ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

অনেকদিন পর গানে ফিরেছি ॥ তপন চৌধুরী

প্রকাশিত: ০৫:৪০, ৭ জানুয়ারি ২০১৭

অনেকদিন পর গানে ফিরেছি ॥ তপন চৌধুরী

সঙ্গীতশিল্পী তপন চৌধুরী। গানে গানে অতিক্রম করলেন চারটি দশক। আজ এই গুণী শিল্পীর জন্মদিন। তাঁর জন্মদিনকে ঘিরে ঢাকা ক্লাবে সন্ধ্যা ৭টায় বিশেষ অনুষ্ঠানের আয়োজন করেছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোল। অনুষ্ঠানে ‘ফিরে এলাম’ নামে শিল্পীর নতুন এ্যালবামের মোড়ক উন্মোচন হবে। তার শিল্পীজীবনে অবদান রাখা বিশেষ সাত গুণীকে সম্মাননা জানাবেন তিনি এ স্বর্ণালী সন্ধ্যায়। দীর্ঘ ১৩ বছর পর নতুন এ এ্যালবাম নিয়ে তার সঙ্গে কথা হয়। দীর্ঘ ১৩ বছর পর এ্যালবাম প্রকাশে অনুভূতি কেমন? তপন চৌধুরী : অবশ্যই ভাল লাগছে। যাদের স্নেহ-ভালবাসায় পার করছি আমার সঙ্গীত জীবনের চার দশক, এদের অনেকের সাথে মিলিত হতে পারব। অনেকদিন পর গানে ফিরেছি। এটা আমার কাছে ভাললাগার বিষয়। এটা সম্ভব হয়েছে প্রযোজনা প্রতিষ্ঠান বাংলা ঢোলের কারণে। অনুষ্ঠানে কিছু গানও পরিবেশন করব। ‘ফিরে এলাম’ এ্যালবাম সম্পর্কে জানতে আগ্রহী। তপন চৌধুরী : এতে ১০টি গান রয়েছে। এরমধ্যে একটি গানে আমার সঙ্গে কণ্ঠ দিয়েছেন ন্যান্সি। নতুন গানের পাশাপাশি আমার গাওয়া ‘যেতে যেতে কেন পড়ে বাধা’ ও ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ গান দুটি রিমেক করা হয়েছে। এ্যালবামের গানগুলো লিখেছেন সেজান মাহমুদ, সাইফুল ইসলাম মুকুল, মাহবুব পিলু, তাজুল ইমাম, কবির বকুল ও মিলন খান। সুর করেছেন সুবীর নন্দী, সেজান মাহমুদ, মাহবুব পিলু ও পুলক অধিকারী। সঙ্গীতায়োজন করেছেন শওকত আলী ইমন ও সুমন কল্যাণ। ‘ফিরে এলাম’ এ্যালবামটি বাজারে এনেছে বাংলা ঢোল। অনুষ্ঠানে কাদের সম্মাননা জানাবেন? তপন চৌধুরী : আমার সঙ্গীত জীবনে ভূমিকা রাখা নেপথ্যের সাত গুণীকে সম্মাননা জানাব। তারা হলেন-আমাকে ‘সোলস’ ব্যান্ডে নিয়ে আসা সুব্রত বড়ুয়া, আমার গাওয়া শ্রোতাপ্রিয় ‘মন শুধু মন ছুঁয়েছে’ গানের গীতিকার ও সুরকার যথাক্রমে নকিব খান ও পিলু খান, ‘তপন চৌধুরী’ শিরোনামে আমার প্রথম অডিও এ্যালবামের গানের সুরকার আইয়ুব বাচ্চু, প্রথম গাওয়া সিনেমার গান ‘ভাত দে’র পরিচালক আমজাদ হোসেন, প্রথম চলচ্চিত্রের গান ‘কত কাঁদলাম, কত গো সাধলাম’-এর সুরকার আলাউদ্দিন আলী এবং ‘পলাশ ফুটেছে শিমুল ফুটেছে’ গানের গীতিকার-সুরকার তাজুল ইমাম। আমাদের দেশের আধুনিক গানের বর্তমান অবস্থা কেমন মনে হয়? তপন চৌধুরী : অনেকেই ভাল গান করছে। যারা সত্যিকার অর্থে শ্রোতাদের হৃদয় ছুঁতে পারছে, তারা টিকে থাকছে, আর যারা পারছে না তারা ঝরে পড়ছে। তবে যুগের সাথে তাল মিলিয়ে চলছে সঙ্গীতাঙ্গন। -গৌতম পাণ্ডে
×