ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

১১ জানুয়ারি বৈঠক

সার্চ কমিটির মাধ্যমে ইসি পুনর্গঠন করতে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবে আওয়ামী লীগ

প্রকাশিত: ০৮:১৯, ৭ জানুয়ারি ২০১৭

সার্চ কমিটির মাধ্যমে ইসি পুনর্গঠন করতে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেবে আওয়ামী লীগ

বিশেষ প্রতিনিধি ॥ সার্চ কমিটি গঠন করে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন করতে রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদের কাছে প্রস্তাব দেবে আওয়ামী লীগ। আগামী ১১ জানুয়ারি বঙ্গভবনের দরবার হলে ইসি পুনর্গঠন নিয়ে রাষ্ট্রপতির সঙ্গে আওয়ামী লীগের সংলাপ হবে। আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনার নেতৃত্বে দলের প্রতিনিধি দল এ সংলাপে অংশ নেবেন। শুক্রবার সন্ধ্যায় ধানম-িতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে রাষ্ট্রপতিকে দলটির পক্ষ থেকে দেয়া প্রস্তাব ও সুপারিশমালা প্রস্তুতি কমিটির বৈঠকে এ নিয়ে আলোচনা হয়। বৈঠক সূত্র এ তথ্য নিশ্চিত করেছে। তবে ওই বৈঠকে চূড়ান্ত কোন সিদ্ধান্ত হয়নি। সূত্র জানায়, বৈঠকে আলোচনা হয়েছে যে, নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠনে আইন প্রণয়ন চায় আওয়ামী লীগ। তবে সময়ের স্বল্পতার কারণে এবারই আইন না করে এরপরে ইসি গঠনে তার বাস্তবায়ন চায় দলটি। ইসি গঠনে রাষ্ট্রপতি যে পদক্ষেপগুলো নেবেন, পরে আইনপ্রণয়নে তা অনুসরণ করা যেতে পারে বলে মনে করেন দলটির নেতারা। গতকালের বৈঠকে উপস্থিত আওয়ামী লীগের আইনবিষয়ক সম্পাদক আবদুল মতিন খসরু জানান, ‘সংবিধানের ১১৮ অনুচ্ছেদ অনুযায়ী আইন প্রণয়নের বিষয়ে রাষ্ট্রপতিকে প্রস্তাব দেয়া হতে পারে।’ প্রসঙ্গত, সংবিধানের ১১৮ অনুচ্ছেদে বলা হয়েছে, ‘প্রধান নির্বাচন কমিশনারকে লইয়া এবং রাষ্ট্রপতি সময়ে সময়ে যেরূপ নির্দেশ করিবেন, সেইরূপ সংখ্যক অন্যান্য নির্বাচন কমিশনারকে লইয়া বাংলাদেশের একটি নির্বাচন কমিশন থাকিবে এবং উক্ত বিষয়ে প্রণীত কোন আইনের বিধানাবলি-সাপেক্ষে রাষ্ট্রপতি প্রধান নির্বাচন কমিশনারকে ও অন্যান্য নির্বাচন কমিশনারকে নিয়োগদান করিবেন।’ বৈঠকে উপস্থিত তিন নেতা জানান, সংবিধানে রাষ্ট্রপতিকে যে ক্ষমতা দেয়া হয়েছে, তার প্রতি আওয়ামী লীগের শ্রদ্ধা রয়েছে। আশাকরি, গতবারের মতো সার্চ কমিটির মাধ্যমেই রাষ্ট্রপতি সবার কাছে গ্রহণযোগ্য একটি নির্বাচন কমিশন উপহার দিতে পারবেন। ফেব্রুয়ারিতে বর্তমান ইসির মেয়াদ শেষ হচ্ছে, তাই এই অল্প সময়ের মধ্যে সার্চ কমিটির মাধ্যমেই ইসি গঠনই সর্বোত্তম পন্থা। গত বুধবার আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সভায় সিদ্ধান্ত হয়, সংবিধানের মধ্যে থেকেই সার্চ কমিটির মাধ্যমে নির্বাচন কমিশন (ইসি) পুনর্গঠন চায় আওয়ামী লীগ। সংবিধানের বাইরে নয়, সংবিধানের মধ্যে থেকেই ইসি পুনর্গঠনের পক্ষে দলটি। তবে রাষ্ট্রপতি এ ব্যাপারে যে সিদ্ধান্ত নেবেন, তা মেনেও নেবে তারা।
×