ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর তুচ্ছ ঘটনায় শ্রীমঙ্গলে বিজিবি-শ্রমিক সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ৮, আহত ৫০

প্রকাশিত: ০৮:১৭, ৬ জানুয়ারি ২০১৭

গাড়ি, ব্যবসা প্রতিষ্ঠানে ভাংচুর তুচ্ছ ঘটনায় শ্রীমঙ্গলে বিজিবি-শ্রমিক সংঘর্ষ ॥ গুলিবিদ্ধ ৮, আহত ৫০

নিজস্ব সংবাদদাতা, মৌলভীবাজার, ৫ জানুয়ারি ॥ শ্রীমঙ্গলে তুচ্ছ ঘটনা নিয়ে বিজিবি ও পরিবহন শ্রমিকদের মধ্যে সংঘর্ষে ৮ জন গুলিবিদ্ধ ও ৫০ জন আহত হয়েছে। এ সময় অন্তত ১০০টি গাড়ি ও ৫০টি ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর করা হয়েছে। ঘণ্টাব্যাপী এই সংঘর্ষ চলাকালে ঢাকা সিলেট আঞ্চলিক মহাসড়কে ও শ্রীমঙ্গল-কমলগঞ্জ সড়কে সকল প্রকার যান চলাচল দুই ঘণ্টা বন্ধ থাকে। স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার সন্ধ্যা ৭টার দিকে শ্রীমঙ্গল শহরের ভানুগাছ রোডে গাড়ি পার্কিং নিয়ে বিজিবির গাড়ি চালকের সঙ্গে বাগ বিত-া হয়। এ সময় স্থানীয় এক পরিবহন শ্রমিক ওই বিজিবি সদস্যকে লাঞ্ছিত করে। এ খবর বিজিবি সদর দফতরে পৌঁছালে অন্য বিজিবি সদস্যরা ঘটনাস্থলে এসে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষদের মারধর করে। পরে পরিবহন শ্রমিক ও ব্যবসায়ীরা বিজিবি সদস্যদের পাল্টা হামলা করলে সংঘর্ষ বেধে যায়। তখন বিজিবি সদস্যরা কয়েক রাউন্ড গুলি ছুড়ে ও ভাংচুর করে। এদিকে এ ঘটনার প্রতিবাদে বৃহস্পতিবার রাতে ব্যবসায়ীরা শ্রীমঙ্গল চৌমুহনা চত্বরে অবস্থান নিয়ে প্রতিবাদ জানান। পরে খবর পেয়ে পুলিশ, র‌্যাব ও স্থানীয় জনপ্রতিনিধিগণ ঘটনাস্থলে পৌঁছে বিক্ষোভকারীদের নিয়ন্ত্রণে আনেন। মৌলভীবাজার সদর হাসপাতালের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ পলাশ রায় জানান, গুলিবিদ্ধ ৮ জন হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে ৪ জনকে ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে উন্নত চিকিৎসার জন্য পাঠানো হয়েছে। আহত অন্যদের শ্রীমঙ্গল, মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
×