ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের দল ঘোষণা

তাসকিন আছেন নেই মুস্তাফিজ

প্রকাশিত: ০৫:৫২, ৭ জানুয়ারি ২০১৭

তাসকিন আছেন নেই মুস্তাফিজ

স্পোর্টস রিপোর্টার ॥ লম্বা স্পেলে এখনই বল করতে পারবেন না বাংলাদেশের ‘কাটার মাস্টার’ মুস্তাফিজুর রহমান। তিন দিনে আবার একটি ম্যাচের বেশি খেলতেও পারবেন না। তার মানে তিন দিনে সর্বোচ্চ ১০ ওভার বল করতে পারবেন। যখন এ ঘটনা জানা গেল, তখনই বোঝা হয়ে যায়; টেস্ট দলে নাও থাকতে পারেন মুস্তাফিজ। শুক্রবার যখন নিউজিল্যান্ডের বিপক্ষে প্রথম টেস্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি), তখন সত্যিই দেখা গেল নেই মুস্তাফিজ। তাকে বিশ্রামে রাখা হয়েছে। তবে আছেন আরেক পেসার তাসকিন আহমেদ, যিনি প্রথম টেস্টেও খেলতে পারেন। প্রথম টেস্টটি ওয়েলিংটনের বেসিন রিজার্ভ স্টেডিয়ামে ১২ জানুয়ারি শুরু হবে। মুস্তাফিজ না থাকলেও স্বস্তির খবর হলো, প্রথম ওয়ানডেতে ইনজুরিতে পড়া বাংলাদেশ টেস্ট দলের অধিনায়ক মুশফিকুর রহীম ফিট হয়ে গেছেন। তিনি আছেন প্রথম টেস্টের দলে। টেস্ট স্কোয়াডে ফিরেছেন রুবেল হোসেন। প্রথমবারের মতো টেস্ট দলে জায়গা পেয়েছেন তাসকিন আহমেদ। কাঁধের সার্জারি কাটিয়ে ফেরা মুস্তাফিজকে নিয়ে ঝুঁকি নেননি নির্বাচকরা। কিউইদের বিপক্ষে ওয়ানডে ও টি২০-তে খেললেও টেস্ট দলে রাখা হয়নি ‘কাটার মাস্টার’-কে। এদিকে, অপরিবর্তিত দল নিয়ে ৮ জানুয়ারির তৃতীয় টি২০-তে কিউইদের মুখোমুখি হবে টাইগাররা, যেখানে মাশরাফিদের সামনে হোয়াইটওয়াশ এড়ানোর চ্যালেঞ্জ। এর আগে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সবকটিতেই হেরেছে বাংলাদেশ ক্রিকেট দল। টি২০ সিরিজেও এক ম্যাচ বাকি থাকতেই সিরিজ হার নিশ্চিত হয়। ওয়েলিংটনে প্রথম টেস্ট বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হবে। ক্রাইস্টচার্চে দ্বিতীয় টেস্ট ২০ জানুয়ারি থেকে শুরু হবে। ওই টেস্টের দল এখনও ঘোষণা দেয়া হয়নি। গত বছরের অক্টোবরে ইংল্যান্ডের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলে বাংলাদেশ। গত বছর এ দুটি টেস্টই খেলে বাংলাদেশ। দুই টেস্ট মিলিয়ে এবার টেস্ট দল থেকে বাদ পড়েছেন ইনজুরিতে থাকায় শফিউল ইসলাম, শুভাগত হোম, মোসাদ্দেক হোসেন সৈকত। দলে যুক্ত হয়েছেন রুবেল হোসেন। আর সর্বশেষ টেস্ট হিসাব করলে ইংল্যান্ডের বিপক্ষে ঢাকা টেস্টের দল থেকে বাদ পড়েছেন দুই অফস্পিন অলরাউন্ডার মোসাদ্দেক হোসেন ও শুভাগত হোম চৌধুরী। সেবারই প্রথম টেস্ট দলে ডাক পাওয়া শুভাশীষ রায় কোন ম্যাচ না খেলেও এবার টেস্ট দলে আছেন। ইংল্যান্ড সিরিজে টেস্ট দলে থাকলেও খেলার সুযোগ হয়নি নুরুল হাসানের। মুশফিকের চোটে নিউজিল্যান্ডে ওয়ানডে অভিষেক হয়েছে তার। অধিনায়ক বিশেষজ্ঞ ব্যাটসম্যান হিসেবে খেললে নিউজিল্যান্ডে টেস্টেও অভিষেক হতে পারে এ উইকেটরক্ষক-ব্যাটসম্যানের। সাকিব আল হাসানের সঙ্গে স্পিন আক্রমণে আছেন অভিষেককে রাঙিয়ে রাখা অফস্পিন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও বাঁহাতি স্পিনার তাইজুল ইসলাম। ২০১৫ সালের জুনের পর আর টেস্ট খেলার সুযোগ না মিললেও এ সংস্করণে নিজের জায়গা ধরে রেখেছেন নিজেকে ফিরে পাওয়ার লড়াইয়ে থাকা সৌম্য সরকার। তাসকিন আছেন, নেই মুস্তাফিজ। তাহলে কি পুরো টেস্ট সিরিজেই আর দেখা যাবে না মুস্তাফিজকে? প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু জানিয়েছেন, ‘ফিজিও আমাদের পরিষ্কার জানিয়েছেন, মুস্তাফিজকে লম্বা স্পেলে বোলিং করালে সমস্যা হতে পারে। এখনই তাকে দীর্ঘ পরিসরের ম্যাচ খেলানো ঠিক হবে না। তাই তাকে প্রথম টেস্টে রাখা হয়নি।’ এখন দেখা যাক, শেষ পর্যন্ত দ্বিতীয় টেস্টে খেলতে পারেন কি-না মুস্তাফিজ। তবে না খেললেও দলের সঙ্গে নিউজিল্যান্ডে ঠিকই থাকবেন এ পেসার। প্রথম টেস্টের দল ॥ মুশফিকুর রহীম (অধিনায়ক) তামিম ইকবাল (সহ-অধিনায়ক), ইমরুল কায়েস, মুমিনুল হক, সাব্বির রহমান রুম্মন, মাহমুদউল্লাহ রিয়াদ, সাকিব আল হাসান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, রুবেল হোসেন, কামরুল ইসলাম রাব্বি, সৌম্য সরকার, তাসকিন আহমেদ, নুরুল হাসান সোহান, শুভাশীষ রায়।
×