ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

জামিল উর রহমান

‘পারসোনালিটি ফলো করতে হবে’

প্রকাশিত: ০৬:০৯, ৬ জানুয়ারি ২০১৭

‘পারসোনালিটি  ফলো করতে হবে’

শপিং করেন কোথায়? -সাধারণত ব্যাংকক থেকে করি। আর যদি দেশে হয় তাহলে অবশ্যই বসুন্ধরা শপিং কমপ্লেক্স। শরীরের ফিটনেস ধরে রাখার জন্য কি করছেন? -আমি সচরাচর জিম করি না। তবে ফুড হ্যাবিট অবশ্যই কন্ট্রোল করি। কি খাবার খেতে পছন্দ করেন? -সকল প্রকার দেশী খাবারই ভাল লাগে। কোন ধরনের পোশাক পরতে স্বাচ্ছন্দ্যবোধ করেন? -আমি সবসময় ওয়েস্টার্ন পোশাক পরি। তাই এটাই পরতে ভাল লাগে। কোন ব্রান্ডের পারফিউম ব্যবহার করেন? -মাইকেল কস। আর সানগ্লাস? -রেইবন এন্ড পলিশটা ভাল লাগে। আর আমার হাতে সবসময় ব্রেসলেট থাকে। পরতে কখনও ভুল হয় না। কোন ব্রান্ডের ঘড়ি পরেন? -এটাও মাইকেল কস। তবে ফরম্যাল গেট আপে মেটাল ঘড়ি আর ক্যাজুয়াল থাকলে বেল্টের ঘড়ি পরি। কি ধরনের জুতা পরেন? -আমি সবসময় বুট পরি আর ক্লার্ক ব্র্যান্ডের টাই পরি। ঘুরতে কি পছন্দ করেন? -অনেক পছন্দ করি। অনেক ঘুরি। বলে শেষ করা যাবে না। বলতে পারেন ট্রাভেলিং আমার শখ। অবসর সময়ে কি করেন? -গান দেখি আর গান শুনি। বাংলাদেশে যত ধরনের গান আছে সবই দেখি এবং শুনি। কোনটাই বাদ যায় না। আপনার প্রিয় রং কি? -ব্লু। প্রিয় মানুষ? -আমার বাবা। গাড়ি কি নিজে ড্রাইভ করেন? - হ্যাঁ। নিজেই করি। আপনি কোন আইকনকে ফলো করেন? আইকন বলতে কি, আমার ভাল লাগে নোবেল ভাইকে। মানুষটার সবকিছু কেন জানি আমাকে টানে। তবে বিশেষভাবে ফলো করা হয় না কাউকে। শীতে ফ্যাশনকে কিভাবে দেখছেন? -যেটা নিজের সাথে মানায়, আর ভাল লাগে সেটাই আমার ফ্যাশন। সেটাই পরব। তা বছরের যে কোন সময়ে হতে পারে। ভবিষ্যতে নিজেকে কোথায় দেখতে চান? -আমার স্বপ্ন একটাই সেটা হলো বাংলাদেশের মিউজিক ভিডিও ইন্ডাট্রিকে শুধু দেশে নয়, পুরো বিশ্বের সামনে তুলে ধরা। আগে সেরকম ভিডিও তৈরি হতো না আর মানুষও দেখতো না। কিন্তু সময় বদলিয়েছে। তাই ইচ্ছা আছে এইটাকেÑ অনেক দূর নিয়ে যাবার। নতুন মডেলদের জন্য কি বলবেন? - অনেক কঠিন প্রশ্ন। আসলে কি একদিন দু’দিনে আর ফেসবুকে লাইক পেলেই মডেল হওয়া যায় না। মডেল হতে হলে উত্তম মানুষ হতে হবে। যারা সিনিয়র আর্টিস্ট আছেন তাদের পারসোনালিটি ফলো করতে হবে। শ্রদ্ধা করতে হবে। এসব ছাড়া আসলে মডেল হওয়া যেমন যায় না তেমনি ভাল মানুষও হওয়া যায় না। মানে শ্রদ্ধা বোধের জায়গায় অটল থাকতে হবে। অল্পতেই হিট হয়ে গেলাম আর সবাইকে ভুলে গেলাম এমনটা করা উচিত না।
×