ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

বালু নদী পর্যন্ত সম্প্রসারিত হবে হাতিরঝিল

প্রকাশিত: ০৬:০২, ৭ জানুয়ারি ২০১৭

বালু নদী পর্যন্ত সম্প্রসারিত হবে হাতিরঝিল

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর বনানী কবরস্থানের পাশ থেকে বালু নদী পর্যন্ত সম্প্রসারিত হবে হাতিরঝিল। আগামী ফেব্রুয়ারি মাসে উদ্বোধন হবে হাতিরঝিলে নির্মাণাধীন এ্যাম্ফিথিয়েটার এবং মিউজিক্যাল ফাউন্টেন। মহাপরিকল্পনা বাস্তবায়ন হলে নির্মল সৌন্দর্য আর পরিবেশবান্ধব এক রাজধানীর আশা করা হচ্ছে। চক্রাকারে হাতিরঝিলের জলাধারের দৈর্ঘ্য ১০ কিলোমিটার। ঝিলের জলরাশি আর সেতুগুলোকে কেন্দ্র করে হাতিরঝিল রাজধানীর ঢাকার অন্যতম বিনোদন কেন্দ্র। সম্প্রতি হাতিরঝিলের জলরাশিকে কেন্দ্র করে চালু হয়েছে ওয়াটার ট্যাক্সি সার্ভিস। এতে অনেকের জন্য যানজটমুক্ত চাপহীন চলাচল নিশ্চিত হয়েছে। যাওয়া-আসার পথে সাথী হয়েছে নির্মল সবুজ। হাতিরঝিলকে আরও দৃষ্টিনন্দন করে তোলার মহাপরিকল্পনার কথা জানিয়েছে সরকার। এফডিসির সামনে হাতিরঝিলে গড়ে উঠা বিজিএমইএ ভবন সময়মতো ভাঙ্গা হবে বলে জানিয়েছে রাজউক। হাতিরঝিল নিয়ে মহাপরিকল্পনা বাস্তবায়নে চারপাশের অধিবাসীরা স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব আবাসন সুবিধা পাবেন। উদ্বোধনের দুই সপ্তাহের মধ্যেই নগরবাসীর অন্যতম বিনোদন কেন্দ্র হাতিরঝিলের ওয়াটার ট্যাক্সি সার্ভিস জনপ্রিয় হয়ে উঠেছে। শুক্রবার ছুটির দিনে ওয়াটার ট্যাক্সি সার্ভিসে যাত্রীদের উপচে পড়া ভিড় দেখা যায়। পর্যাপ্ত নৌকা না থাকায় দীর্ঘ সময় অপেক্ষা করতে হয় যাত্রীদের।
×