ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

শান্তিপূর্ণ সহযোগিতার মডেল সিন্ধু পানি চুক্তি ॥ যুক্তরাষ্ট্র

প্রকাশিত: ০৬:০৮, ৭ জানুয়ারি ২০১৭

শান্তিপূর্ণ সহযোগিতার মডেল সিন্ধু পানি চুক্তি ॥ যুক্তরাষ্ট্র

সিন্ধু পানিচুক্তি (আইডব্লিউটি) পাকিস্তান ও ভারতের মধ্যে শান্তিপূর্ণ সহযোগিতায় এক মডেল হিসেবে কাজ করেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী এ কথা বলেছেন। খবর ডন অনলাইনের। ওই দফতরের মুখপাত্র জন করবি এক সাপ্তাহিক ব্রিফিংয়ে বলেছেন, আইডব্লিউটি দু’দেশের মধ্যে শান্তিপূর্ণ সহযোগিতায় ৫০ বছর যাবত এক মডেল হিসেবে কাজ করেছে। দু’দেশের মধ্যে সমস্যা সমাধানে যুক্তরাষ্ট্র মধ্যস্থতার প্রস্তাব দেবে কিনা- এমন প্রশ্নের জবাবে কারবি বলেন, তাদের মধ্যকার বিরোধ সমাধানে দ্বিপক্ষীয়ভাবে কাজ করার জন্য যুক্তরাষ্ট্র ভারত ও পাকিস্তানকে উৎসাহিত করে। পানি বিরোধ বিষয়ে মার্কিন সরকার ভারতীয় কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন কিনা- এমন প্রশ্নের জবাবে কারবি বলেন, যুক্তরাষ্ট্র বিভিন্ন সমস্যা নিয়ে ভারতীয় ও পাকিস্তানী সরকারের সঙ্গে নিয়মিত যোগাযোগ রাখছে। দুটি জলবিদ্যুত প্রকল্প কিষানগঙ্গা ও রাতল নিয়ে ভারত ও পাকিস্তানের মধ্যে এ সাম্প্রতিক বিরোধের সৃষ্টি হয়েছে। ভারত সিন্ধু নদে এ দুটি প্রকল্প নির্মাণ করছে। পাকিস্তান মনে করে প্রকল্পগুলো আইডব্লিউটিয়ের বৈশিষ্ট্যকে লঙ্ঘন করে। সরকারী সূত্র এর আগে ডনকে বলেছে, মার্কিন প্রশাসন ভারত ও পাকিস্তানের মধ্যে বর্তমান পানি বিরোধের শান্তিপূর্ণ সমাধানের প্রক্রিয়া শুরু করেছে এ ব্যাপারে কোন আমন্ত্রণের জন্য অপেক্ষা না করে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি পাকিস্তানের অর্থমন্ত্রী ইশহাক দারের সঙ্গে সাক্ষাতও করেছেন এবং এ বিরোধ শান্তিপূর্ণ ও হৃদ্যতার সঙ্গে সমাধানের জন্য পৃথক বিকল্প উপায় নিয়ে তার সঙ্গে আলোচনা করেছেন। বিশ্বব্যাংকের উদ্যোগে ১৯৬০ সালের ১৯ সেপ্টেম্বর করাচীতে ভারত ও পাকিস্তানের মধ্যে এ পানিবণ্টন চুক্তি আইডব্লিউটি স্বাক্ষরিত হয়। চুক্তিতে প্রধান মালিক হিসেবে বিশ্বব্যাংককে মেনে নেয়া হয় এবং সমস্যা সমাধানের জন্য নিরপেক্ষ বিশেষজ্ঞ ও সালিশ আদালত গঠনের শর্তারোপ করা হয়। সম্প্রতি আফগানিস্তানকে বাইরে রেখে আফগান সমস্যা সমাধানে মস্কোয় রাশিয়া, চীন ও পাকিস্তানের মধ্যে যে ত্রয়ী বৈঠক অনুষ্ঠিত হয়েছে সে ব্যাপারে মন্তব্য করতে গিয়ে কারবি বলেন, আফগান নেতৃত্বে কোন সমঝোতা প্রক্রিয়ার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থন অব্যাহত থাকবে, যেমন সব সময় রয়েছে। তিনি আরও বলেন, জাতিভিত্তিক রাষ্ট্র হিসেবে তাদের জনগণের কল্যাণের জন্য তাদের প্রতিবেশী ও অপ্রতিবেশী দেশগুলোর সঙ্গে আলোচনায় অধিকার রয়েছে আফগানিস্তানের।
×