ঢাকা, বাংলাদেশ   বুধবার ২৪ এপ্রিল ২০২৪, ১১ বৈশাখ ১৪৩১

পদাতিকের দুই নাটকের মঞ্চায়ন

প্রকাশিত: ০৫:৪১, ৭ জানুয়ারি ২০১৭

পদাতিকের দুই নাটকের মঞ্চায়ন

স্টাফ রিপোর্টার ॥ একই সময়ে ঢাকা ও চট্টগ্রামের ভিন্ন মঞ্চে দুই নাটকের মঞ্চায়ন করলো পদাতিক নাট্য সংসদ। বাংলাদেশ শিল্পকলা একাডেমির এক্সপেরিমেন্টাল থিয়েটার হলে বৃহস্পতিবার দলের ৩২তম প্রযোজনা ‘জনমাংক’ নাটকের ২১তম প্রদর্শনী হয়। একই সময়ে চট্টগ্রাম শিল্পকলা একাডেমিতে বিস্তার : চিটাগং আর্টস কমপ্লেক্স আয়োজিত ‘বিস্তার শিল্পোৎসব ২০১৬ ‘গহনযাত্রা’ নাটকের মঞ্চস্থ হয়। পদাতিকের ‘জনমাংক’ নাটকটি রচনা করেছেন নাসরীন মুস্তাফা। নির্দেশনা দিয়েছেন মীর মেহেবুব আলম নাহিদ। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেন মসিউর রহমান, শাখাওয়াত হেসেন শিমুল, ওয়ালিদ, জিনিয়া, কামরুল, জনি, ইকরাম, শুভ, সুমন, চমক, লিমন, শরিফ, ইমরান, তাসমি চৌধুরী, স্বরূপ। এ ছাড়া আলোক পরিকল্পনায় ফয়েজ জহির, মঞ্চ, পোশাক ও দ্রব্য আলী আহমেদ মুকুল, আবহ পরিকল্পনা তপন কুমার সরকার, কোরিওগ্রাফি ফাহমিদা আলম পাখি, আবহ পরিচালনা হামিদুর রহমান পাপ্পু পরিচালনা সহযোগী লিমন ও ইমরান। অন্যদিকে চট্টগ্রামে মঞ্চায়ন হওয়া পদাতিকের ‘গহনযাত্রা’ নাটকটি রচনা করেছেন রুবাইয়াৎ আহমেদ। নির্দেশনা দিয়েছেন সুদীপ চক্রবর্তী। নাটকে একক অভিনয় করেন সৈয়দা শামছি আরা সায়েকা। নাটকের নির্দেশনা সহযোগী সঞ্জীব কুমার দে, সঙ্গীত পরিকল্পনায় সাইম রানা, সঙ্গীত সঞ্চালনায় মেহেদী হাসান মেধা, আলোক পরিকল্পনায় আতিকুল ইসলাম জয়, মঞ্চ পরিকল্পনা সুদীপ চক্রবর্তী, দ্রব্য ও মুখোশ পরিকল্পনা সঞ্জীব কুমার দে, মঞ্চ ও মুখোশ নির্মাণ তৈমুর হান্নান, পোশাক ও রূপসজ্জা পরিকল্পনা শামছি আরা সায়েকা, প্রকাশনায় রুবাইয়াৎ আহমেদ, মঞ্চ ব্যবস্থাপনা মমিনুল হক দীপু।
×