ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১২ বৈশাখ ১৪৩১

১৯ জানুয়ারি হাজির করার নির্দেশ হাইকোর্টের

দুই মানসিক প্রতিবন্ধী বিনা বিচারে বছরের পর বছর জেলে

প্রকাশিত: ০৫:২৬, ৬ জানুয়ারি ২০১৭

দুই মানসিক প্রতিবন্ধী বিনা বিচারে বছরের পর বছর জেলে

স্টাফ রিপোর্টার ॥ কিশোরগঞ্জ জেলা কারাগারে বছরের পর বছর বিনা বিচারে আটক দুই মানসিক প্রতিবন্ধীকে আগামী ১৯ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। কারাগারে থাকা দুই মানসিক প্রতিবন্ধী শফিকুল ইসলাম ও ছাবেদ আলীকে কেন জামিন দেয়া হবে না, তা জানতে চেয়ে রুল দিয়েছে হাইকোর্ট। দুই বন্দীর বিরুদ্ধে মামলার বিচারিক আদালতের নথিও তলব করেছে হাইকোর্ট। অন্যদিকে এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। এছাড়া সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া নদী থেকে বোমা মেশিন ব্যবহার করে পাথর ও বালু উত্তোলনে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের সংশ্লিষ্ট বেঞ্চগুলো এসব আদেশ প্রদান করে। কিশোরগঞ্জ জেলা কারাগারে প্রায় এক যুগ ধরে বিনা বিচারে আটক দুই ব্যক্তিকে আগামী ১৯ জানুয়ারি হাজির করার নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বৃহস্পতিবার বিচারপতি ওবায়দুল হাসান ও বিচারপতি কৃষ্ণা দেবনাথের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে রুলসহ এ আদেশ দেয়। শফিকুল ১৭ বছর ও ছাবেদ ১৪ বছর ধরে বিনা বিচারে কারাবন্দী। বর্তমানে তারা কিশোরগঞ্জের কারাগারে আছেন। গত বছরের ১২ ডিসেম্বর বেসরকারী একটি টেলিভিশন চ্যানেলে শফিকুল ও ছাবেদের বিষয়ে প্রতিবেদন প্রচারিত হয়। প্রতিবেদনটি বৃহস্পতিবার আদালতের নজরে আনেন সুপ্রীমকোর্ট লিগ্যাল এইডের প্যানেল আইনজীবী কুমার দেবুল দে। পরে আদালত এ রুল জারি করে। আদালতে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল জাহাঙ্গীর আলম। পরে কুমার দেবুল দে জানান, শফিকুল ও ছাবেদ দুজনই মানসিক প্রতিবন্ধী। শফিকুলের বিরুদ্ধে মামলায় ২০০৬ সালে সাক্ষ্য শেষ হয়। তবে তিনি মানসিক প্রতিবন্ধী হওয়ায় এখনও রায় হয়নি। অন্যদিকে ছাবেদের বিরুদ্ধে মামলায় এখন সাক্ষ্যগ্রহণ চলছে। তিনি আরও জানান, ২০০১ সালের ২৫ এপ্রিল থেকে কারাগারে আছেন শফিকুল আর ২০০৩ সালের ২৯ জুন থেকে কারাগারে আছেন ছাবেদ। নির্বাচন স্থগিত ॥ এসেনসিয়াল ড্রাগস কোম্পানি লিমিটেডের (ইডিসিএল) শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের নির্বাচন স্থগিত করেছে হাইকোর্ট। কিছু ভোটারের নাম বাদ পড়ার অভিযোগ এনে করা এক রিট আবেদনের শুনানি নিয়ে বৃহস্পতিবার বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী সৈয়দ মাহবুব। উপ-শ্রম পরিচালক (ট্রেড ইউনিয়ন) স্বাক্ষরিত এক পরিপত্রে গত ২০ ডিসেম্বর বলা হয়, ইডিসিএলের শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্রীয় কার্যকরী কমিটির নির্বাচন ৬ জানুয়ারি অনুষ্ঠিত হবে মর্মে পত্রের মাধ্যমে অত্র দফতরকে অবহিত করা হয়। তফসিলে বলা হয়, বাংলাদেশ শ্রম বিধিমালা ২০১৫-এর বিধি ১৬৯(১) এবং বিদ্যমান গঠনতন্ত্রের অনুচ্ছেদ ২৫ অনুসরণ করে নির্বাচন সম্পন্ন করতে হবে। এ অবস্থায় ইব্রাহিম খলিলুল্লাহ ও তরিকুল ইসলাম নামের দুই ব্যক্তি নির্বাচনের জন্য করা ভোটার তালিকায় ৩৩৩ জনের নাম বাদ পড়ার অভিযোগ এনে রিট দায়ের করেন। আইনজীবী জানিয়েছেন, আদালতের আদেশের অনুলিপি পাওয়ার এক মাসের মধ্যে বাদ পড়াদের ভোটার তালিকায় অন্তর্ভুক্ত করে আইন মোতাবেক নির্বাচন করতে নির্দেশ দিয়েছে হাইকোর্ট। ৬ মাসের নিষেধাজ্ঞা ॥ সিলেটের কানাইঘাট উপজেলার লোভাছড়া নদী থেকে বোমা মেশিন ব্যবহার করে পাথর ও বালু উত্তোলনে ছয় মাসের নিষেধাজ্ঞা দিয়েছে হাইকোর্ট। একটি রিট আবেদন শুনে বৃহস্পতিবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি আবু তাহের মোঃ সাইফুর রহমানের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেয়। একই সঙ্গে পাথর-বালু উত্তোলন বন্ধের কেন নির্দেশ দেয়া হবে না, তা জানতে রুলও দিয়েছে আদালত। আগামী চার সপ্তাহের মধ্যে জ্বালানি সচিব, পরিবেশ সচিব, পরিবেশ অধিদফতরের মহাপরিচালক, সিলেট জেলা প্রশাসক, পুলিশ সুপার, বিজিবি সেক্টর কমান্ডার, ইউপি চেয়ারম্যান ও কানাইঘাট থানার ওসিকে জবাব দিতে বলা হয়েছে। কানাইঘাট উপজেলার বোটাকিকর গ্রামের বাসিন্দা স্থানীয় মানবাধিকারকর্মী নজরুল ইসলাম গত ৩ জানুয়ারি হাইকোর্টে এ রিট আবেদন করেন। রিটের পক্ষে শুনানি করেন আইনজীবী কামরুজ্জামান সেলিম। রাষ্ট্রপক্ষে ছিলেন মোখলেছুর রহমান।
×