ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৮ মার্চ ২০২৪, ১৪ চৈত্র ১৪৩০

সংস্কৃতি সংবাদ

বিশেষ সাত শিশুর চিত্রকর্ম প্রদর্শনী ‘ব্রাশ অব হোপ’

প্রকাশিত: ০৫:৩৬, ৬ জানুয়ারি ২০১৭

বিশেষ সাত শিশুর চিত্রকর্ম প্রদর্শনী ‘ব্রাশ অব হোপ’

স্টাফ রিপোর্টার ॥ সুযোগ পেলে প্রতিটি শিশুই ঘটাতে পারে আপন মেধার প্রকাশ। মানসিকসহ নানা প্রতিবন্ধকতা পেরুনো তেমনি বিশেষ সাত শিশুর আঁকা ছবি নিয়ে রাজধানীর খিলক্ষেতের লা মেরিডিয়ান হোটেলের লবিতে শুরু হলো তিন দিনের বিশেষ চিত্রকর্ম প্রদর্শনী ‘ব্রাশ অব হোপ’। শিশুদের চিত্রকর্মে ফুটে উঠেছে আবহমান বাংলার গ্রামীণ জীবন। পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টার ও হোটেল লা মেরিডিয়ান ঢাকার যৌথ উদ্যোগে এই প্রদর্শনীর আয়োজন করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে ব্যতিক্রমী এই প্রদর্শনীর উদ্বোধন করেন বাংলাদেশে নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেইক। এ সময় উপস্থিত ছিলেনÑসাংস্কৃতিক ব্যক্তিত্ব রামেন্দু মজুমদার, লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার অশওয়ানী নায়ার, পিএফডিএ ভোকেশনাল ট্রেনিং সেন্টারের নির্বাহী পরিচালক সাজিদা রহমান ড্যানি। প্রদর্শনীতে অংশ নেয়া সাত শিশু হলোÑরাদিফ আহসান চৌধুরী আরিয়ান, মেহেদী হাসান, রাহেব রহমান, সাফওয়ানুল আমিন সাফওয়ান, ইসাবা হাফিজ সুশমী, শাহরিয়ার মাহমুদ ও ফয়লা আহমেদ। এদের মধ্যে কেউ অটিজম, ডাউন্স সিনড্রোম, সেরিব্রাল পালসি, বুদ্ধি প্রতিবন্ধী। এসব শিশুর আঁকা ৪০টি চিত্রকর্ম দিয়ে সাজানো হয়েছে এ প্রদর্শনী। শিশুরা তাদের ক্যানভাসে তুলে ধরেছে পল্লীবধূ, শান্তির প্রতীক সাদা পায়রা, ভালবাসার প্রতীক লাল গোলাপ, পাল তোলা নৌকা, বাংলার বাউল, স্বাধীন দেশে স্বাধীনতা পতাকাসহ নানা বিষয়। ব্রিটিশ হাইকমিশনার এ্যালিসন ব্লেইক প্রদর্শনীর আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, আমি এখানে উপস্থিত থেকে সত্যিই অনেক সম্মানিত বোধ করছি । এই বাচ্চারা সত্যিই অনেক প্রতিভাবান এবং তুলির মাধ্যমে তারা যা করে দেখিয়েছে তাতে আমি সত্যিই বিস্মিত। সূচনা বক্তব্যে লা মেরিডিয়ান ঢাকার জেনারেল ম্যানেজার, অশওয়ানী নায়ার বলেন, পিএফডিএ-ভিটিসির সঙ্গে এই প্রদর্শনী আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের ব্র্যান্ডের প্রতিশ্রুতি অনুসারে এই ধরনের আরও কর্মসূচী আমরা আয়োজন করতে আগ্রহী। সকলের মতো এই শিশুদেরও কিছু বিশেষত্ব রয়েছে যা তারা তুলির মাধ্যমে তুলে ধরেছে। এই চিত্র প্রর্দশনী উন্মুক্ত থাকবে সকলের জন্য আগামী ৭ জানুয়ারি পর্যন্ত। প্রদর্শনীতে আগত দর্শনার্থীরা চাইলে প্রদর্শিত ছবি কিনতে পারবেন। আর ছবি বিক্রি থেকে অর্জিত অর্থ পিএফডিএ-ভিটিসির ভিন্নভাবে সক্ষম শিশুদের উন্নয়ন ফান্ডে জমা হবে। শওকত ওসমানের জন্মশতবর্ষে বাঁধ নাটকের মঞ্চায়ন ॥ গত সোমবার ছিল স্বদেশ ও সম্প্রীতির কথা বলা কথাশিল্পী শওকত ওসমানের শততম জন্মবার্ষিকী। নানা আয়োজনে উদ্্যাপিত হচ্ছে বাংলা সাহিত্যের অন্যতম প্রধান এই কথাসাহিত্যিকের জন্মশতবর্ষ। সেই ধারাবাহিকতায় বৃহস্পতিবার শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার মূল মঞ্চে মঞ্চস্থ হলো তার রচিত গল্প অবলম্বনে নির্মিত নাটক বাঁধ। এদিন সন্ধ্যায় শিল্পকলা একাডেমি আয়োজিত শওকত ওসমানের জন্মশতবর্ষের আয়োজনে পরিবেশিত হয় নাটকটি। শিল্পকলা একাডেমি প্রযোজিত প্রযোজনাটির নাট্যরূপ ও নির্দেশনা দিয়েছেন মোহাম্মদ বারী। নাটকের গল্পে দেখা যায়, প্রবল বন্যায় ভেসে যায় নিয়ামতনগর নামের একটি গ্রাম। এ অবস্থায় চিরপ্রতিদ্বন্দ্বী উত্তরপাড়া ও দক্ষিণপাড়ার মানুষ আশ্রয় নেয় সরু এক বাঁধে। সে বাঁধেও শুরু হয় ভাঙন, ফাটল। এর মাঝেই একই সঙ্গে চলতে থাকে পাড়ায় পাড়ায় সহমর্মিতা-সহযোগিতা এবং রেষারেষি ও লড়াই। পুনর্জাগরণের প্রত্যাশায় আশাবাদী ফজল, দুঃসাহসী ও স্পষ্টভাষী ময়না, বিজ্ঞ ও বিচক্ষণ মাতবর চাচার সংগ্রামের ভেতরে উঠে আসে সঙ্কটাপন্ন এক জাতির প্রতিচ্ছবি, যে জাতি একতাবদ্ধ হয়ে ভেঙেপড়া বাঁধটি পুনর্নির্মাণে প্রতিজ্ঞাবদ্ধ হয়। শিল্পকলার প্রযোজনায় নাটকটিতে বিভিন্ন দলের নাট্যকর্মীরা অভিনয় করেছেন। মঞ্চ ও প্রকাশনা ডিজাইন করেছেন শাহীনুর রহমান। বাকার বকুলের কোরিওগ্রাফিতে সংগীত পরিকল্পনা করেছেন রিফাত আহমেদ। অম্লান বিশ্বাসের আলোক পরিকল্পনায় পোশাক পরিকল্পনা করেছেন এনাম তারা। নাট্য প্রদর্শনীর আগে ছিল শওকত ওসমানকে নিবেদিত আলোচনা ও কবিতা পাঠ এবং তার প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ পর্ব। আলোক-উদ্ভাসিত কথাসাহিত্যিকের জন্মশতবর্ষের আলোচনায় প্রধান অতিথি ছিলেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর। বিশেষ অতিথি ছিলেন বিজ্ঞান ও তথ্যপ্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। শিল্পকলা একাডেমির মহাপরিচালক লিয়াকত আলী লাকীর সভাপতিত্বে এছাড়া আলোচনায় অংশ নেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষ, মুক্তিযুদ্ধ একাডেমির চেয়ারম্যান ড. আবুল আজাদ ও বাংলাদেশ টেলিভিশনের পরিচালক (বার্তা) কবি নাসির আহমেদ। ইঙাল আঁধার পালা নাটকের মঞ্চায়ন ॥ আবারও ঢাকার মঞ্চে নাটক উপস্থাপন করল মৌলভীবাজারের কমলগঞ্জের নাট্যদল মণিপুরি থিয়েটার। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার স্টুডিও থিয়েটার হলে মঞ্চস্থ হলো দলটির আলোচিত প্রযোজনা ‘ইঙাল আঁধার পালা’। একজন মণিপুরি মৃদঙ্গ বাদকের করুণ কাহিনীকে উপজীব্য করে নাটকটি রচনার পাশাপাশি নির্দেশনা দিয়েছেন শুভাশিস সিনহা। এটি একই সঙ্গে বাংলা ও মণিপুরি বিষ্ণুপ্রিয়া ভাষায় মণিপুরি থিয়েটারের একমাত্র দ্বিভাষিক নাটক। প্রযোজনাটি প্রসঙ্গে নাটকের নিদের্শক শুভাশিস সিনহা বলেন, বছরের শুরুতেই ঢাকাবাসীর জন্য মণিপুরি থিয়েটারের শিল্পের সন্দেশ। জাহাঙ্গীরনগর থিয়েটার আয়োজিত নাট্যপার্বণে শুক্রবার সন্ধ্যায় জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে পরিবেশিত হবে এই প্রযোজনাটি। নাটকের বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জ্যোতি সিনহা, স্মৃতি সিনহা, উজ্জল সিংহ, সুনীল সিংহ, সুশান্ত সিংহ, অরুণা সিনহা, বিধান সিংহ, শ্যামলী সিনহা, দিপু সিংহ ও সমরজিৎ সিংহ। সঙ্গীত পরিচালনা করেছেন শর্মিলা সিনহা। প্রকাশিত হলো সজীবের অডিও এ্যালবাম ‘মালহার’ ॥ প্রকাশিত হলো সঙ্গীতশিল্পী তানভীর আলম সজীবের পঞ্চম একক অডিও এ্যালবাম ‘মালহার’। সঙ্গীত সংকলনটির গানের কথা লিখেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সিনিয়র সচিব হেদায়েতুল্লা আল মামুন। বৃহস্পতিবার সন্ধ্যায় শিল্পকলা একাডেমির সঙ্গীত ও নৃত্যকলা মিলনায়তনে এ্যালবামটির প্রকাশনা উৎসব অনুষ্ঠিত হয়। এ্যালবামটি প্রকাশ করেছে জি-সিরিজের অঙ্গ প্রতিষ্ঠান অগ্নিবীণা। প্রধান অতিথি হিসেবে এ্যালবামটির মোড়ক উন্মোচন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী স্থপতি ইয়াফেস ওসমান। অর্চার্ড পয়েন্টে মাসব্যাপী পিঠা উৎসব ॥ রাজধানীর ধানম-ির অর্চার্ড পয়েন্ট শপিংমলে আজ শুক্রবার থেকে শুরু হচ্ছে মাসব্যাপী পিঠা উৎসব। ভাপা-চিতই, দুধপুলি, পাটিসাপটাসহ বৈচিত্র্যময় পিঠার স্টল থাকবে মার্কেটের প্রতিটি ফ্লোরে। প্রতিদিন বেলা ৩টা থেকে রাত ৯টা পর্যন্ত চলবে এই পিঠা উৎসব। উৎসব উপলক্ষে ক্রেতাদের জন্য পণ্য ক্রয়ে থাকবে বিশেষ মূল্যছাড়। উৎসবটির আয়োজন করেছে অর্চার্ড পয়েন্ট মার্কেটের ব্যবসায়ীবৃন্দ।
×