ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪, ৬ বৈশাখ ১৪৩১

ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকার আহ্বান আইনমন্ত্রীর

প্রকাশিত: ০৮:০৭, ৬ জানুয়ারি ২০১৭

ষড়যন্ত্রের বিরুদ্ধে  ঐক্যবদ্ধ থাকার আহ্বান আইনমন্ত্রীর

স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া ॥ আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী এ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, একটি মহল বাংলাদেশের সাফল্যকে ম্লান করে দিতে চায়। দেশের অব্যাহত উন্নয়ন ও অগ্রযাত্রায় ঈর্ষান্বিত হয়ে নানা ফন্দি ফিকির করছে। মহলটি দেশে ধ্বংসাত্মক কাজ করে সরকারকে ক্ষমতাচ্যুত করতে না পেরে বিদেশে ষড়যন্ত্র করছে। ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গণতন্ত্র দিবসে বৃহস্পতিবার উপজেলা পরিষদ মার্কেট চত্বরে বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। আনিসুল হক বলেন, মার্কিন নির্বাচনে হিলারিকে টাকা দিয়ে ড. ইউনূস অনেক নাচানাচি করেছেন। তারা ভেবেছিল হিলারি পাস করে তাদের ক্ষমতায় বসিয়ে দেবে। কিন্তু ট্রাম্প পাস করে নোবেল বিজয়ী ইউনূসকে বলেছেন, তুমি হিলারিকে নির্বাচনে কত টাকা দিয়েছে তা খতিয়ে দেখা হবে। তিনি আরও বলেন, যখন সারা বিশ্বে মুসলিম দেশগুলোতে নানা সমস্যা বিরাজমান তখন বাংলাদেশ উন্নয়নের রোল মডেল। মাথা পিছু এখন আয় ১৪৭৫ মার্কিন ডলার। দুদিন আগে সারা পৃথিবীর খবরের কাগজে প্রকাশিত হয়েছে বাংলাদেশের প্রবৃদ্ধির হার ৭.২ এ পৌঁছে গেছে। অপরদিকে বাংলাদেশে ব্যাংকে রিজার্ভ রয়েছে ৩২ বিলিয়ন ডলার। ফলে বেগম জিয়া এখন দিশেহারা। তারা জামায়াতকে নিয়ে আবারও ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাই আপনারা ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধ থাকুন। কসবা উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ আনিসুল হক ভূইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে সম্মানিত অতিথি ছিলেন ডাচ বাংলা ব্যাংক ফাউন্ডেশন লিমিটেডের চেয়ারম্যান সাহাবুদ্দিন আহমেদ।
×