ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১০ বৈশাখ ১৪৩১

পাকিস্তানের শেষ দিনের পরীক্ষা

প্রকাশিত: ০৫:৫৩, ৭ জানুয়ারি ২০১৭

পাকিস্তানের শেষ দিনের পরীক্ষা

সিডনি টেস্ট, অস্ট্রেলিয়ার হয়ে দ্রুত হাফ সেঞ্চুরির (২৩ বলে ৫০) রেকর্ড ডেভিড ওয়ার্নারের স্পোর্টস রিপোর্টার ॥ সিডনি টেস্টে আজ শেষ দিনে কঠিন পরীক্ষার সামনে সফরকারী পাকিস্তান। জিততে হলে অবশিষ্ট ৯ উইকেট নিয়ে আরও ৪১০ রান করতে হবে, বাস্তবতার বিচারেই সেটি প্রায় অসম্ভব! কোনমতে দিন পার করতে পারলে ড্র, সঙ্গে সিরিজে ‘হেয়াইটওয়াশ’ এড়ানোÑএটিই হতে পারে মিসবাহ-উল হকদের লক্ষ্য। ৫৫ রান তুলতে ১ উইকেট হারানো অতিথিদের জন্য পঞ্চম দিনে এসে কাজটা সহজ হবে না। আজহার আলি ১১ ও নাইটওয়াচম্যান ইয়াসির শাহ ১ রানে অপরাজিত আছেন। তবে ধুরন্ধর ব্যাটিংয়ে শুক্রবারের চতুর্থ দিনটাও ছিল অসিদের। মাত্র ৩২ ওভারে ২ উইকেটে ২৪১ রানে দ্বিতীয় ইনিংস ঘোষণা করেন স্টিভেন স্মিথ! ২৭ বলে ৫৫ রানের টর্নেডো ইনিংসের পথে অস্ট্রেলিয়ার হয়ে দ্রুত হাফ সেঞ্চুরিরর (২৩ বলে ৫০) নতুন রেকর্ড গড়েছেন ডেভিড ওয়ার্নার। উসমান খাজা, পিটার হ্যান্ডসকম্ব প্রত্যেকের ব্যাটে ছিল রানের-ঝড়। পাকিস্তান কি পারবে ‘হোয়াইটওয়াশ’ এড়াতে? সিডনিতে শেষ দিনে আজ সেটিই দেখার অপেক্ষা। ৮ উইকেটে ২৭১ রান নিয়ে শুক্রবার চতুর্থ দিনে দ্বিতীয় ইনিংস শুরু করে পাকিস্তান। ৪৪ রান যোগ করতে বাকি ২ উইকেট হারায় সফরকারীরা। অল আউট হয় ৩১৫ রানে। ইতিহাস গড়া সেঞ্চুরির পর ১৭৫ রানে অপরাজিত থাকেন ইউনুস খান। অস্ট্রেলিয়ার হয়ে পেসার জস হ্যাজলউড ৪ ও স্পিনার নাথান লেয়ন নেন ৩টি করে উইকেট। ২২৩ রানে এগিয়ে থেকেও (অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫৩৮/৮ ডিক্লেঃ) প্রতিপক্ষকে ফলোঅন না করিয়ে দ্বিতীয় ইনিংসে ব্যাটিংয়ে নেমে রীতিমতো তা-ব চালায় স্বাগতিকরা। যেখানে নেতৃত্ব দেন সেই ওয়ার্নার। ৮ চার ও ৩ ছক্কায় ২৭ বলে ৫৫ রান করে আউট হলেও অস্ট্রেলিয়ার হয়ে গড়েন দ্রুততম হাফ সেঞ্চুরিরর নতুন রেকর্ড। যেখানে ২৩ বলে করেন ৫০ রান। ২৯ বলে হাফ সেঞ্চুরিতে এতদিন রেকর্ডটা ছিল ব্রুস ইয়ার্ডলির দখলে (১৯৭৭-১৯৭৮এ)। তবে টেস্ট ইতিহাসের দ্রুততম হাফ সেঞ্চুরির (২১ বলে) মালিক মিসবাহ-উল হক, এদিন ফিল্ডিংয়ে দাঁড়িয়ে ওয়ার্নারের তা-ব দেখলেন সেই পাকিস্তান অধিনায়ক! প্রথম ইনিংসেও মাত্র ৭৮ বলে সেঞ্চুরি করেছিলেন ওয়ার্নার। দ্বিতীয় ইনিংসে তার স্ট্রাইক রেট ২০৩.৭০। স্কোর ॥ অস্ট্রেলিয়া প্রথম ইনিংস ৫৩৮/৮ ডিক্লেঃ (১৩৫ ওভার, রেনশ ১৮৪, ওয়ার্নার ১১৩, খাজা ১৩, স্মিথ ২৪, হ্যান্ডসকম ১১০, কার্টরাইট ৩৭, ওয়েড ২৯, স্টার্ক ১৬, ও’কেফে ০*; আমির ০/৮৩, ইমরান ২/১১১, ওয়াহাব ৩/৮৯, ইয়াসির ১/১৬৭, আজহার ২/৭০, শফিক ০/১২) ও দ্বিতীয় ইনিংস ২৪১/২ ডিক্লেঃ (৩২ ওভার; ওয়ার্নার ৫৫, খাজা ৭৯*, স্মিথ ৫৯, হ্যান্ডসকম্ব ৪০*; ওয়াহাব ১/২৮, ইয়াসির ১/১২৪) পাকিস্তান প্রথম ইনিংস ৩১৫/১০ (১১০.৩ ওভার; আজহার ৭১, শারজিল ৪, বাবর ০, ইউনুস ১৭৫*, মিসবাহ ১৮, সরফরাজ ১৮, ইয়াসির ১০, ওয়াহাব ৮; স্টার্ক ১/৭৭, হ্যাজলউড ৪/৫৫, ও’কেফে ১/৫০, লেয়ন ৩/১৫৫) ও দ্বিতীয় ইনিংস ৫৫/১ (১৬ ওভার; আজহার ১১*, শারজিল ৪০, ইয়াসির ৩*; লেয়ন ১/২৭)। ** চতুর্থ দিন শেষে
×