ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

কুড়িগ্রামের চরাঞ্চলে ‘মোজাইক ভাইরাসে’ মাষকলাই বিনষ্ট

প্রকাশিত: ০৫:৪৫, ৭ জানুয়ারি ২০১৭

কুড়িগ্রামের চরাঞ্চলে ‘মোজাইক ভাইরাসে’ মাষকলাই বিনষ্ট

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম ॥ চরাঞ্চলে শত শত একর জমির মাষকলাই মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে পড়েছে। এতে ফসল নষ্ট হওয়ায় হতাশ হয়ে পড়েছেন চরাঞ্চলের কৃষকরা। নাগেশ্বরী উপজেলার কচাকাটা, কেদার, নারায়ণপুর ও বল্লভেরখাস ইউনিয়নের ছোটবড় ২৩টি চর ঘুরে এমন চিত্রই দেখা গেছে। চরাঞ্চলের কৃষকরা জানান, মাশকালাই হচ্ছে চরের মানুষের প্রধান ফসল। সেই ফসল ভাইরাসে নষ্ট হয়ে যাওয়ায় হতাশাগ্রস্ত হয়ে পড়েছেন তারা। নাগেশ্বরী উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মাসুদুর রহমান জানান, উপজেলার চরাঞ্চলে মাশকালাই মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়ে নষ্ট হচ্ছে। এর কারণ হিসেবে তিনি বলেন, যেসব কৃষক স্থানীয় বীজ দিয়ে দেরিতে মাশকালাই চাষ করেছেন তাদের ক্ষেত বেশি হারে মোজাইক ভাইরাসে আক্রান্ত হয়েছে। যারা আগাম চাষ করেছে তারা কিছু পেয়েছে। নারায়ণপুরের কৃষক জহির উদ্দিন বলেন, এবারে মাশকালাই চাষের শুরুতে প্রকৃতি ও পরিবেশ খুবই অনুকূলে থাকায় মাশকালাইয়ের আবাদ ভাল হয়েছে। বন্যার ক্ষতি পুষিয়ে নিতে পারবেন এই আশায় কৃষকের মুখে হাসি ফুটেছিল। কিন্তু ফুল আসার পর মলিন হয়ে যায় সেই কৃষকের মুখ। তারা দেখেন মাশকালাইয়ের ফুলের পরিবর্তে সমস্ত গাছ হলুদ হয়ে মরে যেতে থাকে। কচাকাটা ইউনিয়নের ধনীরামপুর চরের কৃষক কেছমত আলী বলেন, এমন রোগ এর আগে দেখিনি। আমার ২০ বিঘা জমির মাশকালাই নষ্ট হয়ে গেছে। কেদার ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মাহবুব রহমান জানান, চরের মানুষের প্রধান জীবিকা হচ্ছে কালাই চাষ। এবারে ভাইরাসে সেই কালাই নষ্ট হওয়ায় কৃষকরা খুবই হতাশাগ্রস্ত হয়ে পড়েছে।
×