ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

কসবার জনসভায় আইনমন্ত্রী

হিলারিকে ইউনূসের অর্থ প্রদান তদন্ত করবে ট্রাম্প সরকার

প্রকাশিত: ০৫:২৮, ৭ জানুয়ারি ২০১৭

হিলারিকে ইউনূসের অর্থ প্রদান  তদন্ত করবে  ট্রাম্প সরকার

স্টাফ রিপোর্টার ॥ হিলারির নির্বাচনে ড. মোহাম্মদ ইউনূসের অর্থ দেয়ার বিষয়ে তদন্ত করবে যুক্তরাষ্ট্রের নতুন সরকার। আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক ব্রাহ্মণবাড়িয়ার কসবায় এক আলোচনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এ কথা জানান। মার্কিন নির্বাচনের আগে শান্তিতে নোবেল জয়ী ড. ইউনূস ক্লিনটন ফাউন্ডেশনে অর্থ প্রদান করেন। এই অর্থ পরবর্তী সময়ে হিলারি ক্লিনটনের পক্ষে মার্কিন নির্বাচনে খরচ করা হয়। ওই সময় তিনি ব্যাপকভাবে সমালোচিত হন। আন্তর্জাতিক বিভিন্ন সংবাদ মাধ্যম বিষয়টি প্রকাশ করলেও বিষয়টির ব্যাখ্যা এখন পর্যন্ত দেননি ড. ইউনূস। আইনমন্ত্রী বলেন, মার্কিন নির্বাচনে হিলারিকে টাকা দিয়ে ড. ইউনূস অনেক নাচানাচি করেছে। তারা ভেবেছিল হিলারি নির্বাচিত হয়ে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু ট্রাম্প নির্বাচিত হয়ে নোবেল বিজয়ী ড. ইউনূসকে বলেছেন, তুমি হিলারিকে নির্বাচনে কত টাকা দিয়েছ, তা ক্ষতিয়ে দেখা হবে। মন্ত্রী বলেন, ধ্বংসাত্মক পরিস্থিতি সৃষ্টি করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পেরে দেশ-বিদেশে নানা ষড়যন্ত্র করছে। তারা জননেত্রী শেখ হাসিনা সরকারের সাফল্যকে ম্লান করে দিতে চায়। মহলটি দেশে নানা ধরনের ধ্বংসাত্মক কাজ করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পেরে বিদেশে নানা ষড়যন্ত্র করছে। তাই আমাদের এ বিষয়ে সতর্ক থাকতে হবে। মন্ত্রী বলেন, প্রত্যেক উন্নয়নের পেছনে যে আলো থাকে তার পেছনে থাকে অন্ধকার। এই অন্ধকার আলোকে নিভিয়ে দিয়ে উন্নয়নের গতি থামাতে চায়। তিনি বলেন, বাংলাদেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে একটি মহল নানা ধরনের ফন্দি-ফিকির করছে। বৃহস্পতিবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বর্তমান আওয়ামী লীগ সরকারের তিন বছর পূর্তি ও গণতন্ত্রের বিজয় দিবস উদ্যাপন উপলক্ষে উপজেলা আওয়ামী লীগ জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন তিনি। কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে জনসভায় অন্যদের মধ্যে কসবা পৌর মেয়র মোঃ এমরান উদ্দিন জুয়েল, ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশন লিমিটেডের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ, কসবা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহ্বায়ক এ্যাডভোকেট রাশেদুল কাউসার ভূইয়া জীবন, জেলা পরিষদ সদস্য মোশারফ হোসেন ইকবাল, হাজী আইয়ুব আলী ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান শাহীন সুলতানা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিছ বেগম, উপজেলা যুবলীগ সভাপতি এমএ আজিজ, সাধারণ সম্পাদক মোঃ শফিকুল ইসলাম, উপজেলা ছাত্রলীগ সভাপতি মোঃ মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজল হোসেন রিমন বক্তৃতা করেন। মন্ত্রী কসবা-আখাউড়ায় বিগত তিন বছরে শিক্ষা, স্বাস্থ্য, সড়ক যোগাযোগ ও বিদ্যুত খাতে উন্নয়নের চিত্র তুলে ধরে বলেন, বিশ্বের খুব কম দেশ আছে যেখানে প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ এর বেশি। আমাদের প্রবৃদ্ধির হার ৭ দশমিক ১ ছাড়িয়ে গেছে। যখন সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে নানা সমস্যা বিরাজমান তখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল হয়ে দাঁড়িয়েছে। এখন আমাদের মাথাপিছু আয় এক হাজার ৪৭৫ মার্কিন ডলার। ২০০৬ সালে বাংলাদেশের রিজার্ভ ছিল মাত্র ছয় বিলিয়ন ডলার। এখন তা ৩২ বিলিয়ন ডলার ছাড়িয়ে গেছে। এখন বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশে উন্নীত হয়েছে, বিশ্বে একটি মর্যাদার আসনে পৌঁছে গেছে। ফলে বেগম জিয়া এখন দিশেহারা। তারা জামায়াতকে নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই, আপনারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন। তিনি বলেন, নানা ষড়যন্ত্রে বিশ্বব্যাংক পদ্মা সেতু নির্মাণে তাদের অর্থায়ন বন্ধ করে দিয়েছিল। কিন্তু জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু নির্মাণের সিদ্ধান্ত থেকে কিছুতেই পিছপা হননি। তিনি আমাদের নিজস্ব অর্থায়নে এ সেতুর নির্মাণ কাজ শুরু করেছেন এবং এ নির্মাণ কাজ অনেকদূর এগিয়েছে। এখন বিশ্বব্যাংক বলছে তারা পদ্মা সেতু নির্মাণে অর্থায়ন করবে। আমরা বলেছি, না। এর আগে মন্ত্রী ডাচ-বাংলা ব্যাংক ফাউন্ডেশনের অর্থায়নে বিজনা নদীর ওপর প্রায় ছয় কোটি টাকা ব্যয়ে কসবা ব্রিজ এবং সড়ক ও জনপথ বিভাগের অর্থায়নে প্রায় ২৪ কোটি টাকা ব্যয়ে নির্মিত কসবা-কুটি সড়ক উদ্বোধন করেন।
×