ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

শিশু একাডেমিতে ‘আব্বাস’ চলচ্চিত্রের প্রদর্শনী

প্রকাশিত: ০৫:৪১, ৭ জানুয়ারি ২০১৭

শিশু একাডেমিতে ‘আব্বাস’ চলচ্চিত্রের প্রদর্শনী

স্টাফ রিপোর্টার ॥ কথাশিল্পী শওকত ওসমানের জন্মশতবর্ষ উপলক্ষে বাংলাদেশ শিশু একাডেমিতে বৃহস্পতিবার আলোচনাসভা ও শিশুতোষ চলচ্চিত্রের প্রদর্শনীর আয়োজন করা হয়। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অনুষ্ঠান উদ্বোধন করেন মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকি। শওকত ওসমানকে নিয়ে স্মৃতিচারণ করেন তার ছেলে স্থপতি ইয়াফেস ওসমান। সৈয়দ শামসুল হককে নিয়ে কথাসাহিত্যিক আনোয়ারা সৈয়দ হক। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সচিব নাছিমা বেগম এনডিসি। কথাসাহিত্যিক ও শিশু একাডেমির সভাপতি সেলিনা হোসেনের সভাপতিত্বে ধন্যবাদ জ্ঞাপন করেন শিশু একাডেমির পরিচালক আনজীর লিটন। আলোচনা শেষে শওকত ওসমানের কাহিনী, সব্যসাচী লেখক সৈয়দ শামসুল হকের পরিচালনায় শিশুতোষ চলচ্চিত্র ‘আব্বাস’ প্রদর্শিত হয়। এ সময় শিশু ও অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা যায়।
×