ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ১৮ এপ্রিল ২০২৪, ৫ বৈশাখ ১৪৩১

ইন্টারনেটে ধীরগতি থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত

প্রকাশিত: ০৫:৩৬, ৬ জানুয়ারি ২০১৭

ইন্টারনেটে ধীরগতি থাকবে ২০ জানুয়ারি পর্যন্ত

ইন্টারনেটে ধীরগতি থাকবে আগামী দুই সপ্তাহ। এর আগে ইন্টারনেটের গতি স্বাভাবিক হবে না বলে জানিয়েছে ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার্স এ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি)। বৃহস্পতিবার আইএসপিএবির এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামী ২০ জানুয়ারি পর্যন্ত বাংলাদেশের ইন্টারনেট ধীরগতির থাকবে। আইটিসি (ইন্টারন্যাশনাল টেরেস্ট্রিয়াল কেবল) নির্ভর ব্যান্ডউইথের চাহিদা বেড়ে যাওয়া ও সেই চাহিদা মেটাতে না পারার কারণে ইন্টারনেটে গতির সমস্যা হচ্ছে। এছাড়া আইটিসি কেবলের আমদানি পয়েন্টে সমস্যা হওয়ায় দেশে ঠিকমতো ব্যান্ডউইথ সরবরাহ ব্যর্থ হচ্ছে বলেও সমস্যা কাটতে সময় লাগছে। সম্প্রতি দেশে দৈনিক ইন্টারনেট ব্যবহারের পরিমাণ ৪শ’ গিগা অতিক্রম করেছে। এর মধ্যে ১২০ গিগা বিএসসিসিএল (বাংলাদেশ সাবমেরিন কেবল কোম্পানি লিমিটেড) এবং ২৮০ গিগা ব্যান্ডউইথ আইটিসির মাধ্যমে ভারত থেকে আসে। সরবরাহ করে টাটা কমিউনিকেশন ও ভারতী এয়ারটেল। বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, ভারত আইটুআই নামের একটি সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে যুক্ত। চেন্নাইয়ের সমুদ্রতীর থেকে ৪০ কিলোমিটার দূরে কেবলটি ঝড়ের কবলে কাটা পড়ায় গত বছরের ১৩ ডিসেম্বর রাত ২টা থেকে তা অকেজো হয়ে যায়। টাটা ইনডিকম কেবল নামে আরও একটি সাবমেরিন কেবলের মাধ্যমে সিঙ্গাপুরের সঙ্গে ভারত যুক্ত রয়েছে। ৩ হাজার ১৭৫ কিলোমিটার দীর্ঘ এ কেবলটি ভারতের চেন্নাই ও সিঙ্গাপুরের চাঙ্গি এলাকার মধ্যে সংযোগ স্থাপন করেছে। বুধবার রাত ১টা থেকে এ কেবলটিও অকেজো হয়ে পড়ে। এছাড়া ইন্ডিয়া-মধ্যপ্রাচ্য-পশ্চিম ইউরোপ আরেকটি ফাইবার অপটিক কেবল দিয়ে ভারত ও মধ্যপ্রাচ্যের মধ্য দিয়ে ইউরোপের সঙ্গে যুক্ত। এই কেবলটিও এখন অকেজো। ফলে বাংলাদেশের ইন্টারনেট ব্যবহারকারীরা ইন্টারনেটের ধীরগতির সম্মুখীন হচ্ছেন। এই কেবলটি এ সপ্তাহের মধ্যে ঠিক হয়ে যাবে। তবে সব কেবল ঠিক হতে ২০ জানুয়ারি পর্যন্ত সময় লাগতে পারে।
×