ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ওয়ারিঙ্কা-নিশিকোরি সেমিতে মুখোমুখি

ছিটকে গেলেন নাদালও

প্রকাশিত: ০৫:৫২, ৭ জানুয়ারি ২০১৭

ছিটকে গেলেন নাদালও

স্পোর্টস রিপোর্টার ॥ ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের শুরুটা দারুণভাবেই করেছিলেন রাফায়েল নাদাল। নতুন মৌসুমের প্রথম দুই ম্যাচেই জয়ের স্বাদ পেয়েছিলেন তিনি। কিন্তু কোয়ার্টার ফাইনালেই থেমে গেল তার জয়রথ। শুক্রবার মিলোস রাওনিকের কাছে হেরে টুর্নামেন্ট থেকে ছিটকে পড়েন তিনি। কোয়ার্টার ফাইনালের কঠিন লড়াইয়ে কানাডার মিলোস রাওনিক ৪-৬, ৬-৩ এবং ৬-৪ সেটে পরাজিত করেন বিশ্ব টেনিস র‌্যাঙ্কিংয়ের সাবেক নাম্বার ওয়ান তারকাকে। দুই বছরেরও বেশি সময় আগে শেষ কোন গ্র্যান্ডসøাম জয়ের স্বাদ পেয়েছিলেন স্পেনের এই টেনিস তারকা। এরপরের সময়টা গেছে চোট আর ফর্মহীনতায়। তবে নতুন বছরে নতুন উদ্যমে শুরুর প্রত্যয় ব্যক্ত করেছিলেন তিনি। কিন্তু টুর্নামেন্টের শেষ আটের লড়াই থেকেই ছিটকে গিয়ে ভক্ত-অনুরাগীদের হতাশ করলেন নাদাল। এদিকে ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টের সেমিফাইনালে মুখোমুখি হবেন স্টানিসøাস ওয়ারিঙ্কা এবং কেই নিশিকোরি। শুক্রবার টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের টেনিস তারকা ওয়ারিঙ্কা ৬-৭ (২), ৬-৪ এবং ৬-৪ সেটে হারান অবাছাই কাইল এডমুন্ডকে। গত কয়েক মৌসুম ধরেই পাদপ্রদীপের আলোয় অবস্থান করছেন স্টানিসøাস ওয়ারিঙ্কা। শেষ তিন বছরে ধারাবাহিকভাবে তিনটি গ্র্যান্ডসøাম টুর্নামেন্ট জয়ের স্বাদ পান তিনি। ২০১৪ সালে অস্ট্রেলিয়ান ওপেনে ক্যারিয়ারের প্রথম মেজর টুর্নামেন্ট জয়ের স্বাদ পান ৩১ বছর বয়সী এই টেনিস তারকা। এর পরের বছরে ফ্রেঞ্চ ওপেনে চ্যাম্পিয়ন হন তিনি। সর্বশেষ গত বছর ইউএস ওপেনের শিরোপা নিজের শোকেসে তুলেন ওয়ারিঙ্কা। এবারই প্রথম ব্রিসবেন ইন্টারন্যাশনাল টেনিস টুর্নামেন্টে খেলতে নামেন তিনি। প্রথমবার অংশ নিয়েই শেষ চারে জায়গা করে নেন সুইস তারকা। এর আগের তিন বছরই নতুন মৌসুমের প্রথম সপ্তাহের যাত্রা শুরু করেছিলেন চেন্নাই ওপেন জিতে। এবার কি তাহলে ব্রিসবেনে বাজিমাত করবেন ওয়ারিঙ্কা? তবে তার সামনে বড় বাধা এখন কেই নিশিকোরি। শেষ চারে যে তার প্রতিপক্ষ জাপানের এই টেনিস তারকা। ওয়াইল্ডকার্ড নিয়ে খেলতে যাওয়া অস্ট্রেলিয়ার জর্ডান থম্পসনকে তিনি রীতিমতা উড়িয়ে দিয়েই সেমিফাইনালে জায়গা করে নেন। মাত্র ১ ঘণ্টার লড়াইয়ে তিনি ৬-১ এবং ৬-১ সেটে হারান থম্পসনকে। ব্রিসবেনে এবার নিয়ে ছয়বার অংশগ্রহণ করলেন নিশিকোরি। যার মধ্যে চারবারই টুর্নামেন্টের সেমিফাইনাল খেলার গৌরব অর্জন করেছেন।
×