ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

ইউজিসিতে কর্মশালা

প্রকাশিত: ০৫:৪৭, ৭ জানুয়ারি ২০১৭

ইউজিসিতে কর্মশালা

‘ড্রাফট স্ট্রাটেজিক প্লান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ’ শীর্ষক দিনব্যাপী এক কর্মশালা বুধবার ইউজিসি অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর আবদুল মান্নান, চেয়ারম্যান, ইউজিসি। মহিউদ্দিন খান, অতিরিক্ত সচিব, শিক্ষা মন্ত্রণালয় এবং ড. মোখলেছুর রহমান, সিনিয়র অপারেশন্স অফিসার, বিশ^ব্যাংক, ঢাকা অনুষ্ঠানে বক্তব্য রাখেন। অনুষ্ঠানে ড. গৌরাঙ্গ চন্দ্র মোহন্ত, এনডিসি, প্রকল্প পরিচালক (অতিরিক্ত সচিব), উচ্চশিক্ষা মানোন্নয়ন প্রকল্প স্বাগত বক্তব্য প্রদান করেন। প্রফেসর ড. মোহাম্মদ ইউসুফ আলী মোল্লা, সদস্য, ইউজিসি অনুষ্ঠানের টেকনিক্যাল সেশনে সভাপতিত্ব করেন। অনুষ্ঠানে প্রফেসর ড. সৈয়দ মঞ্জুরুল ইসলাম স্ট্রাটেজিক প্লান ফর হায়ার এডুকেশন ইন বাংলাদেশ ২০১৭-২০২৬ এর উপর খসড়া প্রতিবেদন উপস্থাপন করেন। বাংলাদেশের বিশ^বিদ্যালয় পর্যায়ে উচ্চশিক্ষা ও গবেষণার কৌশলগত কর্মপরিকল্পনা প্রণয়নের লক্ষ্যে শিক্ষা মন্ত্রণালয় ইতোপূর্বে ৬টি বিশেষজ্ঞ কমিটি গঠন করে। বিশেষজ্ঞা কমিটির প্রতিবেদনের ভিত্তিতে প্রফেসর মঞ্জুরুল ইসলাম এই খসড়া প্রতিবেদন প্রস্তুত করেন। -বিজ্ঞপ্তি
×