ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

ফ্রান্সে সৌরশক্তি ॥ আলোকিত রাস্তা চালু

প্রকাশিত: ০৬:৩৯, ৭ জানুয়ারি ২০১৭

ফ্রান্সে সৌরশক্তি ॥ আলোকিত রাস্তা চালু

ফ্রান্সের উত্তরাঞ্চলে সৌরশক্তি আলোকিত রাস্তা চালু হয়েছে। নর্মান্তির একটি গ্রামের রাস্তাগুলো সৌর প্যানেল ব্যবহার করে আলোকিত করা হয়েছে। স্থানীয় কর্তৃপক্ষের দাবি, বিশ্বে তারাই প্রথম সৌরালোকিত রাস্তা চালু করেছে। প্রায় এক কিলোমিটারের মতো রাস্তাকে সৌরালোকিত করতে খরচ পড়েছে ৫৩ লাখ মার্কিন ডলার। ফ্রান্সে আগামী পাঁচ বছরের মধ্যে এ ধরনের আরও রাস্তা সৌরালোকিত করা হবে বলে আশ্বাস দিয়েছেন দেশটির পরিবেশমন্ত্রী সেগেলোনে রয়্যাল। এর পরিমাণ এক হাজার কিলোমিটার হবে বলে উদ্বোধনের সময় প্রধান অতিথির বক্তব্যে তিনি এ প্রতিশ্রুতি দেন। তবে এ পদক্ষেপের সমালোচনাকারীও রয়েছেন দেশটিতে। তাদের মতে, এটা জনগণের অর্থের অপচয় মাত্র। এর কোন প্রয়োজন নেই। মন্ত্রী বলেন, এর দ্বারা কর্মসংস্থান সৃষ্টি হবে, পরিবেশ সুরক্ষায় ইতিবাচক পদক্ষেপও নেওয়া হবে। তবে বিরোধীরা একে প্রযুক্তির উচ্চমাত্রার প্রয়োগ বলেও স্বীকার করেন। নেটওয়ার্ক ফর এনার্জেটিক ট্রানজিশনের ভাইস প্রেসিডেন্ট মার্ক জেদিজকা বলেন, ‘এতে যতটা লাভ হবে বলে বলা হচ্ছে, তার চেয়ে অনেক বেশি খরচ পড়বে।’ এদিকে যুক্তরাষ্ট্রও সোলার রোড চালু করার কথা ভাবছে। এরই মধ্যে তারা এ ব্যাপারে একটি পরিকল্পনাও তৈরি করেছে। তারা ৬৬টি হাইওয়ে সৌরশক্তিতে আলোকিত করার সিদ্ধান্ত নিয়েছে। সূত্র : বিবিসি
×