ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ১৬ এপ্রিল ২০২৪, ৩ বৈশাখ ১৪৩১

কর্মসূচী পালনে বাধা দিচ্ছে সরকার ॥ ফখরুল

প্রকাশিত: ০৪:৩৩, ৬ জানুয়ারি ২০১৭

কর্মসূচী পালনে  বাধা দিচ্ছে  সরকার ॥  ফখরুল

স্টাফ রিপোর্টার ॥ সরকার বিএনপিকে পূর্ব নির্ধারিত কর্মসূচী পালনে বাধা দিচ্ছে বলে অভিযোগ করেছেন দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে যৌথসভা শেষে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ করেন। ফখরুল বলেন, ৫ জানুয়ারির নির্বাচনের তৃতীয় বর্ষপূর্তিতে সারাদেশে বিএনপি ঘোষিত কালো পতাকা মিছিল ও কালো ব্যাজধারণ কর্মসূচী বানচালের জন্য সরকার একদিকে রাষ্ট্রযন্ত্র, অন্যদিকে দলীয় পেটোয়া বাহিনী ব্যবহার করছে। নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে এসে প্রজন্ম লীগ নামে তাদের একটি পেটোয়া বাহিনী তা-ব চালায় এবং আমাদের এক নেতাকে মারধর করে। পুলিশের উপস্থিতিতে এ ঘটনা ঘটেছে অভিযোগ করে তিনি বলেন, আমাদের অফিসের সামনে পুলিশের উপস্থিতিতে যখন এ ধরনের ঘটনা ঘটে, তখন বুঝতে পারছেন সরকার কী ধরনের নিরাপত্তা দিচ্ছে। অর্থাৎ সরকার চাচ্ছে এ ধরনের ঘটনা ঘটিয়ে বিএনপিকে একটি উত্তেজনাকর অবস্থার মধ্যে নিয়ে সংঘাতময় পরিস্থিতিতে ঠেলে দিতে। বিএনপি মহাসচিব বলেন, আওয়ামী লীগ ২০০৮ সালে ক্ষমতায় আসার পর থেকেই গণতন্ত্রকে পরাভূত করার কাজ শুরু করেছে। আমরা আগেই বলেছি, সংঘাত চাই না। সংঘাত এড়িয়ে গণতান্ত্রিক কর্মসূচী পালন করতে চাই। কিন্তু সরকার বিএনপিকে সংঘাতময় পরিস্থিতির দিকে ঠেলে দিতে চায়। তারা বিএনপিকে রাজনীতি থেকে দূরে রাখতে চায়। বিএনপি মনে করে, একমাত্র সুষ্ঠু ও অবাধ নির্বাচনের মাধ্যমেই সরকার পরিবর্তন করা যেতে পারে। যেহেতু এ সরকার জনবিচ্ছিন্ন হয়ে পড়েছে, তাই তারা একটি সুষ্ঠু নির্বাচন চায় না। ফখরুল বলেন, আমরা দেশে গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য সংগ্রাম করছি। এ লড়াই কোন ব্যক্তি বা দলকে ক্ষমতায় বসানোর জন্য নয়। এ লড়াই মানুষের অধিকারের। কিন্তু ক্ষমতাসীনরা পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে দলীয় সরকারের অধীনে নির্বাচন ব্যবস্থা চালু করে। সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেনÑ বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু, চেয়ারপার্সনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, বিএনপির প্রচার সম্পাদক শহীদ উদ্দীন চৌধুরী এ্যানী প্রমুখ। কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি গঠন ॥ মোঃ শরীফুল আলমকে সভাপতি, লায়লা বেগমকে প্রথম সহ-সভাপতি ও মাজহারুল ইসলামকে সাধারণ সম্পাদক করে কিশোরগঞ্জ জেলা বিএনপির নতুন কমিটি গঠন করা হয়েছে। বুধবার বিকেলে বিএনপির সহ-দফতর সম্পাদক তাইফুল ইসলাম টিপু স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কমিটি ঘোষণা করা হয়।
×