ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৯ মার্চ ২০২৪, ১৫ চৈত্র ১৪৩০

গুলশান মার্কেটে আগুনে ১৫ হাজার বেকার

প্রকাশিত: ০৫:২৮, ৬ জানুয়ারি ২০১৭

গুলশান মার্কেটে আগুনে ১৫ হাজার বেকার

গাফফার খান চৌধুরী ॥ ঢাকার অভিজাত এলাকা গুলশানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন মার্কেটে ভয়াবহ অগ্নিকা-ে বেকার হয়ে পড়েছেন অন্তত ১৫ হাজার মানুষ। তাদের আহাজারি সবকিছু যেন ছাপিয়ে যাচ্ছিল। অনেকেই ক্ষয়ক্ষতির কথা বলেই বিলাপ করে কাঁদছিলেন। তিনটি মার্কেট আদৌ চালু হবে কি-না সে বিষয়ে সিটি কর্পোরেশনের তরফ থেকে কোন কিছুই জানানো হয়নি। সিটি কর্পোরেশন কয়েকটি বুলডোজার দিয়ে অগ্নিকা-ে ধসেপড়া ভবন সরানোর কাজ করছে। বৃহস্পতিবার বিকেল পর্যন্তও ভবন থেকে ধোঁয়া বেরচ্ছিল। ফায়ার সার্ভিস বলছে, ভেতরে আগুন থাকায় ধোঁয়া বেরচ্ছে। তবে আগুন ছড়াতে পারবে না। ব্যবসায়ীরা অগ্নিকা-ের ঘটনাটি নাশকতা বলে বার বারই দাবি করছেন। ঘটনাস্থল পরিদর্শন করে সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অনুরোধ করেন। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা সুদমুক্ত ঋণ দাবি করেছেন। বৃহস্পতিবারও ধসেপড়া ভবনটি থেকে ধোঁয়া বের হচ্ছিল। সেখানে ফায়ার সার্ভিসের কর্মীরা আগুন নেভাচ্ছিলেন। আগুন নেভানো ও ধসেপড়া ভবন সরানোর কাজ চলছে একসঙ্গে। ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের কয়েকটি বুলডোজার দিয়ে ধসেপড়া ভবনের দেয়াল, ইট, সিমেন্ট, রড, ভেঙ্গে চুরমার হওয়া দোকানপাটের মালামাল সরানো হচ্ছে। ফায়ার সার্ভিস বলছে, ভবনটি ধসে পড়ার কারণে ভাঁজে ভাঁজে আগুন রয়েছে। সে আগুনই হালকা হালকাভাবে জ্বলছে। তাই ধোঁয়া বেরুচ্ছে। তবে সেই আগুন ছড়িয়ে পড়ার কোন আশঙ্কা নেই। কারণ প্রচুর পানি দেয়া হচ্ছে। পুরো ভবনটি সরাতে কত দিন সময় লাগবে তা নিশ্চিত করতে বলতে পারেনি সিটি কর্পোরেশন কর্তৃপক্ষ। তবে যথেষ্ট সময় লাগবে বলে জানিয়েছেন বুলডোজারের চালকরা। তারা বলছিলেন, অনেক জায়গায়ই ভবনের আস্ত দেয়াল ধসে পড়েছে। আস্ত দেয়াল সরানো সম্ভব নয়। প্রথমে দেয়ালগুলো কঁাঁটতে হবে। এরপর ছোট ছোট টুকরো করার পর তা সরাতে হবে। যথেষ্ট সময় সাপেক্ষ বিষয়। এদিকে অগ্নিকা-ে মার্কেট তিনটির সঙ্গে যুক্ত থাকাদের মধ্যে অন্তত ১৫ হাজার মানুষ বেকার হয়ে গেছেন বলে দাবি করেছেন একাধিক দোকানের মালিক ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী হাজী মোহাম্মদ জাফর সরদার। তিনি বলছেন, মার্কেটের শতকরা প্রায় ৭০ ভাগ দোকানই ভাড়ায় চলছিল। এসব দোকান নানা জনে ভাড়া নিয়ে চালাচ্ছিল। যারা মূল দোকানের মালিক তারা যতটা ক্ষতিগ্রস্ত হয়েছেন, তার চেয়ে অনেক বেশি ক্ষতিগ্রস্ত হয়েছেন ভাড়া নিয়ে যারা ব্যবসা করছিলেন তারা। কাঁচাবাজার, সুপার মার্কেট ও পাকা মার্কেটের সঙ্গে অন্তত ১৫ হাজার লোক জড়িত। এর মধ্যে যারা দোকানের পজিশন কিনে ভাড়া দিয়েছেন, তাদের তেমন কোন অসুবিধা হবে না। তারা মাসিক ভাড়া থেকে বঞ্চিত হবেন। যারা দোকান কিনে ব্যবসা করছেন আর যারা ভাড়া নিয়ে ব্যবসা করছেন তারা একেবারে পথে বসে গেছেন। এমন লোকের সংখ্যা অন্তত পনেরো হাজার। এই পনেরো হাজার মানুষের সঙ্গে তাদের পরিবারও রয়েছে। এজন্য মানবিক দিক বিবেচনা করে তিনি এক্ষেত্রে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। বৃহস্পতিবার মার্কেটের সামনে অনেক ব্যবসায়ীকে টাকার অভাবে দোকান থেকে উদ্ধার করা মালামাল সস্তায় দাম হেঁকে বিক্রি করতে দেখা গেছে। একজন খেলনা বিক্রেতা বলছিলেন, এছাড়া আর কোন উপায় নেই। হাজার টাকার খেলনা মাত্র দুই থেকে তিনশ’ টাকায় বিক্রি করতে দেখা গেছে। এমন হস্তক্ষেপ কামনা করেছেন সাবেক রাষ্ট্রপতি এইচএম এরশাদ। তিনি ঘটনাস্থল পরিদর্শন করে মানবিক কারণে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ানোর জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ জানান। বুধবার ঘটনাস্থল পরিদর্শন করেন সরকারী হিসাব সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর বলেন, সরকারের পক্ষ থেকে ক্ষতিগ্রস্তদের সহায়তা দেয়া হবে। সরকার, ত্রাণ ও পুনর্বাসন মন্ত্রণালয়, সিটি কর্পোরেশনসহ সবাই ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়াবে। ক্ষতিগ্রস্ত দোকান মালিকদের জন্য তার মালিকানাধীন ফার্মার্স ব্যাংক সহজ শর্তে ঋণ দিতে রাজি আছে। তবে ব্যবসায়ীরা সুদমুক্ত ঋণ দাবি করেছেন। এর আগে মঙ্গলবার ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের মেয়র আনিসুল হক ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, বৈদ্যুতিক গোলযোগ থেকে আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। যদিও ইতোপূর্বে মার্কেটের নিরাপত্তা কর্মী ও স্থানীয়রাও এমনটাই জানিয়েছেন। গত ২ জানুয়ারি সোমবার রাত দুইটার দিকে গুলশান-১ নম্বরে অবস্থিত ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের অধীন কাঁচাবাজারে আগুন লাগে। পরে আগুন ছড়িয়ে পড়ে উত্তর সিটি কর্পোরেশনের পাশেই থাকা দু’তলা পাকা মার্কেটে। আগুনে সাড়ে তিন তলা ভবনের নিচ তলার কাঁচাবাজার, দ্বিতীয় তলা থেকে উপরের দিকে থাকা সুপার মার্কেট ও পাশের পাকা মার্কেটের পাঁচ শতাধিক দোকান পুড়ে যায়। এতে ক্ষতি হয় হাজার কোটি টাকা। রাত চারটার দিকে সাড়ে তিনতলা মার্কেটটি পুরোপুরি ধসে পড়ে। এ সময় আগুন ছড়িয়ে পড়ে। যা নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। আগুনে সবমিলিয়ে পাঁচ শতাধিক দোকান পুরোপুরি ভস্মীভূত হয়। বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে ফায়ার সার্ভিস প্রাথমিকভাবে আগুন নেভানো প্রায় শেষ হয়েছে বলে ঘোষণা দেয়। যদিও ফায়ার সার্ভিস ভবনের ভেতরে পানি দেয়া অব্যাহত রেখেছে। ফায়ার সার্ভিস বলছে, ভবনের ভাঁজে ভাঁজে যৎসামান্য আগুন থাকতে পারে। তবে তা ছড়াতে পারবে না। কাঁচাবাজার ব্যবসায়ী সমবায় সমিতির চেয়ারম্যান শের মোহাম্মদের অভিযোগ, ১৯৮৩ সালে এরশাদ সরকারের আমলে দুর্বলভাবে ভবনটি তৈরি করা হয়। দুর্বল অবকাঠামো আর গান পাউডার দিয়ে আগুন দেয়ার কারণে ভবনটি দ্রুত ধসে পড়েছে। এটি পরিকল্পিত নাশকতা। এমন নাশকতার সঙ্গে ঢাকা সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তা ও মেট্রো ডেভেলপার কোম্পানি জড়িত। জায়গাটিতে বহুতল ভবন করার অনুমতি পেয়েও মামলা থাকায় কাজ করতে পারছিল না মেট্রো গ্রুপ। এতে ক্ষিপ্ত হয়ে সিটি কর্পোরেশনের কতিপয় কর্মকর্তা-কর্মচারী ও মেট্রো গ্রুপ যোগসাজশ করে এমন ঘটনা ঘটিয়েছে। ফায়ার সার্ভিস বলছে, কাঁচাবাজারের ভবন অত্যন্ত দুর্বল ছিল। আগুন লেগে ভবনটির সবকিছু দুর্বল হয়ে পড়ে। তাতে পানি দেয়ার পর ভবন ধসে পড়তে থাকে। এক পর্যায়ে ভবনটি পুরোপুরি ধসে পড়ে।
×