ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

নাসিক মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন আইভী

প্রকাশিত: ০৫:২৬, ৬ জানুয়ারি ২০১৭

নাসিক মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে শপথ নিলেন আইভী

স্টাফ রিপোর্টার ॥ নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের (নাসিক) মেয়র হিসেবে দ্বিতীয় মেয়াদে দায়িত্ব পালনের জন্য শপথ নিয়েছেন সেলিনা হায়াত আইভী। তিনি ২২ ডিসেম্বরের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে জয়লাভ করেন। বৃহস্পতিবার সকাল দশটা ২০ মিনিটে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর কার্যালয়ের শাপলা মিলনায়তনে নারায়ণগঞ্জের নবনির্বাচিত মেয়রকে শপথ বাক্য পাঠ করান। এছাড়াও এ সিটির নির্বাচিত কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের শপথ করান পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেন। শপথ নেয়া মেয়র ও কাউন্সিলররা আগামী ৫ বছর দায়িত্ব পালন করবেন। গত ২২ ডিসেম্বর প্রথমবারের মতো দলীয় ভিত্তিতে অনুষ্ঠিত হয় নাসিক নির্বাচন। এতে আওয়ামী লীগের নৌকা মার্কা প্রতীকে অংশ নিয়ে মেয়র হিসেবে দ্বিতীয়বারের মতো নির্বাচিত হন সেলিনা হায়াত আইভী। এ সিটিতে ২০১১ সালে প্রথমবারের মতো নির্বাচনেও তিনি জয়লাভ করেন এবং ৫ বছর মেয়াদের দায়িত্ব পালন করেন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে গত ২৮ ডিসেম্বর এ সিটিতে নির্বাচিত মেয়র কাউন্সিলর ও সংরক্ষিত কাউন্সিলরদের নাম-ঠিকানাসহ গেজেট প্রকাশ করে। মেয়র হিসেবে শপথ গ্রহণের পর আইভী সাংবাদিকদের বলেন, নারায়ণগঞ্জকে তিনি ‘গ্রিন ও ক্লিন সিটি’ হিসেবে গড়ে তুলতে চান। যেখানে বজায় থাকবে শান্তি। প্রধানমন্ত্রীর নির্দেশনা অনুযায়ীই তিনি কাজ করবেন উল্লেখ করেন। শপথ অনুষ্ঠানে তার পরনে ছিল কলাপাতা রঙের জামদানি শাড়ি। শপথ বাক্য পড়ার পর পাশে দাঁড়ানো প্রধানমন্ত্রী আলিঙ্গন করেন। শপথ শেষে নতুন মেয়র ও কাউন্সিলরদের নিয়ে ফটো সেশনে অংশ নেন প্রধানমন্ত্রী। শপথ অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসন মন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের এবং বেসামরিক বিমান চলাচল ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। এছাড়া অনুষ্ঠানে আওয়ামী লীগ নেতাদের মধ্যে ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, ত্রাণ ও সমাজকল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী, শ্রম ও জনশক্তি বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সিরাজ, সাংস্কৃতিক সম্পাদক অসীম কুমার উকিল, সাংগঠনিক সম্পাদক মহিবুল হাসান চৌধুরী এবং কার্যনির্বাহী সংসদের সদস্য মারুফা আক্তার পপি। নারায়ণগঞ্জ থেকে শপথ অনুষ্ঠানে এসেছিলেন জাতীয় পার্টির সংসদ সদস্য সেলিম ওসমান। উল্লেখ্য, নারায়ণগঞ্জ সিটি নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে সেলিনা হায়াত আইভী প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সাখাওয়াত হোসেন খানকে প্রায় ৮০ হাজার ভোটের ব্যবধানে পরাজিত করেন। এ নির্বাচনে আইভী পান ১ লাখ ৭৫ হাজার ৬১১ ভোট অন্যদিকে সাখাওয়াত ৯৬ হাজার ৪৪। এবার নিয়ে পরপর দু’বার মেয়র নির্বাচিত হলেন আইভী। নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন হওয়ার আগে আইভী পৌর সভারও চেয়ারম্যান ছিলেন। আইভীর বাবা আলী আহমেদ চুনকা ছিলেন নারায়ণগঞ্জ পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র।
×