ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

মেয়র মান্নান ফের জামিনে মুক্ত

প্রকাশিত: ০৫:৩৬, ৭ জানুয়ারি ২০১৭

মেয়র মান্নান ফের জামিনে  মুক্ত

স্টাফ রিপোর্টার, গাজীপুর ॥ গাজীপুর সিটি কর্পোরেশনের (জিসিসি) মেয়র (সাময়িক বরখাস্ত) ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান অধ্যাপক এমএ মান্নান জামিনে মুক্তি লাভ করেছেন। শুক্রবার তিনি জেলার কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ থেকে মুক্তি লাভ করেন। কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-১ এর সিনিয়র জেল সুপার সুব্রত কুমার বালা জানান, উচ্চ আদালতে থেকে অধ্যাপক এম এ মান্নানের জামিনের কাগজপত্র বৃহস্পতিবার সন্ধ্যায় এ কারাগারে এসে পৌঁছে। পরে তা যাচাই-বাছাই শেষে শুক্রবার দুপুর ১ টার দিকে তাকে কারাগার থেকে মুক্তি দেয়া হয়। তিনি গত বছরের ১৬ এপ্রিল থেকে এ কারাগারে বন্দী ছিলেন। অধ্যাপক মান্নানের আইনজীবী মোঃ সিদ্দিকুর রহমান জানান, অধ্যাপক এম এ মান্নানের বিরুদ্ধে সর্বমোট ২৮টি মামলা করা হয়েছে। সর্বশেষ গত ২০১৪ সালের ১৫ সেপ্টেম্বর ১০ লাখ টাকা চাঁদার দাবিতে গাজীপুর সিটি কর্পোরেশনের মেয়রের কার্যালয়ে টঙ্গীর শিলমন এলাকার মৃত বাছির উদ্দিনের ছেলে মোঃ রমিজ উদ্দিনকে মারধরের অভিযোগে অধ্যাপক এম এ মান্নানসহ ৭ জনের নামে এবং অজ্ঞাত ২-৩ জনের বিরুদ্ধে গত ২৪ নবেম্বর জয়দেবপুর থানায় একটি মামলা দায়ের করেন। দায়েরকৃত এ মামলায় কারাবন্দী মান্নানকে গ্রেফতার দেখানো হয়। গত ১৪ ডিসেম্বর উচ্চ আদালত থেকে এ মামলায় তিনি জামিন লাভ করেন। এর আগে বাকি ২৭টি মামলায় উচ্চ আদালত তাকে জামিন দেয়। দায়েরকৃত এসব মামলার প্রায় সবই বিএনপি-জামায়াত নেতৃত্বাধীন ২০ দলীয় জোটের অবরোধ ও হরতালকালে গাড়ি ভাংচুর, অগ্নি সংযোগ, হত্যা, নাশকতা, বিস্ফোরক ও পুলিশের সরকারী কাজে বাধাদানসহ বিভিন্ন আইনে দায়ের করা হয়েছে। এদিকে মেয়র মান্নান শুক্রবার কারামুক্ত হচ্ছেন এমন খবরে সকাল থেকে বিএনপি ও অঙ্গ সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী কারা ফটকে উপস্থিত হন। কারা ফটক থেকে তিনি বের হয়ে এলে দলীয় নেতাকর্মীরা তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় কারা ফটকে অন্যান্যের মধ্যে গাজীপুর বারের সভাপতি এ্যাডভোকেট ড. শহীদুজ্জামান, কাউন্সিলর তানভীর আহমেদ, বিএনপি নেতা বশির আহমেদ বাচ্চু, ইদ্রিস আলী, আঃ খালেক ডিলার আকন্দ, যুবদল নেতা আরিফ হাওলাদার, জসিম ভাট, ছাত্রদল নেতা নাসির উদ্দিন নাসির, আমিনুল ইসলাম, আসাদুজ্জামান আসাদ উপস্থিত ছিলেন। গাজীপুর সিটি কর্পোরেশনের ১৯নং ওয়ার্ড কাউন্সিলর তানভীর আহমেদ জানান, নানা রোগে আক্রান্ত অসুস্থ মেয়র অধ্যাপক এমএ মান্নানকে মুক্তি লাভের পর ঢাকার ইউনাইটেড হাসপাতালে ভর্তি করা হবে।
×