ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

টেলিভিশন শিল্পীদের জাতীয় পুরস্কার দাবি শিল্পী ঐক্যজোটের

প্রকাশিত: ০৫:৪০, ৭ জানুয়ারি ২০১৭

টেলিভিশন শিল্পীদের জাতীয় পুরস্কার দাবি শিল্পী ঐক্যজোটের

সাজু আহমেদ ॥ চলচ্চিত্রশিল্পীদের মতো এক সময় টেলিভিশন শিল্পীদেরও জাতীয় পুরস্কার দেয়ার প্রথা প্রচলন ছিল। এই প্রথায় অনেকেই পুরস্কার পেয়েছেন। সেই পুরস্কারের ফলে সংশ্লিষ্ট ক্ষেত্রে অনেকে উৎসাহিতও হয়েছেন। তবে অজানা কারণে এক সময় টেলিভিশন শিল্পীদের জাতীয় পুরস্কার দেয়ার প্রচলন বন্ধ হয়ে যায়। সাম্প্রতিক সময়ে টেলিভিশন শিল্পী কলাকুশলীদের উৎসাহিত করা এবং সৃজনশীল পরিচালক ও গুণী অভিনয়শিল্পীদের মূল্যায়ন করতে আবারও জাতীয় পুরস্কার প্রদানের দাবি জানিয়েছে চলচ্চিত্র, টিভি ও মঞ্চ শিল্পীদের সংগঠন শিল্পী ঐক্যজোট। সম্প্রতি এই দাবির প্রতি জোড়ালো ঐকমত্য পোষণ করেছেন দেশের টেলিভিশন নাট্যশিল্পী ও কলাকুশলীরা। দাবি প্রসঙ্গে টিভি নাট্য নির্মাতা ও শিল্পী ঐক্যজোটের আহ্বায়ক জি এম সৈকত বলেন, চলচ্চিত্রের মতো নাটকও সমাজ বিনির্মাণের দর্পণ। এই দর্পণে যথাযথভাবে সমাজ ও পারিপার্শ্বিকতার প্রতিফলন ঘটাতে উৎসাহের বিকল্প নেই। এ ক্ষেত্রে রাষ্ট্রই পারে জাতীয় পুরস্কারের মাধ্যমে নির্মাতা, শিল্পী ও কলাকুশলীদের ভাল ভাল কাজের উৎসাহ দিতে। এজন্য তিনি শিল্পী ও কলাকুশলীদের জাতীয় সম্মাননা দেয়ার প্রথাটি চালুর দাবি জানান। জোটের প্রধান উপদেষ্টা অভিনেতা ও পরিচালক ডিএ তায়েব বলেন, নাটক হচ্ছে সংস্কৃতির অন্যতম প্রধান মাধ্যম। নাটকের মান ভাল করতে নির্মাতা শিল্পী ও কলাকুশলীদের উৎসাহ প্রদান করা প্রয়োজন। যে কোন রাষ্ট্রীয় স্বীকৃতি হচ্ছে সর্বোচ্চ সম্মান। এই সম্মান পেলে কাজের মান ভাল করতে সংশ্লিষ্টরা আরও দায়িত্ববান ও তাদের কমিটমেন্ট জোড়াল হবে। প্রধানমন্ত্রী শোবিজ জগতের মানুষকে সম্মান দেন। তাই নাটকের শিল্পী ও কলাকুশলীদের মুল্যায়নের জাতীয় পুরস্কার প্রদান এখন সময়ের দাবি। মাননীয় প্রধানমন্ত্রী অচিরেই এ বিষয়ে পদক্ষেপ নেবেন বলে আশা করেন তিনি। জোটের অন্যতম উপদেষ্টা অভিনেতা ও নির্মাতা নাদের চৌধুরী বলেন, প্রধানমন্ত্রী গণমাধ্যমের প্রতি খুবই আন্তরিক। টিভি নাটক সব সময়ই একটি জনপ্রিয় মাধ্যম। আর এ নাটকের মানোন্নয়নে সরকারী সহযোগিতা অনিবার্য। চলচ্চিত্রের মতো টিভি নাটকেও যদি জাতীয় পুরস্কার দেয়া হয় তাহলে এক্ষেত্রে কাজের মান বাড়বে, দর্শকও উন্নত বিনোদন পাবে। তাই প্রধানমন্ত্রীর প্রতি বিষয়টি বিবেচনার অনুরোধ জানাচ্ছি। বিশিষ্ট অভিনেতা এবং বাংলাদেশ গ্রুপ থিয়েটার ফেডারেশনের সভাপতিম-লীর সদস্য ঝুনা চৌধুরী বলেন, টিভি শিল্পীদের মূল্যায়নে শিল্পী ঐক্যজোটের দাবির প্রতি আমি একাত্মতা পোষণ করি। টিভি নাট্যশিল্পী এবং কলকুশলীদের জাতীয় সম্মাননা দেয়ার প্রথাটি এক সময় ছিল। আমার যতদূর মনে পড়ে এক সময় বরেণ্য অভিনেতা বুলবুল আহমেদ, আবুল হায়াৎ, সুর্বণা মুস্তাফা এই পুরস্কার পেয়েছেন। সুতরাং সম্প্রতি এ দাবি যৌক্তিক। আমি মনে করি টিভি নাট্যশিল্পী ও কলাকুশলীদের জাতীয়ভাবে সম্মাননা দেয়া হলে এ সেকটেরের সংশ্লিষ্ট মানুষদের ভাল কাজের উৎসাহ বাড়বে, তাদের নিজেদের মধ্যে ভাল কিছু করার প্রতিযোগিতা তৈরি হবে। সেক্ষেত্রে দর্শকরাও ভাল ভাল নাটক টেলিফিল্ম দেখতে পাবে। পাশাপাশি দেশীয় চ্যানেলমুখী হবে দর্শকরা। আমি শিল্পী ঐক্যজোটের এই দাবির প্রতি একাত্ম জানিয়ে বলতে চাই টেলিভিশন অভিনয় শিল্পী ও কলা কুশলীদেরও জাতীয় পুরস্কার দেয়া হোক।
×