ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

নবজাতকের মৃত্যু ॥ বরিশালে তদন্ত শুরু

প্রকাশিত: ০৫:৪৯, ৭ জানুয়ারি ২০১৭

নবজাতকের মৃত্যু ॥ বরিশালে তদন্ত শুরু

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ ভুল চিকিৎসায় নবজাতকের মৃত্যুর ঘটনায় মামলা দায়েরের পর আদালতের নির্দেশে অভিযুক্ত চিকিৎসক, সুইজ হাসপাতালের চেয়ারম্যানসহ অন্য আসামিদের বিরুদ্ধে তদন্ত শুরু করেছেন ডেপুটি সিভিল সার্জন। ঘটনাটি ভিন্ন খাতে প্রবাহিত করতে হাসপাতাল কর্তৃপক্ষ শুক্রবার দুপুরে বহিরাগত কতিপয় সংবাদকর্মী নিয়ে হাসপাতালের গুণকীর্তন করে সংবাদ প্রকাশের জন্য সভার নামে ভূরিভোজ করে। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক তোলপাড় শুরু হয়েছে। জানা গেছে, গৌরনদী উপজেলার বেজগাতি সুইজ হাসপাতালের চেয়ারম্যান আকন আজাদ, তার বাংলাদেশী দ্বিতীয় স্ত্রী টেকনোলজিস্ট রুপা বেগম ও কর্মকর্তা মহিউদ্দিন আকন চিকিৎসার নামে এলাকার সাধারণ রোগীদের কাছ থেকে মোটা অঙ্কের অর্থ হাতিয়ে নেয়ার জন্য দীর্ঘদিন থেকে কথিত চিকিৎসক ডাঃ রাজিয়া সুলতানার মাধ্যমে সির্জারিয়ান অপারেশন করিয়ে আসছে। ওই চিকিৎসকের ভুল চিকিৎসায় উপজেলার অন্যান্য ক্লিনিকে একাধিক শিশু মারা যায়। সূত্রমতে, গত ৩০ নবেম্বর ডাঃ রাজিয়ার ভুল চিকিৎসায় সুইজ হাসপাতালে এক নবজাতক শিশু মারা যায়। এ ঘটনায় মৃত নবজাতকের পিতা মাসুম হাওলাদার বাদী হয়ে বরিশালের অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে চিকিৎসক রাজিয়া সুলতানা, সুইজ হাসপাতালের চেয়ারম্যান আকন আজাদ, তার বাংলাদেশী দ্বিতীয় স্ত্রী হাসপাতালের টেকনোলজিস্ট রুপা বেগম, কর্মকর্তা মহিউদ্দিন আকনকে আসামি করে মামলা দায়ের করেন। আদালতের বিচারক শিহাবুল ইসলাম মামলাটি আমলে নিয়ে ডেপুটি সিভিল সার্জনকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছেন।
×