ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

৫ জানুয়ারির নির্বাচন কলঙ্ক হয়ে থাকবে ॥ মওদুদ

প্রকাশিত: ০৮:০৩, ৭ জানুয়ারি ২০১৭

৫ জানুয়ারির  নির্বাচন কলঙ্ক হয়ে থাকবে ॥  মওদুদ

স্টাফ রিপোর্টার ॥ ৫ জানুয়ারির নির্বাচন ইতিহাসের কলঙ্ক হয়ে থাকবে অভিযোগ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ বলেছেন, এ কলঙ্ক কোনদিন মোচন হবে না। শুক্রবার দুপুরে জাতীয় প্রেসক্লাবে গণতান্ত্রিক মঞ্চ নামক একটি সংগঠন আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ অভিযোগ করেন। এ সময় তিনি ৭ জানুয়ারি বিএনপিকে কেন সমাবেশ করতে দেয়া হবে না সরকারকে উদ্দেশ করে এমন প্রশ্ন করেন। মওদুদ বলেন, ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ হিসেবে পালনের পেছনে অনেক কারণ আছে। ওই নির্বাচন জনগণের ভোটে হয়নি। আর ওই নির্বাচনের পর সরকার জনগণকে নিরাপত্তা দিতে পারছে না। দেশে গণতন্ত্রের চর্চা নেই। তিনি বলেন, ৫ জানুয়ারি দেশের বিভিন্ন স্থানে বিএনপির শান্তিপূর্ণ কালো পতাকা মিছিলে আইনশৃঙ্খলা বাহিনী ও তাদের ছত্রছায়ায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা হামলা চালিয়েছে। মওদুদ বলেন, ২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনে ৫ কোটি ভোটার ভোটকেন্দ্রেই যেতে পারেননি। ১৫৩ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন। দেশের অর্ধেক ভোটার ভোট দিতে পারেননি। পৃথিবীতে নির্বাচনের ইতিহাসে যা বিরল ঘটনা। আর সেই নির্বাচনের দিনটিকেই আওয়ামী লীগ বলছে গণতন্ত্রের বিজয় দিবস। মওদুদ বলেন, আওয়ামী লীগকে সমাবেশ করতে দেয় ডিএমপি। ‘তথাকথিত’ বিরোধী দল জাতীয় পার্টিকে অনুমতি দেয় তারা। কিন্তু বিএনপি দীর্ঘদিন যাবত সমাবেশ করার অনুমতির জন্য গেলেও কেন অনুমতি দেয়া হচ্ছে না? তিনি বলেন, ৫ জানুয়ারি যারা গণতন্ত্র বিজয় দিবস হিসেবে পালন করেন বা সমর্থন জানান সে সকল বুদ্ধিজীবীরা জ্ঞানপাপী। আয়োজক সংগঠনের সভাপতি ইসমাইল তালুকদার খোকনের সভাপতিত্বে আলোচনা সভায় আরও বক্তব্য রাখেন বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, বিএনপি নেতা আবু নাসের রহমতউল্লাহ, খালেদা ইয়াসমিন প্রমুখ। ডিএনসিসি মার্কেট আত্মসাত করতে পরিকল্পিত আগুন লাগানো হয়েছে- রিজভী ॥ গুলশানের ডিএনসিসি মার্কেটটি আত্মসাত করার জন্য পরিকল্পিতভাবে আগুন লাগানো হয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। শুক্রবার দুপুরে নয়াপল্টন বিএনপি কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। তিনি বলেন, সরকার একচোখা নীতিতে চলছে। এ কারণেই আওয়ামী লীগ কোন অনুষ্ঠান করলে ডিএমপি অনুমতি দেয়। কিন্তু বিএনপি কোন কর্মসূচী পালন করতে গেলেই যত সমস্যা তৈরি করে। রিজভী বলেন, সরকারী দলের সাংসদ মনজুরুল ইসলাম লিটন হত্যার দায় তদন্ত ছাড়াই সরকারের তরফ থেকে বিরোধী দলের ওপর চাপানোর চেষ্টা করা হচ্ছে। তিনি বলেন, লিটনের ভাই ও স্ত্রীর কথায় অন্য কিছু বোঝাচ্ছে। কিন্তু তদন্ত ছাড়াই সরকার বিরোধী দলের ওপর দোষারোপ করাতে চাচ্ছে।
×