ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ২৩ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

জঙ্গীবাদ নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ

প্রকাশিত: ০৮:৩০, ৭ জানুয়ারি ২০১৭

জঙ্গীবাদ নিয়ে ঢাবিতে আন্তর্জাতিক সম্মেলন শুরু আজ

বিশ্ববিদ্যালয় রিপোর্টার ॥ ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রথমবারের মতো জঙ্গীবাদ নিয়ে দু’দিনব্যাপী আন্তর্জাতিক সম্মেলন শুরু হচ্ছে শনিবার। সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের নওয়াব নবাব আলী চৌধুরী সিনেট ভবনে ‘টেররিজম ইন দ্যা ওয়েভ অব ইসলামিক স্টেট’ শীর্ষক এই সম্মেলনের উদ্ধোধন করবেন ঢাবি উপাচার্য অধ্যাপক ড. আ আ ম স আরেফিন সিদ্দিক। ঢাবি অপরাধ বিজ্ঞান বিভাগ এই সম্মেলনের আয়োজন করেছে। শুক্রবার বিকেলে বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদ ভবনের শিক্ষক লাউঞ্জে এক সংবাদ সম্মেলনে ঢাবি অপরাধ বিজ্ঞান বিভাগের চেয়ারম্যান ড. জিয়া রহমান এ তথ্য জানান। ড. জিয়া রহমান বলেন, দু’দিনব্যাপী এ সম্মেলনে দেশ-বিদেশের প্রায় অর্ধশত গবেষক, শিক্ষক, বিভিন্ন বাহিনীর কর্মকর্তা, বিচারক, উন্নয়নকর্মীবৃন্দ ১৫টি সেশনে প্রবন্ধ উপস্থাপন করবেন । উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন পুলিশের আইজি এ কে এম শহীদুল হক ও নেদারল্যান্ডসের রাষ্ট্রদূত লিওনি মার্গারিটা কুলোনার। মূল প্রবন্ধ উপস্থাপন করবেন অধ্যাপক ড. জিয়া রহমান। এছাড়া রবিবার সমাপনী অনুষ্ঠানে র‌্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ সভাপতিত্ব করবেন বলে জানান তিনি।
×