ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

চট্টগ্রামে ৯ সরকারী স্কুলে নবম শ্রেণীতে ভর্তির ফল বাতিল

প্রকাশিত: ০৫:৪৮, ৭ জানুয়ারি ২০১৭

চট্টগ্রামে ৯ সরকারী  স্কুলে নবম শ্রেণীতে  ভর্তির ফল বাতিল

স্টাফ রিপোর্টার, চট্টগ্রাম অফিস ॥ চট্টগ্রাম নগরীর ৮টি সরকারী স্কুলে নবম শ্রেণীতে ভর্তির ফল প্রকাশের পর তা আবার বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার সকালে টেলিটকের মাধ্যমে প্রকাশিত হয় এই ফল। কিন্তু রাতেই তা আবার বাতিল করে জেলা প্রশাসন। চট্টগ্রামের অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ হাবিবুর রহমান জানান, কারিগরি বিভ্রাটের কারণে প্রকাশিত ফলাফলে কিছু ত্রুটি হয়েছে। বিষয়টি ধরা পড়ায় জেলা প্রশাসকের নির্দেশনা অনুযায়ী সেই ফল বাতিল করা হয়েছে। ত্রুটি সংশোধন করে পুনঃরায় ফল প্রকাশ করা হবে। জেলা প্রশাসনের ভর্তির সঙ্গে সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, প্রকাশিত ফল পর্যালোচনায় দেখা যায়, গোল্ডেন জিপিএ-৫ প্রাপ্ত অনেকেই উত্তীর্ণ হয়নি। আবার এর চেয়ে অপেক্ষাকৃত কম ভাল ফল করেও অনেকে ভর্তির সুযোগ পেয়ে গেছে। কারিগরি ত্রুটির কারণে মেধাবী শিক্ষার্থীদের একটি অংশ মূল্যায়নের জন্য বিবেচনাতেই আসেনি। এই ত্রুটি দৃষ্টিগোচর হওয়ায় ঘোষিত ফল করে নতুন করে পর্যালোচনার সিদ্ধান্ত হয়েছে। প্রসঙ্গত, চট্টগ্রাম নগরীর ৮টি সরকারী স্কুলে নবম শ্রেণীতে ৭৫০টি আসনের বিপরীতে আবেদন জমা পড়ে ৭ হাজার ৬৪৮টি। জেএসসির ফলাফলের ভিত্তিতে মেধা অনুযায়ী ভর্তির কার্যক্রম সম্পন্নের নির্দেশ রয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের।
×