ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ড ধসে পড়া ভবন সরাতে একমাস লাগবে

প্রকাশিত: ০৮:২৯, ৭ জানুয়ারি ২০১৭

ডিএনসিসি মার্কেটে অগ্নিকাণ্ড ধসে পড়া ভবন সরাতে একমাস লাগবে

স্টাফ রিপোর্টার ॥ রাজধানী ঢাকার অভিজাত এলাকা গুলশানের ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ে ধসে পড়া ভবন সরাতে রাত দিন কাজ করলেও কমপক্ষে একমাস সময় লাগবে। আর বিরতি দিয়ে কাজ করলে আরও বেশি সময় লাগতে পারে। বুলডোজার দিয়ে মার্কেটের সামনে ও পেছন দিক দিয়ে ধসে পড়া ভবন সরানোর কাজ চলছে। মার্কেটের সামনে অস্থায়ীভাবে দোকান বসানো হলে ধসে পড়া ভবন সরানোর কাজ আরও দেরি হবে। এজন্য আপাতত মার্কেটের সামনে কোন প্রকার দোকানপাট বসতে দেয়া হচ্ছে না। শুক্রবার থেকে পুরোদমে শুরু হয়েছে ধসে পড়া ভবন সরানোর কাজ। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি বুলডোজার দিয়ে ধসে পড়া ভবনের দেয়াল, ইট, সিমেন্ট, রড, ভেঙ্গে চুরমার হওয়া দোকানপাটের মালামাল সরানোর কাজ চলছে। আগামী দুই মাসেও স্বাভাবিক অবস্থায় ফেরার কোন সম্ভবনা নেই। পুরো ভবনটি সরাতে কত দিন সময় লাগবে তা নিশ্চিত করতে পারেনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তবে যথেষ্ট সময় লাগবে বলে জানিয়েছেন বুলডোজারের চালকরা। তারা বলছিলেন, অনেক জায়গায়ই ভবনের আস্ত দেয়াল ধসে পড়েছে। আস্ত দেয়াল সরানো সম্ভব নয়। প্রথমে দেয়ালগুলো কাঁটতে হবে। এরপর ছোট ছোট টুকরো করার পর তা সরাতে হবে। যথেষ্ট সময় সাপেক্ষ ব্যাপার।
×