ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

নারায়ণগঞ্জ নগরীর ফুটপাথ হকারদের দখলে ॥ পথচারীদের দুর্ভোগ

প্রকাশিত: ০৬:০১, ৭ জানুয়ারি ২০১৭

নারায়ণগঞ্জ নগরীর ফুটপাথ হকারদের  দখলে ॥ পথচারীদের দুর্ভোগ

মোঃ খলিলুর রহমান, নারায়ণগঞ্জ থেকে ॥ নারায়ণগঞ্জ নগরীর ফুটপাথ হকারদের দখলে চলে গেছে। প্রধান প্রধান সড়কগুলোর পাশে জনসাধারণের চলাচলের জন্য যে ফুটপাথ রাখা হয়েছে তা চলে গেছে হকারদের দখলে। কোন কোন স্থানে রাস্তার কিছু অংশ পর্যন্ত তারা দখল করে নিয়ে দিব্য ব্যবসা চালিয়ে যাচ্ছে। ফলে একদিকে যেমন মানুষের চলাচলে বিঘœ সৃষ্টি হচ্ছে, অন্যদিকে সড়কগুলোতে যানজট বাড়ছে। এতে নগরীরবাসীর দুর্ভোগ বাড়ছেই। কমছে না। মাঝে মাঝে মধ্যে সকালে হকার উচ্ছেদ করা হলে আবার বিকেলেই তারা তাদের পসরা নিয়ে ফুটপাথে বসে পড়ছে। অথচ প্রশাসন কিছুই করতে পারছে না। এতে নগরবাসী ও সুশীল সমাজ ক্ষুব্ধ হয়েছে। জানা গেছে, নগরীর চাষাঢ়া থেকে শুরু করে ডিআইটি এলাকা পর্যন্ত বঙ্গবন্ধু সড়কের দু’পাশের ফুটপাথ দখল করে ভাসমান হকাররা বিভিন্ন রকমারি পসরা সাজিয়ে ব্যবসা করে আসছে। এছাড়া কালীর বাজার, ২নং রেল গেট থেকে ১নং রেল গেট, চাষাঢ়া থেকে ডনচেম্বার পর্যন্ত সড়কের দু’পাশের ফুটপাথও দখল করে হকাররা ব্যবসা করে আসছে। এসব ফুটপাথে কিছু মৌসুমি হকারও তাদের ব্যবসা চালাচ্ছে। হকারদের কারণে বড় বড় বিপণী-বিতানের চেহারাও দেখা যাচ্ছে না। আর পথচারীরা ফুটপাথ দিয়ে নির্বিঘেœ চলাচল করতে পারে না। তারা বাধ্য হয়ে সড়ক দিয়ে চলাচল করছে। এতে করে প্রতিদিনই ছোট-খাটো দুর্ঘটনার শিকার হচ্ছে পথচারীরা। আবার কেউ কেউ বড় ধরনের দুর্ঘটনারও শিকার হন। সরেজমিন গিয়ে দেখা যায়, বঙ্গবন্ধু সড়ক, সলিমুল্লাহ সড়ক, শায়েস্তাখান সড়ক ও নবাব সিরাজ-উদ-দৌলা সড়কসহ বিভিন্ন সড়কের ফুটপাথ দখল করে হকাররা পসরা সাজিয়ে সকাল থেকে রাত ১১টা পর্যন্ত ব্যবসা করে আসছে। নারায়ণগঞ্জ কলেজের সামনের রাস্তা দখল করে ভ্যান গাড়ি বসিয়ে নানা ধরনের কাপড় বিক্রি করছে হকাররা। এছাড়াও বঙ্গবন্ধু সড়কের উপর ভ্যান গাড়ি দিয়েও বিভিন্ন জিনিসপত্র বিক্রি করতে দেখা গেছে। গুরুত্বপূর্ণ এসব রাস্তার উভয় পাশে জুতা, জামা-কাপড়, লেপ তোশক, পোশাক, ঘড়ি, বেল্ট, কাঁচা বাজার, ফল, পিঠা, চা-বিস্কুট ও গাছের চারাসহ নানান ধরনের পণ্যের পসরা সাজিয়ে হকারা দিব্য ব্যবসা করে আসছে। বিশেষ করে দুপুরের পর থেকে রাত ১১টায় হকারদের ভিড় ভেড়ে যায়। এতে পথচারীদের কষ্টের সীমা থাকে না। সরকারী তোলারাম কলেজের দ্বাদশ শ্রেণীর ছাত্র ইরফান আহমেদ জানান, রাস্তার ফুটপাথগুলো হকারদের দখলে থাকায় মূল রাস্তা দিয়ে আমাদের চলাচল করতে হয়। অথচ কেউ কিছু বলছে না। এর প্রতিকার হওয়া উচিত। দিনের পর দিন এভাবে চলতে পারে না। পাইকপাড়ার বড় কবরস্থানের বাসিন্দা সেলিম প্রধান জানান, রাস্তার ফুটপাথগুলো হাটবাজারে পরিণত হয়েছে। সব কিছুই পাওয়া যায় ফুটপাথে। ওটা এখন ফুটপাথ না বলে হকারদের ব্যবসার স্থান বললেই ভাল হয়। নারায়ণগঞ্জ নাগরিক কমিটির সভাপতি এবি সিদ্দিক বলেন, রোজার ঈদের আগে সিটি কর্পোরেশন থেকে ফুটপাথের দোকানপাট না বসার জন্য কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হয়। কিন্তু এক সাংসদ (শামীম ওসমান) নিজে এক মাসের জন্য ফুটপাথে ব্যবসা করার জন্য দোকানদারদের জন্য খুলে দিলেন। এতে লোকজনের চলাচলে খুবই অসুবিধা হচ্ছে। ফুটপাথের দোকানপাটের জন্য মানুষ কষ্ট করুক এটা আমরা চাই না। ওই সাংসদের উচিত ছিল এক মাস সময় দেয়া হয়েছিল এক মাস পরে ফুটপাথ থেকে দোকানপাট উঠিয়ে দেয়া। কিন্তু তা করা হয়নি। এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি আসাদুজ্জামান বলেন, নগরীর ফুটপাথ থেকে দোকানপাট পরিষ্কার হওয়া প্রয়োজন। নির্বাচন এসে গিয়েছিল। তাই এ দিকে নজর দিতে পারি না। অচিরেই রাজনৈতিক ব্যক্তিবর্গ নিয়ে ফুটপাথ থেকে দোকানপাট উচ্ছেদ করা হবে।
×