ঢাকা, বাংলাদেশ   শনিবার ২০ এপ্রিল ২০২৪, ৭ বৈশাখ ১৪৩১

গাজীপুরে ট্রাক খাদে চালক ও তিন শ্রমিক নিহত, অন্যত্র ৮

প্রকাশিত: ০৫:৩৭, ৬ জানুয়ারি ২০১৭

গাজীপুরে ট্রাক খাদে চালক ও তিন শ্রমিক নিহত, অন্যত্র ৮

জনকণ্ঠ ডেস্ক ॥ দেশের বিভিন্নস্থানে সড়ক দুর্ঘটনায় ১২ জন নিহত এবং কমপক্ষে ১৫ জন আহত হয়েছেন। এর মধ্যে গাজীপুরে ট্রাকচালক ও তিন শ্রমিক, পাবনার ঈশ্বরদীতে দুই সবজি ব্যবসায়ী, মৌলভীবাজারে দুই সিএনজি যাত্রী, জয়পুরহাটে প্রতিবন্ধী, ফরিদপুর ও চাঁপাইনবাবগঞ্জে মোটরসাইকেল চালক এবং কিশোরগঞ্জের ভৈরবে এক অটোরিক্সা যাত্রী নিহত হন। বুধবার ও বৃহস্পতিবার পৃথক দুর্ঘটনায় এসব হতাহতের ঘটনা ঘটে। খবর স্টাফ রিপোর্টার, নিজস্ব সংবাদদাতা ও সংবাদদাতাদের পাঠানো। গাজীপুরের কালিয়াকৈরের মৌচাক এলাকায় ইট নামিয়ে একটি ট্রাক বৃহস্পতিবার ভোরে বাঘিয়া এলাকার করম মোল্লা ইটভাঁটিতে ফিরছিল। পথে ট্রাকটি গাজীপুর কর্পোরেশনের কোনাবড়ির বাঘিয়া এলাকায় পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। এতে ট্রাকটি সড়কের পাশে গভীর খাদের পানিতে পড়ে যায়। এতে ঘটনাস্থলেই ট্রাকের তিন শ্রমিক নিহত এবং চালক গুরুতর আহত হন। এ সময় অপর এক শ্রমিক সাঁতরে ওপরে উঠে আসেন। স্থানীয়রা আহত ট্রাকচালককে উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। পরে স্থানীয়রা নিহত তিন শ্রমিকের লাশ উদ্ধার করে করম মোল্লার ইটভাঁটিতে নিয়ে যায়। দুর্ঘটনায় নিহতরা হলেন গাজীপুরের বাঘিয়া এলাকার আলেক মিয়ার ছেলে ট্রাকচালক সোহেল মিয়া (২৯), ট্রাকের শ্রমিক রংপুরের বদরগঞ্জ থানার ব্যাংডুবি এলাকার হরেশ চন্দ্র রায়ের ছেলে সুজন রায় (২৩), অনীল রায়ের ছেলে দিলীপ রায় (২২) ও রাখাল রায়ের ছেলে কাজল রায় (২৪)। ঈশ্বরদী ॥ বুধবার সন্ধ্যার আগে কুষ্টিয়া থেকে ঢাকা যাওয়ার পথে কপিভর্তি একটি ট্রাক পাকশী বাইপাস রোডের জয়নগর মোড়ে বিপরীত দিক থেকে আসা একটি ট্রলিকে ধাক্কা দেয়। এতে হাসান, বিশু মালিথা, বড় আল আমিন ও ছোট আল আমিন আহত হন। ঘটনার পরই দুই আল আমিনকে ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় রাত ১১টায় কুষ্টিয়ার খালিশপুরের রেজাউল করিমের ছেলে আল আমিন (২২) ও মৃত আইজুদ্দিনের ছেলে আল আমিনের (৪৫) মৃত্যু হয়। মৌলভীবাজার ॥ রাজনগরের মসুরিয়া এলাকায় অটোরিক্সা ও পিকআপ ভ্যানের মধ্যে সংঘর্ষে কামারচাক এলাকার আব্দুর রহমানের পুত্র এরশাদ (২৮) ও আব্দুর রহিমের পুত্র ছালাম মিয়া (৩৩) নিহত হন। এ ঘটনায় আহত হন আরও পাঁচজন। আহতদের উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়। নিহতদের লাশ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। জয়পুরহাট ॥ বৃহস্পতিবার দুপুরে জয়পুরহাট থেকে আক্কেলপুরে যাওয়ার পথে নতুনহাট এলাকায় যাত্রীবাহী জনক-জননী পরিবহন প্রতিবন্ধী তবিবর রহমানকে (৫৫) চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনার পর এলাকাবাসী বাস ও চালক আব্দুস সালামকে আটক করে। চাঁপাইনবাবগঞ্জ ॥ বুধবার রাত পৌনে আটটার দিকে মোটরসাইকেলে আলকেস ও রমজান চাঁপাইনবাবগঞ্জ শহরের দিকে আসছিলেন। পথে শেখ হাসিনা সেতুর ওপর চরবাগাঙ্গাগামী একটি ট্রাক্টর তাদের চাপা দিয়ে চলে যায়। পরে আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাদের উদ্ধার করে চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আলকেসকে মৃত ঘোষণা করেন। গুরুতর আহত অবস্থায় রমজানকে সদর হাসপাতালে ভর্তি করা হয়। বোয়ালমারী ॥ বৃহস্পতিবার সকাল সাড়ে দশটার দিকে মোঃ সাহেব আলী মল্লিক (৪৫) মোটরসাইকেলে চিতার বাজারে আসছিলেন। পথে চিতার বাজার থেকে ছেড়ে আসা ফরিদপুরগামী মিনিবাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ভৈরব ॥ বৃহস্পতিবার সকাল নয়টার দিকে ভৈরব স্টেডিয়ামের সামনে পিকআপ ভ্যান ও অটোরিক্সার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত এবং ছয়জন আহত হয়েছেন। দুর্ঘটনায় অটোরিক্সাটিতে আগুন ধরে গেলে সেটি পুড়ে যায়। নিহত অটোরিক্সার যাত্রী রাব্বীর (২০) বাড়ি শিবপুরের পানাউল্লাহরচর এলাকায়। মাগুরা ॥ বৃহস্পতিবার সকালে সদর উপজেলার বেড় আকসি গ্রামে ঘনকুয়াশার মধ্যে ইট বোঝাই ট্রাক একটি ইজিবাইককে চাপা দিলে চারজন আহত হয়। তাদের মাগুরা সদর আধুনিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। ‘আহাজারিÑ কাকে নিয়া বাঁচি থাকমো’ ॥ সংবাদদাতা, বদরগঞ্জ, রংপুর থেকে জানান, গাজীপুরে ট্রাক খাদে পড়ে নিহত তিন শ্রমিকের বাড়িতে চলছে মাতম। বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জের ব্যাংডুবি গ্রামে গিয়ে দেখা যায়, নিহত তিনজনের স্বজনদের মাঝে চলছে আহাজারি। একই গ্রামের তিন যুবকের মৃত্যুর ঘটনায় শোকের ছায়া নেমে এসেছে গোটা এলাকায়। নিহত সুজনের মা শোভা রানী বিলাপ করতে করতে বলেন, ‘অভাবের তাড়নায় কাজ কইরবার যায়া, মোর একমাত্র ছইলটা মরি গেল। এখন কাকে নিয়া বাঁচি থাকমো।’ একই অবস্থা দেখা যায় নিহত দিলীপ ও কাজলের বাড়িতেও। উপার্জনক্ষম সন্তান হারিয়ে স্বজনরা আর্তনাদ করছেন। দামোদরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আজিজুল ইসলাম বলেন, নিহতদের পরিবারের অনুরোধে ময়নাতদন্ত ছাড়াই লাশ নিয়ে আসা হচ্ছে। লাশের সৎকারের পর প্রয়োজনে আইনগত ব্যবস্থা নেয়া হবে। ঘটনাটি অবগত হওয়ার কথা স্বীকার করেছেন বদরগঞ্জ থানার ওসি আখতারুজ্জামান প্রধান। এদিকে গতকাল বৃহস্পতিবার বিকেলে বদরগঞ্জের ব্যাংডুবি গ্রামে গিয়ে দেখা যায়, নিহত তিন পরিবারে স্বজনদের মাঝে চলছে আহাজারি। একই গ্রামে তিন যুবকের মৃত্যুর ঘটনায় শোকের মাতম চলছে গোটা এলাকায়। এ সময় নিহত সুজনের মা শোভা রানী বলেন, বাবা অভাবের তাড়নায় কাজ কইরবার যায়া মোর একমাত্র ছইলটা মরি গেল। এখন হামরা কাকে নিয়া বাঁচি থাকমো। একই অবস্থা দেখা যায় নিহত দিলীপ ও কাজলের বাড়িতেও। সন্তান হারিয়ে পরিবারগুলোতে স্বজনরা আর্তনাদ করছে।
×