ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

ভূমি দখলের বিরুদ্ধে সতর্ক থাকুন ॥ আবাসন ব্যবসায়ীদের রাষ্ট্রপতি

প্রকাশিত: ০৮:১৭, ৬ জানুয়ারি ২০১৭

ভূমি দখলের বিরুদ্ধে সতর্ক থাকুন ॥ আবাসন ব্যবসায়ীদের রাষ্ট্রপতি

রাষ্ট্রপতি মোঃ আবদুল হামিদ গৃহায়ন প্রকল্পের জন্য সরকারী ও বেসরকারী জমি দখলের বিরুদ্ধে সতর্ক থাকতে আবাসন ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানিয়ে বলেছেন, কারও কারও এ ধরনের কার্যক্রম কেবল হাউজিং সেক্টরের ভাবমূর্তিই ক্ষতিগ্রস্ত করে না বরং এতে জনমনেও নেতিবাচক প্রভাব পড়ে। খবর বাসস’র। রাষ্ট্রপতি বৃহস্পতিবার নগরীর একটি হোটেলে রিয়েল এস্টেট এ্যান্ড হাউজিং এ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (রিহ্যাব) রজতজয়ন্তী উদযাপনের উদ্বোধনী অনুষ্ঠানে বলেন, ‘সংবাদপত্রে প্রায়শই সরকারী ও বেসরকারী জমি দখল করে গৃহায়ন প্রকল্প বাস্তবায়নের খবর দেখা যায়। আপনাদের অবশ্যই এর বিরুদ্ধে সতর্ক থাকতে হবে। কারণ এ ধরনের কার্যক্রমে জনগণের মনে রিয়েল এস্টেট ও হাউজিং সেক্টর সম্পর্কে নেতিবাচক প্রভাব পড়ে।’ নিরাপদ বাড়ি জনগণের অন্যতম মৌলিক অধিকার উল্লেখ করে রাষ্ট্রপতি আবদুল হামিদ ঢাকা, চট্টগ্রাম ও সিলেটসহ দেশের বৃহত্তর অঞ্চলে ভূমিকম্পের ঝুঁকির বিষয়টি মাথায় রেখে গৃহায়ন সেক্টরে সর্বাধুনিক প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্বারোপ করেন। তিনি আরও বলেন, জনগণকে যে কোন ধরনের ঘটনা থেকে নিরাপদ রাখতে প্রতিটি বাড়ি ও ফ্লাটে অবশ্য পর্যাপ্ত অগ্নিনির্বাপণ যন্ত্রপাতি থাকতে হবে। অপরিকল্পিত নগরায়ন দেশে অনেক সমস্যার সৃষ্টি করে উল্লেখ করে তিনি বলেন, প্রত্যেককে অবশ্যই ভবন নির্মাণে বিল্ডিং কোড এবং অন্যান্য সরকারী নিয়ম-নীতি অনুসরণ করতে হবে। তিনি আরও বলেন, এ ব্যাপারে রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক), সিটি কর্পোরেশন ও সংশ্লিষ্ট অন্যান্য কর্তৃপক্ষের কঠোর তদারকি নিশ্চিত করতে হবে।
×