুলা চিটাগং, এ্যাপোলো ইস্পাত, কনফিডেন্স সিমেন্ট, ফার কেমিক্যাল ইন্ডাস্ট্রিজ, আর্গন ডেনিমস লিমিটেড। সপ্তাহজুড়ে পতনের শীর্ষে অবস্থান করছে জিলবাংলা সুগার মিলস লিমিটেড। আলোচ্য সপ্তাহে কোম্পানিটির শেয়ারের দর কমেছে ১৮ দশমিক ৬১ শতাংশ। কোম্পানির গড়ে প্রতিদিন ১৩ লাখ ৫৪ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানির মোট ৬৭ লাখ ৭১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। এই তালিকার দ্বিতীয় স্থানে রয়েছে শ্যামপুর সুগার মিলস লিমিটেড। এই কোম্পানির প্রতিটি শেয়ারের দর কমেছে ১৭ দশমিক ৮৩ শতাংশ। গড়ে প্রতিদিন কোম্পানির ৫ লাখ ৬৩ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানির মোট ২৮ লাখ ১৯ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তালিকায় তৃতীয় স্থানে রয়েছে খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং লিমিটেড। এ কোম্পানির শেয়ার দর ১০ দশমিক ৫৩ শতাংশ কমেছে। গড়ে প্রতিদিন কোম্পানির ৫৮ লাখ ১২ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। পুরো সপ্তাহে কোম্পানির মোট ২ কোটি ৯০ লাখ ৬১ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। কোম্পানিগুলোর মধ্যে মেঘনা কনডেন্সড মিল্কে ১০ দশমিক ৩৪ শতাংশ, মাইডাস ফাইন্যান্সে ৭ দশমিক ৮৬ শতাংশ, আইসিবি ইসলামিক ব্যাংকের ৭ দশমিক ৮৪ শতাংশ, ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সে ৬ দশমিক ৮০ শতাংশ, প্রাইম ফাইন্যান্স ফার্স্ট মিউচুয়াল ফান্ডে ৫ দশমিক ৫৬ শতাংশ, ইস্টল্যান্ড ইন্স্যুরেন্সে ৫ দশমিক ৪৪ শতাংশ এবং ফনিক্স ইন্স্যুরেন্সে ৫ দশমিক ০৪ শতাংশ দর কমেছে।
×