ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

মৃগী রোগী তলিয়ে গেছে কদমতলীর বিলে

পুরান ঢাকায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ॥ ৬ রেস্তরাঁকে জরিমানা

প্রকাশিত: ০৫:৩৮, ৭ জানুয়ারি ২০১৭

পুরান ঢাকায় ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু ॥ ৬ রেস্তরাঁকে জরিমানা

স্টাফ রিপোর্টার ॥ রাজধানীর চকবাজারে এক ব্যবসায়ীর রহস্যজনক মৃত্যু হয়েছে। কদমতলীতে পানিতে ডুবে মরেছেন এক রাজমিস্ত্রী। মহাখালীতে ছয়টি রেস্টুরেন্টকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৫) ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার পুলিশ ও মেডিক্যাল সূত্রে জানা গেছে, চকবাজারে আবুল হোসেন বাবু (২৬) নামের এক ব্যবসায়ীর মৃত্যু নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে। শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ চকবাজার থানার পূর্ব ইসলামবগের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মর্গে পাঠায়। পুলিশ জানায়, বাবুলের মৃত্যু রহস্যজনক। তদন্ত চলছে। এদিকে নিহত বাবুলের ভাই বাদল দাবি করেন, তার ভাই আবুল হোসেন বাবুকে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আরেক ড্রাম ব্যবসায়ী নূর মোহাম্মদকে সন্দেহ করছেন তিনি। তার দাবি, নূর মোহাম্মদকে ধরলেই সবকিছু বেরিয়ে আসবে। নিহতের ভাই বাদল মিয়া জানান, সোয়ারীঘাটে ‘বাবু ট্রেডার্স’ নামে তার ভাইয়ের একটি ড্রাম ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে। পূর্ব ইসলামবাগে সপরিবারে থাকে তারা। তিনি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় বাবু চকবাজারের পূর্ব ইসলামবাগের বাসায় আসে। কিছুক্ষণ পরই আবার সে সোয়ারীঘাটের ব্যবসা প্রতিষ্ঠানে চলে যায়। রাত সাড়ে দশটার দিকে বাবুর মোবাইল থেকে এক ব্যক্তি ফোন দিয়ে বলে সোয়ারীঘাট থেকে বাবুর মরদেহ নিয়ে যেতে। খবর পেয়ে তারা সেখানে গিয়ে ভ্যানের ওপরে বাবুকে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখেন। সেখান থেকে তাকে দ্রুত উদ্ধার করে মিটফোর্ড হাসপাতালের জরুরী বিভাগে নেন। এ সময় কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। গভীর রাতে বাবুর লাশ তার পূর্ব ইসলামবাগের বাসায় নিয়ে আসা হয়। এদিকে ঘটনার খবর পেয়ে শুক্রবার সকাল সাড়ে দশটার দিকে পুলিশ পূর্ব ইসলামবাগের বাসা থেকে বাবুর মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজে নিয়ে যায়। চকবাজার থানার এসআই জিহাদ দেওয়ান জানান, মৃত বাবুর শরীরে আঘাতের কোন চিহ্ন নেই। মুখে এ্যালকোহলের গন্ধ পাওয়া গেছে। তার মৃত্যুর বিষয়ে যথেষ্ট সন্দেহ থাকায় ময়নাতদন্তের জন্য লাশ মিটফোর্ড মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে আসল ঘটনা জানা যাবে। বিষয়টির তদন্ত চলছে। এসআই জিহাদ দেওয়ান আরও জানান, দুপুরে তার লাশের ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। পানিতে ডুবে রাজমিস্ত্রির মৃত্যু ॥ কদমতলীতে পানিতে ডুবে মোঃ জাহাঙ্গীর (৩০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। মৃত জাহাঙ্গীর পেশায় রাজমিস্ত্রী ছিলেন। বাবার নাম আক্তার মিয়া। বাড়ি বরগুনার আমতলী উপজেলায়। তিনি কদমতলীর মুনশিবাগ এলাকায় পরিবার নিয়ে থাকতেন। নিহতের স্ত্রী রুমা জানান, দীর্ঘদিন ধরে তার স্বামী জাহাঙ্গীর মৃগী রোগে আক্রান্ত। তিনি জানান, শুক্রবার দুপুর দেড়টার দিকে মুনশীবাগ খালেক রোড এলাকায় একটি বিলে গোসল করতে যান। পানিতে নেমে মৃগী রোগে আক্রান্ত হয়ে তিনি পানিতে তলিয়ে যান। পরে লোকজন পানি থেকে উদ্ধার করে দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরী বিভাগে আনলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ছয় রেস্টুরেন্টকে জরিমানা ॥ রাজধানীর মহাখালীর ছয়টি রেস্টুরেন্টকে প্রায় সাড়ে তিন লাখ টাকা জরিমানা করেছে আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন-৫) ভ্রাম্যমাণ আদালত। এ সময় ভ্রাম্যমাণ আদালতের ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ সাজিদ আনোয়ার ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরে কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এপিবিএন-৫-এর সহকারী পুলিশ সুপার মোঃ সাইদুর রহমান রুবেল জানান, খাবারের মূল্য তালিকা প্রদর্শন ব্যতীত অবৈধভাবে খাবার তৈরি করায় মহাখালীর ‘ঘরোয়া হোটেল এ্যান্ড রেস্টুরেন্ট’-এর ব্যবস্থাপক রবিউল ইসলামকে ৫০ হাজার টাকা, স্বাস্থ্যের জন্য ক্ষতিকর কেমিক্যাল ব্যবহার এবং অবৈধভাবে খাবার তৈরি করায় ‘খাবার দাবার হোটেল’-এর ব্যবস্থাপক রুহুল আমিনকে ৯০ হাজার টাকা, অবৈধভাবে খাবার তৈরি করায় ‘আল ইসমাইল হোটেল’-এর ব্যবস্থাপক আবু বক্করকে ২৫ হাজার টাকা এবং একই অপরাধে ‘হোটেল লাকী’-এর ব্যবস্থাপক রাকিব হোসেনের কাছ থেকে ২৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
×