ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

নতুন গবেষণা

প্রকাশিত: ০৬:১৫, ৬ জানুয়ারি ২০১৭

নতুন গবেষণা

মিথ্যা শনাক্ত করবে রোবট! চোখের নড়াচড়া শনাক্ত করে ঠিকই মিথ্যা ধরে ফেলবে বিশেষ প্রযুক্তির রোবট। ইতোমধ্যে পরীক্ষামূলকভাবে রোবটটির ব্যবহারও শুরু করেছে কানাডিয়ান বর্ডার সার্ভিস এজেন্সি। এই রোবটে ব্যবহার করা হয়েছে চোখের নড়াচড়া শনাক্তকরণ সফটওয়্যারসহ বেশ কিছু সেন্সর সুবিধা। এটি কাজে লাগিয়ে আগামী দিনে অপরাধীসহ সন্ত্রাসীদের সহজেই শনাক্ত করা সম্ভব হবে বলে আশা করা হচ্ছে। সূত্র : ডেইলি মিরর গাড়ির ড্যাশবোর্ডে স্কাইপ কোথাও ভ্রমণে বের হয়েছেন? আবার জরুরী মিটিংও করতে হবে তখনই। কি করবেন তখন? ভ্রমণের পাশাপাশি এবার গাড়িতে বসেই স্কাইপের মাধ্যমে সেরে ফেলা যাবে গুরুত্বপূর্ণ ব্যবসায়িক মিটিং। এ জন্য প্রয়োজন নেই বাড়তি কোন ডিভাইসের। গাড়ির ড্যাশবোর্ডে ক্লিক করেই স্কাইপ ব্যবহারের সুযোগ পাবেন ভলভো ৯০ সিরিজ গাড়ির আরোহীরা। সূত্র : সাইন্স ডেইলি
×